M u b a s h i r a

  • Home
  • M u b a s h i r a

M u b a s h i r a “বই পড়া,গাছ লাগানো, ছবি আঁকা বা ফটোগ্রাফি এই সব অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ-কষ্ট থেকে নিজের জন্য আশ্রয় তৈরি করা।” –
(18)

☀️ **সকাল** মানেই যুদ্ধ—ঘুমের সঙ্গে, এলার্মের সঙ্গে, আর হুঁশের সঙ্গে!তবু একটা জিনিস সব সামাল দেয়…☕ **চা!**চা হাতে নিলেই ...
03/08/2025

☀️ **সকাল** মানেই যুদ্ধ—
ঘুমের সঙ্গে, এলার্মের সঙ্গে, আর হুঁশের সঙ্গে!

তবু একটা জিনিস সব সামাল দেয়…
☕ **চা!**

চা হাতে নিলেই মনটা বলে—
"চিন্তা করিস না, আজকেও কোনো রকমে টিকেই যাবি!" 😌😂

"হুইলচেয়ারে বসে পাহাড় দেখা যাবে, কিন্তু পাহাড়ে হেঁটে ওঠার আনন্দটা থাকবে না…"একদিন আমাদের সবারই টাকা হবে।হয়তো গাড়িও থাকবে...
01/08/2025

"হুইলচেয়ারে বসে পাহাড় দেখা যাবে, কিন্তু পাহাড়ে হেঁটে ওঠার আনন্দটা থাকবে না…"

একদিন আমাদের সবারই টাকা হবে।
হয়তো গাড়িও থাকবে, ছুটি কাটানোর সুযোগও থাকবে…
কিন্তু তখন শরীর বলবে, “না রে, এখন আর যাই না…”
মনও চুপ থাকবে।

আমার মা এখন ঠিক এটাই বলেন।
আমি যখন বলি, “মা, চলো না কোথাও ঘুরে আসি… জলদর্শনে, পাহাড়ে, বা কোনো নদীর ধারে...”
মা বলেন,
“না রে বাবা, এখন কোথাও যেতে ইচ্ছে করে না… ঘরেই অনেক আরাম লাগে।”

কিন্তু আমি জানি—
একটা সময় ছিল, যখন মা’র মনেও ছিল ঘুরে বেড়ানোর ইচ্ছে,
আকাশ দেখার শখ,
সমুদ্রের গর্জনে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা।
তবু তিনি যাননি—
কারণ তখন ছিল সংসারের হিসেব, টাকার ভাবনা, “এখন না, পরে যাবো” এই মনোভাব।

আর সেই 'পরে'টা আর কখনো আসেনি।

এই জন্যই বলি—
জীবনটাকে শুধু ব্যালেন্স শিটে আটকে রেখো না।
পাশের মানুষটা বেঁচে থাকতে,
শরীরে জোর থাকতে,
মনটা ডানা মেলতে চাইলে—
ঘুরে এসো।

কারণ একটা সময়, চোখ খোলা থাকবে ঠিকই,
কিন্তু মন বলবে না— "চলো যাই…"
তখন শুধু আফসোসের ফোল্ডারে জমা থাকবে
না-যাওয়া জায়গাগুলোর তালিকা।

বিয়ের পরে মেয়েদের দুঃখ,কষ্ট বিক্ষিপ্ত হয়ে যায়। বিয়ের আগে মানুষের থেকে টুকটাক পাওয়া কষ্টগুলো বন্ধু,মায়ের সাথে শেয়ার করা গ...
30/07/2025

বিয়ের পরে মেয়েদের দুঃখ,কষ্ট বিক্ষিপ্ত হয়ে যায়। বিয়ের আগে মানুষের থেকে টুকটাক পাওয়া কষ্টগুলো বন্ধু,মায়ের সাথে শেয়ার করা গেলেও বিয়ের পরে আর যায়না । মানে ব্যাপারটা এমন- “ যে দুঃখ গোপনে এসেছে, তা গোপনেই থাক । আমাকে ভেঙে ভেঙে তোমাকে গড়ুক।”

কিছু মানুষ আছে এরা একটু অন্যরকম। এরা অতিরিক্ত হৈ চৈ পছন্দ করেনা। অতিরিক্ত কোলাহল এদের ভালো লাগেনা। এদের জীবনে বন্ধুত্বের...
30/07/2025

কিছু মানুষ আছে এরা একটু অন্যরকম। এরা অতিরিক্ত হৈ চৈ পছন্দ করেনা। অতিরিক্ত কোলাহল এদের ভালো লাগেনা। এদের জীবনে বন্ধুত্বের সংখ্যা খুব কম থাকে। এরা মানুষের সাথে খুব সহজে মিশতে পারেনা। এরা কোনো একটা অনুষ্ঠানে গেলে সেখানেও চুপচাপ একা একা থাকতে পছন্দ করে।

আসলে এ মানুষগুলো অহংকারী বা ভাব নেয় এমন কিছুনা। এরা একটু রিলেক্সিং টাইপ লাইফ পছন্দ করে। এরা ঠান্ডা, চুপচাপ, ঝামেলা হীন লাইফ কাটাতে ভালোবাসে। এরা শান্ত, স্নিগ্ধ, জলের মতোন সুন্দর! 🤍
Pic:collected

28/07/2025

আগের দিনে মানুষ ছিলো সরল তাদের জীবন যাপন পদ্ধতিও ছিলো সহজ।

ছোটবেলায় গেস্ট এলে আমরা খুশি হতাম কারণ আমরা জানতাম বাড়িতে খালা ফুপু চাচী বা আন্টিরা খেতে আসেনি, ঘর সাজানো আছে না নাই তা দেখতে আসেনি, ঘরের ডেকোরেশান বাথরুম ফিটিংস এর দাম নিয়ে সমালোচনা করতে আসেনি, তারা এসেছে মনের টানে। স্রেফ একটু গল্প সল্প করতে আসাই উদ্দেশ্য।

তখনকার সময়ের জাতীয় নাস্তা ছিলো চা বিস্কুট চানাচুর। এটা বেসিক। বাড়তি কিছু যেমন বেকারীর কেইক কোক পারলে দিতো না দিলে নাই। কেউ মাইন্ড করতো না।

শুধু চা বিস্কুট কেনো দিলো সাথে চানাচুর কেনো দিলো না, চানাচুর দিলো তো কোন বেকারী থেকে আনলো, মিষ্টি কেনো নাই, হাতে বানানো কিছু তো ছিলোনা, আমার বাসায় আসলে দেখিয়ে দেব আপ্যায়ন কিভাবে করতে হয় এসব ফালতু সমালোচনা তখন চলতো না।

সে সময় ঢাকার বাচ্চাদের একটা বিনোদন ছিলো বাসায় থাকবে কয়েকদিন এমন গেস্ট। এরা এলে মা রান্নাঘরে ব্যস্ত থাকবে বাচ্চারা গেস্টদের বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াবে, একটু স্বাধীনতা পাবে, পড়া ফাঁকি দেবে।

গেস্ট এলে তাদের খুশির কারণ অনেকটাই ছিলো ছাড়া গরু হয়ে যেতে পারার আনন্দ কেন্দ্রিক। মফস্বলের বাবা মা রা বাচ্চাদের পড়াশোনা নিয়ে তখন খুব একটা চিন্তা করতো না।

এখনকার বাচ্চাদের বিনোদন একটু অন্যরকম। তারা কে এলো কে এলোনা তা নিয়ে বদার্ড হয় না। সবাই খুব একটা ছাড়া গরুও হতে চায় না।

আমার মনে হয় যোগাযোগ মাধ্যম উন্নতি হয়ে আর কিছু হোক না হোক মহিলাদের গীবত বেড়েছে।

এবং আন্তরিকতা কমে যাওয়ার অন্যতম একটি কারণ সর্বক্ষন কারও না কারও গীবতে লিপ্ত থাকা। কথা কখনো চাপা থাকে না। কে, কোথায়, কখন,কাকে নিয়ে কি বলে বেরিয়ে আসবেই। এবং অন্যের মুখ থেকে যখন বেরোয়, তা আর অবিকৃত থাকে না। বিকৃত হয়েই বেরোয়।

এসব সল্প পরিসরে আগেও চলতো। কিন্তু ঘরে ঘরে টি এন্ড টি লাইন না থাকায় বাতাসের গতিতে কানে কানে পৌঁছতে পারতো না। কেউ দ্রুতই জানতে পারতো না তাকে নিয়ে পেছনে কি বলা হয়।

মানুষের পেছনে তার সমালোচনা, গীবত সম্পর্ক নষ্ট করে।

এজন্যই এখন মানুষ ভাবে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। খাই খাই করা সমালোচক আত্মীয় বন্ধুর চেয়ে আত্মীয় বন্ধু শূন্য থাকা ভালো।

এই সমস্যা উত্তোরণ করতে হলে আগে নিজের মনের সংকীর্ণতাকে দূর করতে হবে। আত্মীয় বন্ধুদের ব্যক্তিগত জীবন, লাইফ স্টাইল নিয়ে গসিপের অভ্যাস বন্ধ করতে হবে। গসিপকারীকে সবাই ভয় পায়। (আমি তো সাংঘাতিক ভয় পাই!)

কেউ কাওকে যখন আর ভয় পাবে না সম্পর্কে আন্তরিকতা ফিরে আসবে ধীরে ধীরে ইন শা আল্লাহ।
#সংগ্রহকৃত

23/07/2025

জীবনকে কখনো খুব দীর্ঘ ভাববেন না। কারণ আমরা দিনরাত যে ভবিষ্যৎ নিয়ে ভাবি হয়তো সেই ভবিষ্যৎ আর আমার আপনার জীবনে কখনো আসবেও না।

জীবন হলো সংক্ষিপ্ত সফর। ❤️🌸

23/07/2025

এমন জুলাই আর না আসুক..🥲

If life gives you a second chance, don't be a cactus. Be a rose seedlings. Life is too short to bloom for those who don'...
17/07/2025

If life gives you a second chance, don't be a cactus. Be a rose seedlings. Life is too short to bloom for those who don't water you. কারো বারান্দায় স্থায়ী হতে গিয়ে ক্যাকটাস হবেন না ক্যাকটাস কেউ খোঁপায় গুঁজে না,
যত্নে বাঁচুন, যত্নে ফুটুন ❤️❤️❤️

লিখাটা চরম সত্য॥আমিও অবাক হয়ে যাই কেমনে সম্ভব🤔“চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে""বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকা...
17/07/2025

লিখাটা চরম সত্য॥আমিও অবাক হয়ে যাই কেমনে সম্ভব🤔
“চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে"
"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"
“৫ হাজার টাকা দিয়ে কাপড়ের বিজনেস শুরু করে মাসে লাখ টাকা ইনকাম করছে”
"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না।

আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা।

লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।
#সংগ্রহকৃত

বিয়ের বছর কয়েক পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝ...
13/07/2025

বিয়ের বছর কয়েক পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে। মন মতো কাপড় পরে ইচ্ছামতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে। তার প্রায়োরিটি, লাইফ স্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে।
ধরে নিতে পারেন যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ড সেটের পুরুষ পেয়েছে, যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে, শো কেসের পুতুলকে নয়। সে জানে নারীর মন আছে, মতামত দেয়ার রাইট আছে, শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু বউকে ‘মাথায় তুলছে না’, তাকে নিজের মত করে বাঁচতে দিচ্ছে। তার শখ আহ্লাদগুলিকে নিজের বেস্ট টা দিয়ে পূরণ করার চেষ্টা করে।🩵💙

নারী কিসে আটকায় এই প্রশ্নে প্রশ্নবিদ্ধ করার যুগে এমন একজন দরকার যে আটকে না রেখে খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে দুটি ডানা হয়ে আপনার পাশে থাকবে।💞❣️

তারপর...হুট কইরা আমার পুরা জীবনটাই একটা স্যুটকেসে ঢুইকা গেলো।স্যুটকেস গুছাই, বাড়ি আসি।জিনিসপাতি যা বাইর করি খেয়াল রাখন ল...
12/07/2025

তারপর...হুট কইরা আমার পুরা জীবনটাই একটা স্যুটকেসে ঢুইকা গেলো।স্যুটকেস গুছাই, বাড়ি আসি।জিনিসপাতি যা বাইর করি খেয়াল রাখন লাগে আবার যেন স্যুটকেসেই রাখা হয়।সময় শেষ,স্যুটকেস নাও চইলা যাও!
সবাই বলে, আমার জীবনে সবই হইলো!কিন্তু আহারে!আমার একটা ঘর আর হইলো কই!

Address


Alerts

Be the first to know and let us send you an email when M u b a s h i r a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M u b a s h i r a:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share