15/07/2023
বেশিরভাগ মেয়ে তার জীবনের কঠিনতম সময় পার করে একা একা। কাউকে পাশে পায়না কেউ পাশে থাকে না। পরিবারের লোকজনও বুঝতে পারেনা ভিতর থেকে তিলেতিলে শে'ষ হয়ে যাচ্ছে একটা মানুষ। বন্ধুবান্ধব সবাই ভাবে সে খুব ভালো আছে যখন কিনা সে তার সবচেয়ে বাজে সময় টুকু পার করছে।