
24/05/2025
নেপচুন, সৌরজগতের অষ্টম ও সবচেয়ে দূরের গ্রহ, সূর্যকে একবার ঘুরে আসতে ১৬৫ পৃথিবীর বছর সময় নেয়। এর মানে যদি কেউ নেপচুনে জন্ম নিত, তাহলে তার প্রথম জন্মদিন আসতে পৃথিবীতে ১৬৫ বছর কেটে যেত! 🌍➡️🪐
🌀 কেন এত সময় লাগে?
নেপচুনের কক্ষপথ অনেক দীর্ঘ — এটি সূর্য থেকে গড়ে ৪.৫ বিলিয়ন কিলোমিটার দূরে।
দূরত্ব বেশি হওয়ায় এর গতিও তুলনামূলক কম — ফলে একবার পুরো কক্ষপথ ঘুরে আসতে সময় লাগে অনেক বেশি।
🔭 মজার তুলনা:
পৃথিবীতে একজন মানুষ গড়ে ৭০-৮০ বছর বাঁচে। সুতরাং, নেপচুনে একটি বছর শেষ হতে হতে পৃথিবীতে প্রায় দু’টি প্রজন্ম কেটে যায়!
🤯 চমকপ্রদ তথ্য:
নেপচুনের আবিষ্কার হয়েছিল ১৮৪৬ সালে, আর এটি তার আবিষ্কারের পর মাত্র একবার সূর্যকে ঘুরে এসেছে — সেটা ছিল ২০১১ সালে!