Amar Desh আমার দেশ নিউজ

Amar Desh আমার দেশ নিউজ Amar Desh
আমার দেশ নিউজ
www.amardeshrasel.com

18/09/2025

জুলাই সনদ এখন সবার মুখে মুখে ।

18/09/2025

Manna said that the Awami League will return due to Jamaat's mistake.
জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে, জানালেন মান্না।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। তার মতে, আ. লীগের ভোটব্যাংক পিআর নির্বাচনে তাদের ফেরার পথ তৈরি করবে। জামায়াত পিআর চেয়ে নিজেরাই ভুল করছে বলেও জানান এ রাজনীতিবিদ।

18/09/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেইসবুকে তিনি এসব কথা বলেন।

17/09/2025

২১ কোটি টাকা লোটপাট।

17/09/2025

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটান ও মিয়ানমার ছাড়া বাংলাদেশ ও চীনসহ বাকি পাঁচটি দেশ থেকেই নিরাপত্তা সংক্রান্ত হুমকির আশঙ্কা করছে ভারত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলমান ‘কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্সে’ ভারতের নিরাপত্তা মহল জানিয়েছে, বাংলাদেশের তথাকথিত ‘উগ্রপন্থী তৎপরতার উত্থান’, পাকিস্তানের ‘জঙ্গি অর্থায়ন’, চীনের সঙ্গে ‘সীমান্ত অচলাবস্থা’ এবং নেপালের ‘রাজনৈতিক অস্থিরতাকে’ ভারতের প্রতিবেশে বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

17/09/2025

স্বৈরাচার শেখ হাসিনা।

17/09/2025

দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ’ আদালতে ব্যারিস্টার সুমন।
দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে এ মন্তব্য করেন তিনি। এসময় বার বার একই কথা বলতে থাকেন সুমন।

16/09/2025

যোগ্যতা দেখে কারো পদোন্নতি দেননি শেখ হাসিনা: মাহমুদুর রহমান।

16/09/2025

দুবাইয়ে পরিবার নিয়ে ব্যাপক আমোদ-ফুর্তিতে ফ্যাসিস্ট শামীম ওসমান!।

15/09/2025

বিমানের টিকেট এখন লাখ টাকার উপরে।

মাদারবোর্ডরা আবার টিকেট দাম লাখ টাকার উপরে নিয়ে গেছে।
মন চায় বিমানের চেয়ারম্যান ও উপদেষ্টারে এনে সৌদিতে লোহার ফ্যাক্টরিতে কাজে লাগাই,তবেই এরা প্রবাসীদের মর্ম বুঝবে।
মাদারবোর্ডগুলার জন্য আপনার কোন মতামত আছে কি?

14/09/2025

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের।
এবার জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জাতীয় পার্টি ও ১৪ দল হলো এ দেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন। জুলাই সনদের কার্যকর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

মামুনুল হক দাবি করেন, এখন আবার এদের (জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট) ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয়। আমরা পুনর্ব্যক্ত করছি- জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। গতকাল শনিবার মজলিস থেকে জানানো হয়, ৮টি দল এই দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি দেবে। পরে বিকালে এবি পার্টি ও এনসিপি এই প্রক্রিয়ায় নেই বলে বিবৃতি দেয়।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে, অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যেকোনো মূল্যে জুলাই সনদকে কার্যকর করতে হবে। এটি আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। অতীত অভিজ্ঞতা বলে, ক্ষমতায় গিয়ে সবাই ক্ষমতার বাইরে থাকা অবস্থার প্রতিশ্রুতি ভুলে যায়- ৭২-এর বিশেষ ক্ষমতা আইন তার জ্বলন্ত উদাহরণ। সুতরাং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের জন্য অধ্যাদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা কিংবা অন্য যেকোনো কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে।

মামুনুল হক জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। তিনি বলেন, এককক্ষ সংসদ ব্যবস্থা ক্ষমতার একচেটিয়া আধিপত্য সৃষ্টি করে। এজন্য সংসদে উচ্চকক্ষ দরকার। জাতীয় ঐকমত্য কমিশনে এ ব্যাপারে সব দলই একমত পোষণ করেছে।’ পিআর (সংখ্যানুপাতিক) ছাড়া উচ্চকক্ষ গঠিত হলে তা কেবল বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ হবে বলেও উল্লেখ করে মামুনুল হক। দাবি আদায়ে মামুনুল হক কয়েকটি কর্মসূচি দেন মামুনুল হক। এগুলো হচ্ছে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল; ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল; ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

14/09/2025

নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্যেকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাবো তখন একমত হয়ে সবাই যাবো। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না।

তিনি বলেন, ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে । জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে।

Address

Tangail
1974

Alerts

Be the first to know and let us send you an email when Amar Desh আমার দেশ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Desh আমার দেশ নিউজ:

Share