12/05/2025
তাকে মা ডাকার মতো তার আরো দুটি সন্তান রয়েছে আমার সন্তানের বাবা ডাকার মতন আর কেউ রইল না.... বললো পলাশের স্ত্রী
আচ্ছা উনি যদি উনার সন্তানকে ভালোই বাসতেন তাহলে তার সন্তান যেখানে খুশি থাকবে সেই মা সেখানেই খুশি থাকার কথা আসলে পলাশে আমার কখনো চাইত না পলার তার বউ সাথে সময় কাটাক বা ভালো থাকুক এই ধরনের মায়ের জন্য আজ হাজারো সংসার ভেঙেছে আজ পলাশের জীবনটাও গেল আজ পর্যন্ত যদি কোনো সংসার ভেঙে থাকে সেটা স্বামী স্ত্রীর জন্য নয় বরংচ শাশুড়ির অত্যাচারের কারণে সংসার ভেঙে থাকে যদি পলাশের মা বুঝতে পারত তার ছেলে তার বৌয়ের সাথে ভালো থাকবে তাহলে হয়তো পলাশের জীবনটা এভাবে শেষ হত না