29/06/2025
আনুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন হলে কিছু immediate পরিবর্তনসমাধান পরিলক্ষিত হবে -
১. আনুপাতিক পদ্ধতিতে(PR) নির্বাচন হলে বার বার সীমানা নির্ধারণের কোন প্রয়োজন নেই, সারাদেশই একটি constituency!
২. আনুপাতিক পদ্ধতির নির্বাচন হলে এমপিদের স্থানীয় ভাবে কোন কাজ থাকেনা, ফলে উপজেলা পরিষদের কার্যকারিতা বৃদ্ধি পাবে তথা স্থানীয় সরকার শক্তিশালী হবে!! এমপি, উপজেলা চেয়ারম্যান এর দ্বন্দ্বও চুকে যাবে !!!
৩. আর মেম্বার অব পার্লামেন্ট (এমপি)এর কাজ যে শুধু জাতির স্বার্থে আইন বানানো সেটাও কার্যকর হবে !!!
৪. আনুপাতিক পদ্ধতিতে ৩০০ আসনে ৩ লাখ ভোট চুরিতে ১ জন এমপির পরিবর্তন হতে পারে,
আর চলমান এফপিটিপি পদ্ধতিতে মাত্র ১টি ভোট চুরিতে ১ জন এমপি পরিবর্তন হতে পারে! তাই এই ভোট চোর/ডাকাতদের দেশে আনুপাতিক পদ্ধতিই উপযুক্ত হতে পারে !
৫. প্রবাসীরাও সহজে ভোট দিতে পারবে !
৬. যেহেতু ১ টিই constituency, তাই সহজে অগ্রিম ভোটও গ্রহন করা যেতে পারে!
৭. আর অগ্রিম ভোট হলে ভোটের দিনের ভোটারের অতিরিক্ত চাপও কমবে!
৮. কোন সাংসদ মৃত্যুবরণ করলে উপনির্বাচনের প্রয়োজন নেই, রাজনৈতিক দল থেকে সরবরাহকৃত তালিকার ধারাবাহিকতায় পরবর্তী ব্যক্তি সাংসদ হতে পারেন!
৯. পি.আর পদ্ধতিতে ভোটাররা যেহেতু কোন ব্যক্তিকে বরং দলকে ভোট দেন, সেহেতু স্থানীয় পর্যায়ে ব্যক্তির প্রভাব নিয়ে মারামারি, হানাহানির পরিমানও কমিয়ে আনা যেতে পারে!
১০. সর্বোপরি, অধিক সংখ্যক ভোটারের প্রতিনিধিত্ব প্রতিপলিত হয় বিধায় অধিক ডেমোক্রেসির পথে আনুপাতিক পদ্ধতি(PR) বেশ সহায়ক হতে পারে ©
সংগ্রহীত