20/06/2025
বাংলাদেশের যত শিল্পপতি আছে বড় বিজনেসম্যান বা এমপি মন্ত্রী তাদের কত ক্ষমতা তাদের কত রাজত্ব। বড় বড় সব গ্রুপ অফ কোম্পানির এমডি চেয়ারম্যান সবাই শুয়ে আছে পার্থক্যটা তারা বনানীতে সাধারণ মানুষ বাঁশঝাড়ের নিচে। আজ পবিত্র শুক্রবার আসুন না আজ মনের সব হিংসা ষড়যন্ত্র ভুলে সবাই সবাইকে ভালোবাসে ক্ষমা করে দেয়।