15/11/2022
#শুভ_জন্মদিন_টাঙ্গাইল। প্রিয় জন্মস্থান ।
১৮৭০ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর, আজকের এই দিনে টাঙ্গাইল-নামটি পরিচিতি লাভ করে। ইতিহাস থেকে দেখা যায়,
ইংরেজ আমলে এ দেশের মানুষেরা- উচ্চ শব্দের পরিবর্তে "টান"শব্দটি বেশি ব্যবহার করত।এই টানের সাথে, আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টানআইল।আর সেই টান আইল শব্দটি রূপান্তরিত হয়েছে- টাঙ্গাইলে।❤❤
ে_পদার্পন_প্রানের_টাঙ্গাইল " ❤ ❤
১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিষ্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না।
টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিষ্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে।
টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার।
টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে ২য় সর্ববৃহৎ জেলা।
🖤
💟
এই টাঙ্গাইলে জন্মগ্রহন করেছেন- অনেক বিখ্যাত মানুষ।
আমি গর্বিত টাঙ্গাইলে জন্মগ্রহন করে।
❤💜💛💚💙❤
চমচম, টমটম, গজারির বন!
টাঙ্গাইল এর শাড়ি তার গৌরবের ধন।