Sajib Anwar

Sajib Anwar welcom to my page

25/01/2025

শীতলক্ষ্যা রিভার ভিউ

02/12/2024

অনেক বন্ধুর কাছে আমার প্রশ্নের সম্মখীনহতে হবে। অনেকে মন্তব্য করবে। সকলের মঙ্গল হোক কল্যাণ হোক বন্ধুদের সাথে ওয়ান ডিস পার্টি ছিলো ক্যাম্পাসে। আজকের দিনটি আমার সারাজীবন সুন্দর স্মরণীয় স্মৃতিময় তোমাদের সকলের প্রতি আমার ভালবাসা। সত্যি বড়ো কঠিন কঠিন কঠরতায় শান্তি।

09/09/2024

জনপ্রিয় একটি গান

নদীর সুন্দর্য মানব হৃদয়কে আকৃষ্ট করে বার বার।
25/07/2024

নদীর সুন্দর্য মানব হৃদয়কে আকৃষ্ট করে
বার বার।

23/04/2023
কিছু দিন আগের স্থিতিশীল চিএতে আমরা।  Short
08/02/2023

কিছু দিন আগের স্থিতিশীল চিএতে আমরা।
Short

দুই দিন ব্যাপী জেলা সাহিত্য মেলায় অংশগ্রহণ ও আবৃত্তি পরিবেশনের জন্য সম্মাননা তুলে দিয়েছেন সঞ্চিতা বিশ্বাসসিনিয়র সচিব জে...
07/02/2023

দুই দিন ব্যাপী জেলা সাহিত্য মেলায় অংশগ্রহণ ও আবৃত্তি পরিবেশনের জন্য সম্মাননা তুলে দিয়েছেন সঞ্চিতা বিশ্বাস
সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয় টাংগাইল
পৃষ্ঠপোষকতায়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার,কবি মাহমুদ কামাল
সভাপতি টাংগাইল সাহিত্য সংসদ।
কৃতজ্ঞতা জানাই আরিফ আহমেদ ভাইকে।

মেধা বিকাশ স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ ধন্যবাদ আরিফ আহমে...
06/02/2023

মেধা বিকাশ স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ
ধন্যবাদ আরিফ আহমেদ ভাই, কবি শাহাদাত হোসেন
বোয়ালি সখিপুর। এই সম্মান আমাকে আরও উজ্জীবিত করেবে। গুণীজনদের সাথে চললে জ্ঞান বৃদ্ধি পায়।

তর্ক হবে বিতর্ক হবে যুক্তিসঙ্গত।অ তিরিক্তহবে না।
25/11/2022

তর্ক হবে বিতর্ক হবে যুক্তিসঙ্গত।

তি
রি
ক্ত
হবে না।

16/11/2022
 #শুভ_জন্মদিন_টাঙ্গাইল। প্রিয় জন্মস্থান ।১৮৭০ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর, আজকের এই দিনে টাঙ্গাইল-নামটি পরিচিতি লাভ করে। ই...
15/11/2022

#শুভ_জন্মদিন_টাঙ্গাইল। প্রিয় জন্মস্থান ।
১৮৭০ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর, আজকের এই দিনে টাঙ্গাইল-নামটি পরিচিতি লাভ করে। ইতিহাস থেকে দেখা যায়,
ইংরেজ আমলে এ দেশের মানুষেরা- উচ্চ শব্দের পরিবর্তে "টান"শব্দটি বেশি ব্যবহার করত।এই টানের সাথে, আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টানআইল।আর সেই টান আইল শব্দটি রূপান্তরিত হয়েছে- টাঙ্গাইলে।❤❤
ে_পদার্পন_প্রানের_টাঙ্গাইল " ❤ ❤
১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিষ্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না।
টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিষ্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে।
টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার।
টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে ২য় সর্ববৃহৎ জেলা।
🖤
💟
এই টাঙ্গাইলে জন্মগ্রহন করেছেন- অনেক বিখ্যাত মানুষ।
আমি গর্বিত টাঙ্গাইলে জন্মগ্রহন করে।
❤💜💛💚💙❤
চমচম, টমটম, গজারির বন!
টাঙ্গাইল এর শাড়ি তার গৌরবের ধন।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Sajib Anwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share