12/08/2025
"it's just another light gone from the million stars"
এটাই মেডিকেলের বাস্তবতা। ২ দিন আগেও দেখলাম ফাইনাল প্রফের ভাইভা বোর্ডে ডেন্টালের একজন স্টুডেন্ট স্ট্রোক করে মারা গেলো। আজক মমেক এ, একাডেমিক ফ্রাস্টেশন একমাত্র মেডিকেল র পোলাপান ছাড়া কেউ বুঝে না, করবে কিভাবে? কারো জীবন ই যে এইরকম না।
যেখানে সারাদিন পড়াশুনার পর ও ফেইল নামক জিনিসের সাথে পরিচিত হতে হয়, আস্তে আস্তে এটাতে অভ্যস্ত ও হতে হয়।
ফার্স্ট ইয়ার এ থাকতে প্রথম pending খেয়েছিলাম inferior extremity র একটা item এ, তাও শুধু মাত্র tibia র right side র জায়গায় ভুলে আমার হাত left side এ চলে গেছিলো আর আমি সব describe করছিলাম। Pending খাওয়ার পর আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি এতো পড়েও fail করেছি।Room এ এসে যা হবার তাই, আমার BP low 🙂 depression এ ২দিন বিছানা থেকে উঠতে পারি নি, শরীরে যোর ছিলো না এমন টা না, আসলে যোর ছিলো না মনে।২ দিনে আরো ২ টা item হলো, ঐগুলা দিতে যেতে পারলাম না। পরে আলটিমেটলি ঠিক ই ৩ টা easily clear করলাম। তখন বুঝলাম আসলে life এ সব কিছু এক্সপেরিয়েন্স র দরকার আছে, ওইদিন এমন না হলে হয়তো বুঝতে দেরি হতো এই জিনিসগুলো just normal ভাবে মেনে নিতে হবে। যেটা এই মেডিকেল নামক জেলখানায় বেঁচে থাকার একমাত্র প্রাণভোমরা।
3rd prof এ microbioloy wrtitten এক্সামের আগের দিন -
মেডিকেল লাইফে সবথেকে পাগলের মতো পড়েছি 4th year এই। সারাবছরের সব পরীক্ষায় পাস করার পর ও, সব পড়া জানার পরও আগের দিন হঠাৎ করে কেনো জানি অনিশ্চয়তা ভর করলো, আমি may b পারবো না, শুধু শুধু ভয় পেয়ে গেলাম, ব্যাস BP low, আমার মনে হচ্ছিলো আমি স্ট্রোক করবো যেইখানে আগের ৩ দিনে আমার almost ২ বার রিভাইস শেষ।আমি আমার friend কে বলছিলাম, আমার এমন হচ্ছে। ও বলতেসিল একটু কান্না কর, তাহলে একটু ভালো লাগবে। ওকে জানালাম আমার কান্না ও আসতেসে না। ও আমাকে অনেক বুঝালো কিছু হবে না, তুই সব পারোস , সারাবছর পড়ছিস তো, এই এক বেলা না পড়লে কিচ্ছু হবে না।অনেকক্ষন এইদিক ওইদিক করার পর, আমি সব ছেড়ে দিলাম, আল্লাহ্ র উপর, যা হবার হবে। এটার জন্যে তো নিজের জীবন দিতে পারবো না, এতো tension করে কি হবে। পরিক্ষার হলে যেয়ে answer করার টাইম এ দেখি আমার মনে পরে যাচ্ছিলো সব। সেইদিন এই don't care feel টা যদি না আসতো তাহলে আমার ও একি অবস্থা হতে পারতো( Though su***de is not a solution,at least নিজের চোখে post mortem দেখার পর কারো আর সাহস হয় না 😐)
So,I don't care 😊life is too short just to judge
যারা এইখানে ভালো friend বানাতে পারবে শুধু তাদের journey টাই তুলনামূলক smooth হবে, It's a blessing from heaven ❤️ All টাইম support পাবা।