Tuhin Ahmed

Tuhin Ahmed I always trust, I'm nothing. So, I try hard to be something
(1)

27/07/2025

বেড়ীপটল বনাম চর পৌলি
বৃষ্টির মধ্যে ফুটবল খেলা

27/07/2025

বেড়ীপটল ফুটবল একাদশ বনাম চর পৌলি ফুটবল একদশ। জাঁকজমকপূর্ণ খেলা হচ্ছে।

11/05/2025

একাকিত্ব আপনাকে দুটি বিষয় শেখাবে
হয় আল্লাহ পাবেন না হয় নিজেকে গ্রাস করবেন বা নিজের উপর জুলুম করবেন।

14/03/2025

পড়ুন অধিক
আসতাগফিরুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

12/03/2025

স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে মার্কেটে নিয়ে গেলেন। দোকানদার পণ্য ও বিক্রি করলো, ফ্রিতে আপনার
স্ত্রী কে দেখেও মন ভরলো।
আপনি দায়ুস স্বামী!

খেটেখুটে গাম জড়ানো রসুন চাষাবাদ করেছে এরই মধ্যে চোরের কান্ড 😑
11/03/2025

খেটেখুটে গাম জড়ানো রসুন চাষাবাদ করেছে এরই মধ্যে চোরের কান্ড 😑

10/03/2025

১.নারী অশ্লীল পোষাক পড়ে?
>মাদ্রাসা পড়ুয়া হাফেজা ধ'র্ষণ।

২.নারী রাতে ঘুরা ফেরা করে?
>ঘরে ডুকে মা মেয়ে উভয় কে ধ'র্ষণ।

৩.নারী মাহরাম ছাড়া চলাফেরা করে?
>স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ'র্ষণ।

৪.নারী পর্দা করলেও তা সহীহ না?
>সাত বছরের মেয়ে ধ'র্ষণ।

৫.নারী ঘরে হেফাজতে থাকবে...
>বাবার কাছে মেয়ে ধ'র্ষণ।

৬.মরে যাওয়াই কি নারীর এক মাত্র সমাধান?
>ভারতে মৃত নারী ধ'র্ষণ।

তাহলে এর সমাধান কী...❓❓❓
আপনারাই বলেন..
নারীদের বলছি জীবন বাচাতে জীবন নিয়ে নেন।

03/03/2025

প্রশ্ন: রিযিক বৃদ্ধির জন্য বিশেষ কোন আমল আছে কি ❓

উত্তর:
রিযিক বৃদ্ধির জন্য সব চেয়ে বড় আমল হচ্ছে:

প্রথমত: আল্লাহর ভয় বা তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তথা সকল ফরয-ওয়াজিব সম্পাদন করবে এবং সকল হারাম থেকে বেঁচে থাকবে, তাকে আল্লাহ্ রিযিক দান করবেন। আল্লাহ্ তা'আলা বলেন,
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
"যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য উপায় বের করে দিবেন এবং তাকে কল্পনাতীত উপায় থেকে রিযিক দান করবেন”। (সূরা ত্বালাক: ২-৩)
সুতরাং আল্লাহর ভয় জীবনের সকল ক্ষেত্রে যদি আপনি অবলম্বন করেন তাহলে আল্লাহ্ আপনাকে রিযিক দান করবেন ।

দ্বিতীয়ত: তাওবা করা ও ইস্তেগফার পাঠ করা। খুব বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে এর মাধ্যমে আল্লাহ রিযিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ্ তা'আলা বলেন,
اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
"তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে মুষলধারে উপকারী বৃষ্টি দান করবেন, তোমাদেরকে প্রচুর ধন-সম্পদ ও সন্তান দান করবেন, আর তোমাদের যে ফসলের বাগিচা রয়েছে সেটাকে তিনি সমৃদ্ধ করবেন এবং তোমাদের নদী গুলোকে প্রবাহিত রাখবেন"। (সূরা নূহ: ১০-১২)

অতএব বুঝা গেলো বেশি বেশি ইস্তেগফার করলে রিযিক বৃদ্ধি পায়।
আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ্ তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। তার সংকীর্ণ অবস্থাকে প্রশস্ততা দিয়ে পরিবর্তন করে দিবেন। এবং তাকে কল্পনাতীত উপায়ে রিযিক দান করবেন। (আবু দাউদ ও ইবনে মাজাহ, সনদ যঈফ)।

তৃতীয়ত: দান করলে রিযিক বৃদ্ধি পায়। আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
ماَ نَقَصَ مَالُ عَبْدٍ مِنْ صَدَقَةٍ
সাদাকা করলে বান্দার সম্পদ কমে না। (মুসলিম)
অন্য এক হাদিসে আছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যারা দান করে তাদের জন্য ফেরেশতা দোয়া করে এবং বলে,
اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا
“হে আল্লাহ্ তুমি তার এই দানের বিনিময়ে তার সম্পদ বৃদ্ধি করে দাও”। (বুখারী ও মুসলিম)
চতুর্থত: আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলেও রিযিক বৃদ্ধি পায়। আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ رِزْقُهُ ، أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ
যে ব্যক্তি কামনা করে যে তার হায়াত বাড়িয়ে দেয়া হোক এবং রিযিক বৃদ্ধি করা হোক, তাহলে সে যেনো আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে। (সহীহ বুখারী)

পঞ্চমত: দুয়া: সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ্ আমার রিযিক বাড়িয়ে দিন। আল্লাহ্ তা'আলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ: হে আমার রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, এবং পরকালেও কল্যাণ দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন ।
রিযিক সংখ্যায় বৃদ্ধি পাওয়াটা জরুরী নয়; বরং আল্লাহ্ যে রিযিক দিবেন তাতে বরকত হওয়াটা জরুরী। এই জন্য আল্লাহর কাছে সর্বদা বরকত কামনা করতে হবে। আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দুয়াটি পড়তেন,
اللَّهُمَّ إنِّيْ أسْألُكَ عِلْماً ناَفِعاً وَرِزْقاً طَيِّباً وَعَمَلاً مُتَقَبَّلاً
"হে আল্লাহ্ আমি প্রার্থনা করছি তোমার কাছে উপকারী জ্ঞান, আরো প্রার্থনা করছি পবিত্র রিযিক এবং এমন আমল যা তুমি কবুল করবে”।
অতএব রিযিক হলেই হবে না সেটা যেনো পবিত্র হয় তা আল্লাহর কাছে চাইতে হবে।
সর্বোপরি যেটুকু রিযিক আল্লাহ্ দিবেন তাতে যদি বান্দা সন্তুষ্ট হয়, তাহলে সেটা তার জন্য অনেক বড় প্রাপ্তি। কেননা অনেক ধনী মানুষ আছে, যাদের অনেক সম্পদ রয়েছে কিন্তু তারা সন্তুষ্ট না তৃপ্ত না। তাদের লোভ লালসা এতো বেশি যে যতই পায় ততই চায়। ফলে ঐ রিযিক তাদের কোন উপকারে আসে না।
হে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণময় পবিত্র ও উপকারী রিযিক দান করুন এবং তাতে বরকত দিন। আমীন

====================
উত্তর প্রদানে:
আবদুল্লাহ আল কাফী বিন আবদুল জলিল
দাঈ, দক্ষিণ জেদ্দা ইসলামী দাওয়া সেন্টার।

10/12/2024

আলহামদুলিল্লাহ

13/08/2024
04/03/2024

টাংগাইলে জেলার গোপালপুর উপজেলায়, ঝাওয়াইল ইউনিয়নের দড়িশয়া গ্রামে, ভয়াবহ অগ্নিকান্ড।
একজন মহিলা আংশিক অগ্নিদগ্ধ হয়েছে ।
আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আল্লাহ তাদের রক্ষা করো।

সোর্স: টাংগাইল নিউজ২৪

Address

Tangail Road
Tangail
1974

Telephone

+8801721388950

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuhin Ahmed:

Share