Rima's Art Gallery

Rima's Art Gallery Hi, This is Rima's Art Gallery. I'm a Student. I have a YouTube channel please follow me.

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন...
12/06/2025

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।

(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করা)

গত দুই দিনে নিউজফিডের অবস্হা দেখে এটাই মনে হয় মানুষ আসলে কীসে আটকায়?💔 একটা মানুষ এতো যত্ন, ভালোবাসা, লয়েলিটি পেয়েও অন্যে...
03/06/2025

গত দুই দিনে নিউজফিডের অবস্হা দেখে এটাই মনে হয় মানুষ আসলে কীসে আটকায়?💔 একটা মানুষ এতো যত্ন, ভালোবাসা, লয়েলিটি পেয়েও অন্যের হয় কীভাবে? পরকীয়ায় জড়ায় কীভাবে?

ধনী, সুন্দর পুরুষের চেয়ে যত্নশীল পুরুষ হাজার গুণে উত্তম
দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী নারী সেই যে একজন যত্নশীল পুরুষ পেয়েছে।

একটা মানুষের সবচেয়ে জরুরি যেটা সেটা হলো তার চরিত্র ঠিক হওয়া; খারাপ বদঅভ্যাস পরিবর্তন করা করা যায় কিন্তু যার চরিত্র খারাপ তাকে কোনো দিনই ঠিকই করা যায় না

চরিত্রহীন সবসময় চরিত্রহীনই থাকে...!!😊

ভুলের ক্ষমা হয় কিন্তু…প্রতারণার ক্ষমা হয় না।

একটা মানুষ সবদিক দিয়ে পারফেক্ট হয় না মানুষটা যেমন আছে তেমন ভাবে মেনে তাকে যত্ন নেওয়া, আর ভালোবাসা উচিত!!

মেয়ে মানুষের বিয়েটা হচ্ছে লটারির
মতো, লটারিতে যে ভালো পার্টনার পায়
সে সারাজীবনের জন্য উইন!❤️‍

সবশেষে তিতা হলেও সত্যি মেয়েদের সুন্দর চেহারা হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা বেশি জরুরি!!🕊️😊❤️‍🩹
©

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
29/05/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

সবচেয়ে অবহেলিত ফুল হচ্ছে এই ভৃঙ্গরাজ ফুল,তবুও কত সুন্দর করে হেসে থাকে 🌼🌼
27/05/2025

সবচেয়ে অবহেলিত ফুল হচ্ছে এই ভৃঙ্গরাজ ফুল,
তবুও কত সুন্দর করে হেসে থাকে 🌼🌼

Address

Road Ninteen, Nikunja 2, Dhaka
Tangail
1229

Alerts

Be the first to know and let us send you an email when Rima's Art Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rima's Art Gallery:

Share