13/07/2025
( আত্মার দৃঢ়তা")
😐অভিমানে ভরা মন আমার,
সত্যের পথে অটুট
নিষ্ঠুরতা দেখালো সবাই,
ছোট বিষয়কে করেছে বৃহৎ
। আমি ছিলাম ভালো ছেলে,
স্বাভাবিক ছিল আমার কথা
সত্য আর নীতির পথে চলা,
এটাই ছিল আমার আশা,
অপ্রিয়
সমালোচনার মাঝে দাঁড়িয়ে,
আমি ছিলাম শান্ত ও নির্লিপ্ত
তবুও আমাকে করেছে ছোট
অফসোস আমার নেই,
আমি জানি আমি ছিলাম সত্যের পথে🫡