দেওয়ান ব্লগ 001

দেওয়ান ব্লগ 001 জীবনের ব্যতিক্রম কিছু অভিজ্ঞতা।
(13)

01/07/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, শুভ সকাল, কেমন আছেন সবাই?

29/06/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? শুভ সকাল।

28/06/2025
26/06/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ শুভ সকাল

শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই, আমি ফেরী ঘাটে আপনি?
25/06/2025

শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই, আমি ফেরী ঘাটে আপনি?

শুনেছিলাম মানুষ নাকি বহুরূপী হয়।সেটা তোমার সাথে জানা না হলে কখনোই বুঝা হতো না যে আসলেই মানুষ বহুরূপী হয়। আচ্ছা, এই যে আম...
24/06/2025

শুনেছিলাম মানুষ নাকি বহুরূপী হয়।সেটা তোমার সাথে জানা না হলে কখনোই বুঝা হতো না যে আসলেই মানুষ বহুরূপী হয়।

আচ্ছা, এই যে আমি অসহায়ের মতো তোমার কাছে একটু ভালোবাসার জন্য হাত পেতে করুণ চোখে তাকিয়ে থাকতাম, কখনো কি মনে হয়নি যে এই মানুষটাকে ঠকানো ঠিক হবে না। মানুষটা কষ্ট পাবে। কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে।

আমার অপরাধটা কোথায় ছিলো?বলো না।
আমি তো শুধু মাত্র তোমাকেই ভালোবেসেছিলাম। শুধু তোমাকেই চেয়েছিলাম।

পৃথিবীতে তো খেলার মতো অনেক জিনিসই আছে বা ছিলো।তবে কেনো আমার এই ছোট্ট মনটাকেই তুমি বেছে নিয়েছিলে?
বলো না প্লিজ?

আচ্ছা, কেউ না জানলেও তুমি তো জানতে, যে পুরো পৃথিবীর কাছে ঠকে গিয়েও আমি তোমাকে বিশ্বাস করে নিজেকে তোমার কাছে রেখেছিলাম,একটু ভালোবাসা পাওয়ার আশায়।
আর সেই তুমিই আমাকে সবার মতো করে সুযোগ নিয়ে ঠকিয়ে দিয়েছো?একা করে দিয়েছো ,যেই তোমাকে আমি সঙ্গী করে বাঁচতে চেয়েছিলাম।

ভেবেছিলাম পুরো পৃথিবী আমাকে ঠকালেও তুমি কখনোই আমায় ঠকাবে না। আর আজ সেই তুমিই আমাকে ঠকালে।

যখন দেখতাম তুমি অন্য কারোর পাশে, তখন ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যেতো, তবুও তোমায় কিছু বলতে পারতাম না।
হয়তো এমনটা করতে তুমি ভালোবাসতে, আর তোমার ভালোবাসার কাজে আমি বাধা দিলে হয়তো তুমি কষ্ট পাবে। তাই সবকিছু দেখেও না দেখার ভান করে কষ্টটা বুকে চাপা দিয়ে রেখে দিতাম।

প্রিয় মানুষটিকে অন্য কারোর পাশে দেখার মতো যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই।

জানো তোমাকে ভালোবাসার পর থেকে কখনোই আমার অন্য কারোর জন্য মনে ভালোলাগা কিংবা ভালোবাসার জন্ম নেয়নি।
তোমার চাইতে হাজারও রূপে গুণে ভালো কাউকে পাওয়ার সুযোগ থাকার পরেও আমি তোমাকেই চেয়েছিলাম।
তুমি ছিলে একমাত্র মানুষ, যার শূন্যতায় আমি অন্য কোন মানুষ এর কাছে আশ্রয় নিতে যাইনি।
সবসময়ই তোমার জন্য নিজেকে আলাদা করে রাখতাম।
সবকিছুর দূরে রেখে আমার জীবনে তোমার স্থানটা সবার প্রথমে রেখেছিলাম।

তোমার জন্য তো জীবনটাও বাজি রাখতে চেয়েছিলাম, তুমি অনলাইনে এসে যদি আমাকে না পাও, পরে কষ্ট পাবে বলে সেই কথা চিন্তা করে আমি তোমার একটা মেসেজের আশায় দিনের পর দিন অপেক্ষা করতাম।

আর তুমি, তুমি তোমার সময় সুযোগ বুঝে ইচ্ছে হলে আমায় সময় দিতে।
তবুও আমি কখনোই অভিযোগ তুলিনি।
কখনো কখনো তোমার জন্য রাতে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরতাম।
তবুও ভুল করে তোমার কল বা মেসেজের টুংটাং শব্দ বেজে উঠেনি।

আবার কখনো কখনো রাত পেড়িয়ে সকালে গড়িয়ে বিকেল পর্যন্ত অপেক্ষার প্রহর গুনলেও তোমার দেখা মিলেনি। ভাবতাম এই বুঝি কল কিংবা ম্যাসেজ আসবে,তবুও কখনোই অপেক্ষা প্রহর থামেমি।

কিন্তু, এই কষ্টটা তুমি কখনোই বুঝতে না।
আর বুঝবেই বা কি করে বলো?
তুমিতো কখনোই অপেক্ষা করো নি।
তবে কিভাবে অপেক্ষা করার কষ্ট বুঝবে।

জানো মাঝে মাঝে ভাবি যে, আমি মানুষটা সবসময়ই তোমার ভালোলাগা মন্দ লাগা, পছন্দ-অপছন্দ, এমন কি তোমাকে নিজের সাধ্যের সবটুকু দিয়ে বোঝার চেষ্টা করতাম।
কিন্তু, দিনশেষে আমাকে কেউ একটু বুঝবে সেই আশা করেও হাজারবার নিরাশা হতে হয়েছে।

বুকে মাথা রেখে কান্না করে বলেছিলাম, যে আমায় কখনোই মিথ্যা বলে ঠকিও না।
কথা দিয়েছিলে তুমি, তা রাখোনি তুমি।

কতো ছলনা করে বলেছিলে, আমাকে ছাড়া নাকি তুমি বাঁচতে পারবে না। অথচ আজ, আজ ঠিকই অন্য কারোর অপেক্ষায় রাত জেগে থাক।

তবুও তোমায় অভিশাপ দেবো না। ভালো থেকো বড্ড ভালোবাসি তো, তাই তোমার খারাপ চাইতে পারিনা তোমার মতো।
ভালো রাখার নাম যদি ভালোবাসা হয়,তবে তুমি যে কোন ঠিকানায় ভালো থাকো। আপত্তি নাই।

✍🏻 দেওয়ান হাসান আব্দুল্লাহ।

24/06/2025

শুভ সন্ধ্যা বন্ধুরা

23/06/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? শুভ সকাল বন্ধুরা।

22/06/2025

শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই,?

22/06/2025

শুভ রাত্রি বন্ধুরা

Address

Tangail

Telephone

+8801812303050

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেওয়ান ব্লগ 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share