28/10/2020                                                                            
                                    
                                                                            
                                            সুখ-দুঃখ মিলিয়েই মানুষের জীবন।একটা সময় মানুষ খুব ভালো থাকবে আর একটা সময় খুব খারাপ।ভালো খারাপের ভেতর দিয়েই জীবন পেরিয়ে যায় জীবনের মতো করে।কারণ এটায় জীবনের রীতি.... 
একটা সময় থাকে যখন আমরা খুব বেশি খারাপ থাকি।পরিস্থিতি এমনও তৈরি হয় যে,আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে মনে হয় জীবনে সুখ বলতে কিছুই নেই।মন বলে-“ইসসস হয়তো এ পৃথিবীতে আমিই সবচেয়ে অসুখী মানুষ।”এই খারাপ সময়গুলোতে একদল মানুষ আছে যারা বুকের ভেতর হাজার কষ্ট চেপে রেখে অনায়াসেই মুখে এক চিলতে হাসি নিয়ে ঘুরে-বেড়াতে পারে আর একদল মানুষ থাকে যারা শুধু কেঁদেই যায়।চিৎকার করে সবার কাছে নিজের যন্ত্রণাটা প্রকাশ করতে চাই।নিজের কষ্টটা সবাই প্রকাশ করে।কেউ অতি গোপনে আর কেউ সবার সামনে।কিন্তু দিন শেষে না চাইতেও সবাইকে কাঁদতেই হয়।এভাবেই কাটে পৃথিবীতে বেঁচে থাকা প্রতিটা মানুষের জীবন....
তবে কখনো কখনো খারাপ সময়টা পেরিয়ে যখন হঠাৎ একটু ভালো সময়ের দেখা মেলে তখন কিন্তু সবার আনন্দের প্রকাশটাই এক হয়।তখন আমরা কেউ গোপনে,আবার কেউ সবার সামনে নিজের আনন্দ প্রকাশ করি না!তখন আমরা সবাই সবার সামনে চিৎকার করে বলি-“হ্যাঁ,আমি ভালো আছি।”
জীবনে খারাপ সময় আসবেই।কখনো কখনো এমনও পরিস্থিতি আসবে যখন দেখবেন চারপাশে ভালো বলতে কিছুই নেই।কিন্তু বিশ্বাস করুন,একবার মন থেকে চারদিকে তাকান আর নিজেই নিজেকে প্রশ্ন করুন-“আসলেই কি সুখ নেই?” উওরটা আপনার মন আপনাকে দিয়ে দেবে।হয়তো শুরুতেই বড় রকম সুখের উৎস খুঁজে পাবেন,আর না হয় ছোট ছোট সুখময় ব্যাপার খুঁজে পাবেন। তবে সুখের দেখা আপনি পাবেনই।অল্প অল্প সুখ থেকেই একদিন সুখের পাহাড় খুঁজে পাওয়া সম্ভব।পেছনে কি আছে তা না ভেবে সামনে থাকা সুখটাকে আপন করে নিতে জানতে হয়।আজ ভালো আছি এটায় তো বড় কথা।কাল কেমন থাকব,কি হবে সেসব ভেবে বর্তমানের সুখটাকে নষ্ট করার কি দরকার??বর্তমানে যা আছে,যতটুকু আছে তার সবটুকু নিয়েই সুখে থাকাটাই শ্রেয় নয় কি???
যায় হোক না কেন,আমি মনে করি দিনশেষে সবারই নিজেকে এইটুকু বলে সান্তনা দেয়া উচিৎ যে,-“জীবনটা বিচ্ছিরি হলেও তেঁতো রকমের  সুন্দর”
~মোনোহার 🍁