monohar_alom

monohar_alom Assalamu Alaikum
Md. Monohar Ali
Digital Marketing Freelance

আসসালামু ওয়ালাইকুম, ম্যাম। ABCL IT পরিবারের সবার প্রিয় এবং অল্প সময়ের মাঝে ছাত্র-ছাত্রীদেরকে আপন করে নেওয়ার গুণে গুণ...
17/05/2023

আসসালামু ওয়ালাইকুম, ম্যাম। ABCL IT পরিবারের সবার প্রিয় এবং অল্প সময়ের মাঝে ছাত্র-ছাত্রীদেরকে আপন করে নেওয়ার গুণে গুণান্বিত একজন ব্যক্তিত্বের জন্মদিন আজ। এই অনন্য তিথিতে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা।
শুভ জন্মদিন, ম্যাম।

20/05/2022
ভাই কখনোই একে অপরকে অন্ধকারে ফেলে রেখে যায় না।
28/03/2022

ভাই কখনোই একে অপরকে অন্ধকারে ফেলে রেখে যায় না।

ভাই কখনোই একে অপরকে অন্ধকারে ফেলে রেখে যায় না। Brothers never leave each other in the dark.
28/03/2022

ভাই কখনোই একে অপরকে অন্ধকারে ফেলে রেখে যায় না।
Brothers never leave each other in the dark.

তুমি কতো ভালোবাসতাইতো তোমার এত অভিমানআমি অবুঝ ব্যস্ততায় সারাবেলাআমার ভালোবাসা খুবই ম্লান।তুমি কতো প্রতীক্ষায় থাকোমোবাইল ...
27/03/2022

তুমি কতো ভালোবাস
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খুবই ম্লান।

তুমি কতো প্রতীক্ষায় থাকো
মোবাইল রিংটোন বাজবে কখন
আমার কর্মব্যস্ত অসহায় জীবন
ব্যর্থ করে তোমায় প্রতীক্ষা সারাক্ষণ।

তুমি আমি দুইদিকে বহুদূরে
তবু ভালোবাসা ক্ত অমলিন
তুমি শতভাগ আমি কিঞ্চিত
তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।

তুমি আমি দুটি প্রাণ এক আত্না
অভিমান তোমার অমূলক নয়
ভালোবাসা যার বুকেতে রয়
অভিমান তো হায় তাকেই মানায়।

ওগো প্রাণপ্রিয়া ওগো বধুঁয়া
তোমার লাগিয়া আমার হিয়া
পুড়ে- পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
রে অভিমানি তুমিও রাখ জানিয়া।

ব্যস্ত দিনে , ক্লান্ত হলেও,   আগলে রেখো তাকে -করলে ভুল শুধরে দিয়ো ,      হাত যে ধরে রাখে ।
14/03/2022

ব্যস্ত দিনে , ক্লান্ত হলেও,
আগলে রেখো তাকে -
করলে ভুল শুধরে দিয়ো ,
হাত যে ধরে রাখে ।

20/11/2020

কেউ তোমাকে অকারণে কষ্ট দিলে মন খারাপ করো না !

20/11/2020

যাকে আমি এতো বেশি বিশ্বাস করতাম সে বিশ্বাস ঘাতকতা করলো

08/11/2020

অন্যের উপকারে নেই যার মন,
কে বলে মানুষ তারে পশু সেই জন,
আজকাল মানুষ বড় নিষ্ঠুর সব কিছুতেই স্বার্থ খুজে😢😢

এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০ টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না!রাসূল (সাঃ) এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন কর...
30/10/2020

এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০ টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না!
রাসূল (সাঃ) এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন করুন , যেনো হাশরের দিন প্রিয় নবী (সাঃ) এর সামনে দাড়িয়ে এতটুকু বলতে পারেন যে আপনি তার অপমানে চুপ ছিলেন না!! নূন্যতম প্রতিবাদ হলেও করেছেন!!



❤️
❤️





সুখ-দুঃখ মিলিয়েই মানুষের জীবন।একটা সময় মানুষ খুব ভালো থাকবে আর একটা সময় খুব খারাপ।ভালো খারাপের ভেতর দিয়েই জীবন পেরিয়ে যা...
28/10/2020

সুখ-দুঃখ মিলিয়েই মানুষের জীবন।একটা সময় মানুষ খুব ভালো থাকবে আর একটা সময় খুব খারাপ।ভালো খারাপের ভেতর দিয়েই জীবন পেরিয়ে যায় জীবনের মতো করে।কারণ এটায় জীবনের রীতি....
একটা সময় থাকে যখন আমরা খুব বেশি খারাপ থাকি।পরিস্থিতি এমনও তৈরি হয় যে,আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে মনে হয় জীবনে সুখ বলতে কিছুই নেই।মন বলে-“ইসসস হয়তো এ পৃথিবীতে আমিই সবচেয়ে অসুখী মানুষ।”এই খারাপ সময়গুলোতে একদল মানুষ আছে যারা বুকের ভেতর হাজার কষ্ট চেপে রেখে অনায়াসেই মুখে এক চিলতে হাসি নিয়ে ঘুরে-বেড়াতে পারে আর একদল মানুষ থাকে যারা শুধু কেঁদেই যায়।চিৎকার করে সবার কাছে নিজের যন্ত্রণাটা প্রকাশ করতে চাই।নিজের কষ্টটা সবাই প্রকাশ করে।কেউ অতি গোপনে আর কেউ সবার সামনে।কিন্তু দিন শেষে না চাইতেও সবাইকে কাঁদতেই হয়।এভাবেই কাটে পৃথিবীতে বেঁচে থাকা প্রতিটা মানুষের জীবন....

তবে কখনো কখনো খারাপ সময়টা পেরিয়ে যখন হঠাৎ একটু ভালো সময়ের দেখা মেলে তখন কিন্তু সবার আনন্দের প্রকাশটাই এক হয়।তখন আমরা কেউ গোপনে,আবার কেউ সবার সামনে নিজের আনন্দ প্রকাশ করি না!তখন আমরা সবাই সবার সামনে চিৎকার করে বলি-“হ্যাঁ,আমি ভালো আছি।”
জীবনে খারাপ সময় আসবেই।কখনো কখনো এমনও পরিস্থিতি আসবে যখন দেখবেন চারপাশে ভালো বলতে কিছুই নেই।কিন্তু বিশ্বাস করুন,একবার মন থেকে চারদিকে তাকান আর নিজেই নিজেকে প্রশ্ন করুন-“আসলেই কি সুখ নেই?” উওরটা আপনার মন আপনাকে দিয়ে দেবে।হয়তো শুরুতেই বড় রকম সুখের উৎস খুঁজে পাবেন,আর না হয় ছোট ছোট সুখময় ব্যাপার খুঁজে পাবেন। তবে সুখের দেখা আপনি পাবেনই।অল্প অল্প সুখ থেকেই একদিন সুখের পাহাড় খুঁজে পাওয়া সম্ভব।পেছনে কি আছে তা না ভেবে সামনে থাকা সুখটাকে আপন করে নিতে জানতে হয়।আজ ভালো আছি এটায় তো বড় কথা।কাল কেমন থাকব,কি হবে সেসব ভেবে বর্তমানের সুখটাকে নষ্ট করার কি দরকার??বর্তমানে যা আছে,যতটুকু আছে তার সবটুকু নিয়েই সুখে থাকাটাই শ্রেয় নয় কি???
যায় হোক না কেন,আমি মনে করি দিনশেষে সবারই নিজেকে এইটুকু বলে সান্তনা দেয়া উচিৎ যে,-“জীবনটা বিচ্ছিরি হলেও তেঁতো রকমের সুন্দর”

~মোনোহার 🍁

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when monohar_alom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to monohar_alom:

Share