সাপ্তাহিক কালের স্বর The Weekly Kaler Shor

সাপ্তাহিক কালের স্বর The Weekly Kaler Shor সত্যের পথে অবিচল
সাপ্তাহিক কালেরস্বর

৫ জানুয়ারি ২০২২   বুধবার বাসাইলের ফুলকি ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহন স্থগিত সৈয়দ নাজমুল হোসেনঃটাঙ্...
05/01/2022

৫ জানুয়ারি ২০২২
বুধবার

বাসাইলের ফুলকি ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহন স্থগিত

সৈয়দ নাজমুল হোসেনঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা গুজব ছড়িয়ে অতর্কিত হামলা চালিয়ে চেয়ারম্যান পদের চারশ’ ব্যালট পেপার ছিনতাই করেছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল সোয়া ১১টার দিকে ভোটকেন্দ্রের বাইরে হট্টগোল শুরু হয়। এর কিছুক্ষণ পর হঠাৎ নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা দল বেধে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে থাকে।

ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার সাজেদুল আলম জানান, হঠাৎই কেন্দ্রের বাইরে অপেক্ষমান লোকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ সময় গুজব ছড়িয়ে নৌকার লোকজন বুথে ঢুকে চারশ’ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভোটগ্রহন স্থগিত রাখা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় ভোটকেন্দ্রে দায়িত্বরত পোলিং ও অন্যান্য কর্মকর্তারা আতংকিত হয়ে একটি কক্ষে আশ্রয় নেন। পরে কেন্দ্রে র‌্যাব এলে পরিবেশ কিছুটা শান্ত হয়। তবে চারটি ব্যালট বইয়ের মধ্যে একটির মুরি পাওয়া গেছে। ব্যালট পেপার পাওয়া যায়নি। ফলে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনি শংকর রায় জানান, জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধারের চেষ্টা চলছে।

৩ জানুয়ারি ২০২২    সোমবার
03/01/2022

৩ জানুয়ারি ২০২২
সোমবার

১ জানুয়ারি ২০২২   শনিবার করটিয়ায় কিশোর গ্যাংয়ের আক্রমণ; বীরমুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ!কালের স্বর নিউ...
01/01/2022

১ জানুয়ারি ২০২২
শনিবার

করটিয়ায় কিশোর গ্যাংয়ের আক্রমণ; বীরমুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ!

কালের স্বর নিউজ ডেক্সঃ
করটিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। বিগত নির্বাচনকে কেন্দ্র করে সাহাদৎ হোসেন খান নামে এক খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধার সন্তানকে নির্মমভাবে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই বীরমুক্তিযোদ্ধার সন্তানকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোরও অভিযোগ ‍উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পেরোনোর পরে হামলায় আহত সাহাদৎ হোসেন খানকে স্থানীয় লোকজনের সহযোগিতায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার ১জানুয়ারি সকাল সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহাদৎ হোসেন খান বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুস সবুর খান বীরবিক্রম এর ছেলে।

স্হানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ঢেলি করটিয়া গ্রামে মোঃ সাব্বির এর নেতৃত্বে গড়ে উঠা কিশোর গ্যাংয়ের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। প্রায় ২৫/৩০ জন উঠতি কিশোর ও তরুণদের নিয়ে এই গ্যাংয়ের দুর্ধর্ষ সদস্যের মধ্যে অন্যতম ইমন, আলী হোসেন, অভি, হিমেল, সেলিম, সোহেল, ঋত্বিক গং। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার বেশ কয়েকটি পরিবার নিজ বসতভিটায় বসবাস করতে পারছেন না। থানায় এই গ্যাংয়ের প্রধান মোঃ সাব্বির এর নামে হত্যা মামলাসহ অন্যান্য সদস্যদের নামে বিভিন্ন ধরনের মামলা থাকলেও এরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও এলাকায় ত্রাসের সৃষ্টি করে।
এলাকাবাসী আরো বলেন, এদের মধ্যে কয়েকজন ৭১'এর চিহ্নিত রাজাকারের সন্তান ও নাতি। স্থানীয় খালেক রাজাকারের নির্দেশে একজন খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ উঠায় এলাকার জনগণ ও টাঙ্গাইল জেলার বীরমুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা নাহলে টাঙ্গাইল তথা বাংলাদেশের বীরমুক্তিযোদ্ধার সন্তানগণ ঘরে বসে থাকবেনা। কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বীরমুক্তিযোদ্ধার সন্তান সাহাদৎ খানের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে বাধ্য করা হবে।

২৭ ডিসেম্বর ২০২১      সোমবার টাঙ্গাইলে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন সম্পন্নসৈয়দ নাজমুল হোসেনঃটাঙ্গাইলের আওয়ামী লীগের প্রার্...
27/12/2021

২৭ ডিসেম্বর ২০২১
সোমবার

টাঙ্গাইলে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন

সৈয়দ নাজমুল হোসেনঃ
টাঙ্গাইলের আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীর চেয়ারম্যান বেশি নির্বাচিত হয়েছেন। ২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ৯জন ও ১১জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং

কর্মকর্তারা ফলাফল ঘোষনা করেন।
এদিকে, একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন, বাঘিল ইউনিয়নে এসএম মতিয়ার রহমান মন্টু, ঘারিন্দা ইউনিয়নে তোফায়েল আহম্মেদ,

করটিয়া ইউনিয়নে খালেকুজ্জামান মজনু; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে হুগড়া ইউনিয়নে নুর-ই আলম তুহিন, পোড়াবাড়ি ইউনিয়নে শাহাদত হোসেন, গালা ইউনিয়নে নজরুল ইসলাম খান ও মগড়া ইউনিয়নে মোতালেব হোসেন চেয়ারম্যান হয়েছেন।
ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম খান মাহবুব, ফলদা ইউনিয়নে সাইদুল ইসলাম তালুকদার, গোবিন্দাসী ইউনিয়নে দুলাল হোসেন চকদার; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে গাবসারা ইউনিয়নে শাহ আলম ও নিকরাইল ইউনিয়নে মাসুদুল হক মাসুদ নির্বাচিত হয়েছেন।

ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সুজাত আলী খান, আনেহলা ইউনিয়নে তালুকদার শাজাহান; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঘাটাইল সদর ইউনিয়নে মিজানুর রহমান হীরা, লোকেরপাড়া ইউনিয়নে সহিদুল হক মিলন, দিগলকান্দি ইউনিয়নে রেজাউল করিম মটু, দিঘর ইউনিয়নে ফারুক হোসেন ফনি ও দেওপাড়া ইউনিয়নে রুহল আমীন হেপলু।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম জানান, স্থগিত কেন্দ্র ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে।

সাপ্তাহিক কালের স্বর পত্রিকা প্রিন্ট কপি
22/12/2021

সাপ্তাহিক কালের স্বর পত্রিকা প্রিন্ট কপি

২১ ডিসেম্বর ২০২১    মঙ্গলবার ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিবাহিত ছাত্রীদের সিট ছাড়ার নোটিশ স্থগিতসৈয়দ নাজমুল হোসেনঃহলের বিবাহ...
21/12/2021

২১ ডিসেম্বর ২০২১
মঙ্গলবার

ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিবাহিত ছাত্রীদের সিট ছাড়ার নোটিশ স্থগিত

সৈয়দ নাজমুল হোসেনঃ
হলের বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ স্থগিত করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আলেমা খাতুন ভাসানী হল কর্তৃপক্ষ।

সোমবার (২০ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করেছেন কর্তৃপক্ষ। নতুন এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াসহ হলের ছাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমি সই করা নোটিশে বলা হয়েছে, ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের আবাসিক ছাত্রীদের অবগতির জানানো যাচ্ছে যে, গত ১১/১২/২০২১ তারিখে দেয়া বিবাহিত ছাত্রীদের সিট বাতিল সংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিত করা হলো।’

হল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ যাহরা শোভা বলেন, ‘এ ধরনের নোটিশের (বিবাহিত ছাত্রীদের বিষয়ে জারি করা আগের নোটিশ) আমরা বিরোধিতা করি। বিশ্ববিদ্যালয়গুলো সবসময় শিক্ষার্থীবান্ধব হওয়া উচিত।’

বিবাহিত ছাত্রীদের সিট বাতিল সংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিতের সিদ্ধান্তটি শিক্ষার্থীবান্ধব হয়েছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে এ সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন তিনি।

তবে সিট বাতিলের নোটিশ জারি ও বাতিলের ব্যাপারে কোনো মন্তব্য করেননি আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমি। তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ কর্তৃপক্ষের মাধ্যমে জানার পরামর্শ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শামসুল আলম শিবলী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় আলেমা খাতুন ভাসানী আবাসিক হলের বিবাহিত ছাত্রীদের সিট বাতিলের নোটিশ স্থগিত করা হয়েছে।

মাভাবিপ্রবির আলেমা খাতুন ভাসানী ছাত্রী নিবাসে সিট সংখ্যা ২৪৮টি। করোনা-পরবর্তী সময়ে সিটের জন্য অধিক শিক্ষার্থী আবেদন করায় বিবাহিতদের হল ছাড়ার নোটিশ দিয়েছিল হল কর্তৃপক্ষ। ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীরা সিট ছেড়ে না দিলে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ সিট বাতিল করার নির্দেশনাও দেওয়া হয়।

২০ ডিসেম্বর ২০২১     সোমবার টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিলস্টাফ রিপোর্টারঃটাঙ্গাইল...
20/12/2021

২০ ডিসেম্বর ২০২১
সোমবার

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতি প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা করেছে। সোমবার(২০ ডিসেম্বর) রিটানিং কর্মকতা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। এরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, বাংলাদেশ বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়া।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, এছাড়া ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় বাংলাদেশ বৈরাবরি পার্টির প্রার্থী পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়ার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এ ব্যাপারে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, যাচাই বাছাই শেষে ওই ৪ জনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন।

তিনি আরো জানান, যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজেব চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী। এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে ময়মনসিং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

উল্লেখ, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩০ নভেম্বর এই আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০ ডিসেম্বর ২০২১     সোমবারটাঙ্গাইলে হুগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী তোফা’র মানববন্ধন ও সংবাদ সম্মেলনসৈয়দ নাজমুল হোসেনঃটা...
20/12/2021

২০ ডিসেম্বর ২০২১
সোমবার

টাঙ্গাইলে হুগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী তোফা’র মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সৈয়দ নাজমুল হোসেনঃ
টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফাকে হত্যার উদ্দেশ্যে সর্বহারা বাংলা ভাই কর্তৃক পরিচালিত আক্রমন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর)সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হুগড়া ইউনিয়ন বাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন খান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও হুগড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হযরত আলী, হুগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থী তোফা বলেন, নৌকার প্রতীক দিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগকালে অপর চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে এবং আমার সাথে থাকা কর্মীদের উপর হামলা করে। তাদের হামলায় তিনজন কর্মী আহত হয়। তিনি এবিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করছেন। তিনি নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন।

এরপর তিনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ হুগড়া ইউনিয়নের সমর্থীতরা উপস্থিত ছিলেন।

১৮ ডিসেম্বর ২০২১     শনিবার      টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে জাফর-মওলা পুরো প্যানেলের বিজয়কালেরস্বর নিউজ ডেক্স:টাঙ্গ...
18/12/2021

১৮ ডিসেম্বর ২০২১
শনিবার

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে জাফর-মওলা পুরো প্যানেলের বিজয়

কালেরস্বর নিউজ ডেক্স:
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জাফর জাফর আহমেদ (যুগান্তর), সাধারণ সম্পাদক পদে কাজী জাকেরুল মওলা (আরটিভি) প্যানেলের বিজয় হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. হারুন-অর-রশিদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি এম এ ছাত্তার উকিল (মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙা টিভি), যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), কোষাধ্যক্ষ আব্দুর রহিম ( দৈনিক সমকাল ও বাংলাদেশ বেতার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টিভি), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (কালেরকণ্ঠ), কার্যনির্বাহীর সদস্যরা হচ্ছেন, ড. মো. কামরুজ্জামান (নিউনেশন), শামীম আলম মামুন (যমুনা টিভি), মামুনুর রহমান মিয়া (ইন্ডিপেনডেন্ট টিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও সাহাবউদ্দিন মানিক (দি ফিনাশিয়াল এক্সপ্রেস)।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. হারুন-অর-রশিদ, কমিশনার পাবলিক প্রসিকিউটর এস আকবর খান, অধ্যক্ষ আনন্দ মোহন দে।

নির্বাচনে ৬৭ টি ভোটের ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চারটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।

১৩ ডিসেম্বর ২০২১    সোমবার টাঙ্গাইলে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে ভাসুরের যাবজ্জীবন কারাদণ্ডসৈয়দ নাজমুল হোসেন:টাঙ্গাই...
13/12/2021

১৩ ডিসেম্বর ২০২১
সোমবার

টাঙ্গাইলে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে ভাসুরের যাবজ্জীবন কারাদণ্ড

সৈয়দ নাজমুল হোসেন:
টাঙ্গাইলে ছোট ভায়ের স্ত্রীকে হত্যার দায়ে ভাসুর ফরমান আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে দশ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফরমান আলী জেলার কালিহাতী উপজেলার উত্তর পৌলী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনকারী অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম জানান, উপজেলার উত্তর পৌলী এলাকায় ডিস লাইনের তার চুরির ঘটনায় এলাকায় শালিস বৈঠকে ফরমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ২০ হাজার টাকা তার ছোট ভাই নুর ইসলামের স্ত্রী আছিয়া বেগমের কাছে চায় ফরমান। এরপর আছিয়া বেগমকে বিভিন্ন সময় টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। টাকা না দেওয়ায় ২০০৬ সালের ১ আগস্ট সকালে ফরমান আলী আছিয়া বেগমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের শ্বশুরবাড়ীর লোকজন পালিয়ে যায়। এঘটনায় নিহত আছিয়া বেগমের মামা রজব আলী ওইদিন কালিহাতী থানায় ফরমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ফরমানকে কারাদণ্ড দেয় আদালত।

রায় শুনানীর সময় ফরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল।

১১ ডিসেম্বর ২০২১     শনিবারদুস্থদের মাঝে অনুভব ফাউন্ডেশন টাঙ্গাইলের কম্বল বিতরণসৈয়দ নাজমুল হোসেন:শনিবার (১১ ডিসেম্বর) সক...
11/12/2021

১১ ডিসেম্বর ২০২১
শনিবার

দুস্থদের মাঝে অনুভব ফাউন্ডেশন টাঙ্গাইলের কম্বল বিতরণ

সৈয়দ নাজমুল হোসেন:
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১২ টা ৩০ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুভব ফাউন্ডেশন টাঙ্গাইল এর উদ্যোগে মাসব্যাপী দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

"আসুন ছিন্নমূল মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াই" এই স্লোগান কে ধারন করে দীর্ঘ এক যুগ (১২বছর) যাবত এক ঝাক তরুণ সেচ্ছাসেবী ছিন্নমূল মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও শীতের শুরুতেই ছিন্নমূল মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছে "অনুভব ফাউন্ডেশন " আজ টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে কম্বল বিতরন কর্মসূচীর উদ্ভোদন করেন অনুভব ফাউন্ডেশন এর উপদেষ্টা সৈয়দ নাজমুল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন অনুভব ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নাফিজুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন শান্ত, দপ্তর সম্পাদক মোঃ সাকিব হাসান সহ সংগঠনের সকল সদস্য ও সেচ্ছাসেবীবৃনদ।

৭ ডিসেম্বর ২০২১   মঙ্গলবার টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডেসৈয়দ নাজমুল হোসেন:টাঙ্গাইল...
07/12/2021

৭ ডিসেম্বর ২০২১
মঙ্গলবার

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডে

সৈয়দ নাজমুল হোসেন:
টাঙ্গাইলে চাঞ্চল্যকর জেলা শ্রমিক লীগ নেতা রেজাউল করিম ওরফে রেজা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৬ ডিসেম্বর সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম ওই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার(৫ ডিসেম্বর) ভোরে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রেজা হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামি সহ পাঁচজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের আকুরটাকুরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রবিন মিয়া ও কোদালিয়া এলাকার আবদুল হামিদের ছেলে পাভেল।এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মাজাহার হোসেন, আকুরটাকুরপাড়ার রকিবের ছেলে রোবায়েদ আল শিবলী ও নাগরপুরের ধলাই গ্রামের মুকুল মিয়ার ছেলে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত – গত ২১ নভেম্বর রবিবার সন্ধ্যা ৮:৩০ঘটিকার সময় টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল দেউলা রোড় এলাকায় সেফা মেডিকেল হল এর বারান্দায় এবং সোনিয়া নার্সিং হোমে নতুন ভাবনের সামনে রাস্তার অপর প্রান্তে এক দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটে।এতে হামলার শিকার ভিকটিম দেওলা এলাকার মোঃ রেজাউল করিম রেজা বয়স(৩৫)। ভিকটিম রবিবার সন্ধ্যায় সেফা মেডিকেল হল এর বারান্দায় দাঁড়িয়ে ছিলেন সে সময় পূর্বপরিকল্পিত ভাবে আরালে ওত পেতে থাকা ৬ – ৭ জনের একটি সন্ত্রাসীর গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপাতে থাকেন ভিকটিম রেজাউল এর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সে সময় সেফা মেডিকেল হল এর কর্মচারী জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান তিনি আরো জানান আমি কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায় মাত্র ৩০ সেকেন্ডে ঘটনাটি ঘটেছে।

সাথে সাথে আশপাশের লোকজনের সহায়তায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই তখন তার হাত ঝুলন্ত অবস্থায় ছিলো এছাড়াও পায়ে সহ শরীরের বিভিন্ন যায়গায় মারাত্মক ভাবে কাটা ছিলো । তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার পারে ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করেন দায়িত্বে থাকা চিকিৎসক, ঢাকা পৌছাতে সময়ের ব্যপার তাই সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,তার অবস্থার অবনতি ঘটলে গত রবিবার থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন, সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্য ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৪ নভেম্বর বুধবার বিকেল ৪ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

শ্রমিক নেতা রেজাউল ইসলামের মৃত্যুর সংবাদ তার আত্মীয় সর্বক্ষণনিক এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার সময় পাশে থাকা জুয়েল মিয়া নিশ্চিত করেন।এর ঢাকায় রেজার লাশ ময়না তদন্ত (পোষ্ট মার্ ডেম) শেষে ২৬ নভেম্বর শুক্রবার টাঙ্গাইল আনা হয় নতুন বাসটার্মিনাল এলাকায় জানাজা শেষে দাফন করা হয়।নিহত রেজার জানাজা নামাজে জেলা আওয়ামিলীগ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামিলীগ এর অঙ্গ সংগঠনের নেরা কর্মী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতা রেজাউল ইসলামের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেস করেছে শ্রমিক সংগঠন গুলো। ২৬ তারিখ রাতে নিহতের ভাই বাদি হয়ে টাঙ্গাইল থানায় ৪জন এজাহার ভুক্ত এবং অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত রেজাউল ইসলাম রেজা টাংগাইল জেলা শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। ভিকটিম রেজাউল ইসলাম রেজা টাঙ্গাইল পৌরসভার দেওলা এলাকার মোঃ আজাদ আলমগির এর ছেলে।

৫ ডিসেম্বর ২০২১    রবিবার টাঙ্গাইলে ওয়ালটনের সহযোগিতায় তৈরি হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র”কালেরস্বর নিউজ...
05/12/2021

৫ ডিসেম্বর ২০২১
রবিবার

টাঙ্গাইলে ওয়ালটনের সহযোগিতায় তৈরি হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র”

কালেরস্বর নিউজ ডেক্স:
দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সহযোগিতায় টাঙ্গাইলে নির্মাণ করা হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র”। এ প্রকল্পে ব্যয় হবে ৬ কোটি টাকার বেশি। এটি বাস্তবায়ন করছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

স্মৃতি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রোববার (৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্টদের কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ এবং কৃষিবিদ রুমানা আক্তার।

প্রসঙ্গত, গত ৮ মার্চ এ স্মৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী উপস্থিত ছিলেন।আগামী মাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

টাঙ্গাইলে একটি ক্লিনিককে সিলগালাসহ চারটি ক্লিনিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতসৈয়দ নাজমুল হোসেন:আজ ১ ডিসেম্বর ...
01/12/2021

টাঙ্গাইলে একটি ক্লিনিককে সিলগালাসহ চারটি ক্লিনিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সৈয়দ নাজমুল হোসেন:
আজ ১ ডিসেম্বর বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা: শামীম হোসাইন চৌধুরী সাথে ছিলেন ।

টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরী বলেন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা ও জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা ও ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যেই গোপন সংবাদের ভিত্তিতেই আমাদের এ অভিযান। এ ধরনের অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২৬ নভেম্বর ২০২১      শুক্রবার টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গুলিবিদ্ধসহ আহত ৪ জন।সৈয়দ নাজমুল হোসেন:ট...
26/11/2021

২৬ নভেম্বর ২০২১
শুক্রবার

টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গুলিবিদ্ধসহ আহত ৪ জন।

সৈয়দ নাজমুল হোসেন:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৪ জন।

আজ (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাগরপুর উপজেলার পাইকাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা শেখ (৪০) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে। গুলিবিদ্ধসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ আক্কেল মেম্বারের ছেলে রফিক শেখ জানান, আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক। এই নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছিলাম। হঠাৎই আমাদের গ্রামের দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীন আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনে।

রফিক আরও বলেন, বিষয়টি নিয়ে শুক্রবার বিকালে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন, খাজা ও জাহাঙ্গীরসহ দলবল অস্ত্রসস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা করে। অতর্কিত হামলায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি। এসময় আমার পায়ে গুলি লাগে ও মিনহাজ মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল, সুমন, কবীর ও আমার ভাই তোতা শেখ গুরুতর আহত হয়। পরে লোকজন আমাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসলে আমার ভাই তোতা শেখ মৃত্যুবরণ করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আমি নিজেও সেখানে যাচ্ছি গিয়ে বিস্তারিত জানাতে পারব।

২৪ নভেম্বর ২০২১    বুধবার টাঙ্গাইলে নিম্নমানের খাবার তৈরির অপরাধে ৪ হোটেলে জরিমানাকালেরস্বর নিউজ ডেক্স:অপরিস্কার ও নিম্ন...
24/11/2021

২৪ নভেম্বর ২০২১
বুধবার

টাঙ্গাইলে নিম্নমানের খাবার তৈরির অপরাধে ৪ হোটেলে জরিমানা

কালেরস্বর নিউজ ডেক্স:
অপরিস্কার ও নিম্নমানের খাবার তৈরির অপরাধে টাঙ্গাইলে ৪ হোটেলের মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন এ জরিমানা করেন।

সেফাত রেস্টুরেন্টকে ৮ হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার এবং বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, নিম্নমান, অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও দামের বিষয়ে অভিযোগ ছিল। তাই সরেজমিনে পরিদর্শন করে এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

২৩ নভেম্বর ২০২১  মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচন (৪র্থ ধাপ)ঢাকা ও ময়মনসিংহ বিভাগ
23/11/2021

২৩ নভেম্বর ২০২১
মঙ্গলবার

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন
ইউনিয়ন পরিষদ নির্বাচন (৪র্থ ধাপ)
ঢাকা ও ময়মনসিংহ বিভাগ

১৭ নভেম্বর ২০২১     বুধবার টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় তিন টুকরা হয়ে ছিটকে পড়ল ট্রাকস্টাফ রিপোর্টার:ট্রেনের ধাক্কায় রেললাই...
17/11/2021

১৭ নভেম্বর ২০২১
বুধবার

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় তিন টুকরা হয়ে ছিটকে পড়ল ট্রাক

স্টাফ রিপোর্টার:
ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপরে আটকে পড়া একটি সিমেন্ট বোঝাই ট্রাক তিন টুকরা হয়ে ছিটকে পড়েছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত বা নিহত হয়নি।

বুধবার (১৭ নভেম্বর) ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী জানান, ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি বুধবার ভোরে রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তর বঙ্গের দিকে যাওয়া একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেল লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়। তবে ওই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ট্রেন লাইনের উপরে উঠিয়ে দেন। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি তিন টুকরা হয়ে যায়। ট্রাকের বডি, চেচিস ও ইঞ্জিন আলাদা হয়ে গেছে। ট্রাকটি উদ্ধারে কার্যক্রম চলছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পালাতক রয়েছে।

Address

Tangail 1900
Tangail

Telephone

+8801682260514

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাপ্তাহিক কালের স্বর The Weekly Kaler Shor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share