Love Crush Statusツ

Love Crush Statusツ Welcome To You'r page
All Our Friends Hope Loved This Status & Video�
STATUSツ
𝕋�

27/05/2025

বুক ভরা কষ্ট কতটা আর্তনা নিয়ে শুধু তার অপেক্ষায় থাকি!
আমি মেসেজ দিলে কথা হয় নয়তো আমাকে মনে করে রাখার মতে কেউ নেই!🙂🥀💔

বাতাসের দোষ দিয়ে কি করবো যেখানে আমার ঘরের খুঁটি শক্ত না...! 💔🥀😅
16/05/2025

বাতাসের দোষ দিয়ে কি করবো যেখানে
আমার ঘরের খুঁটি শক্ত না...! 💔🥀😅

14/04/2025

প্রেম থাকলে পহেলা বৈশাখ
না থাকলে একলা বৈশাখ
শুভ নববর্ষ

01/04/2025

তোকে ভালোবাসতে লাগছে ১ সেকেন্ড!
তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড!🔥

31/03/2025

গন্তব্য পৌছাতে না পারলে পথ বদলান...!🌸
কারণ গাছ তার পাতা বদলায় শিকড় নয়...!🙂

27/03/2025

গুরুত্ব না পেয়ে সাহস করে দূরত্ব বাড়িয়ে দিয়েছি!
কারণ আত্মসম্মান নষ্ট করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না!

26/03/2025

সাইকোলজিক্যালি প্লে-গার্ল চেনার উপায়, এই পোস্টের মাধ্যমে আজ আপনার Pokiee এর মুখোশ খুলে দিব!😼

"প্লে-গার্ল" হলো সেই মেয়ে, যে সম্পর্ককে শুধুমাত্র খেলা হিসেবে দেখে এবং অন্যের আবেগ-অনুভূতি নিয়ে খেলা করে। এ-ধরনের মেয়েরা সাধারণত নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষের ভালোবাসাকে ব্যবহার করে এবং প্রতিশ্রুতি বা গভীর সংযোগ তৈরি করতে চায় না। নিচে পাঁচটি পয়েন্টে প্লে-গার্লদের নিয়ে আলোচনা করা হলো, যার ফলে আপনি একজন প্লে-গার্লকে চিনতে পারবেন!

১/ কথার সাথে কাজের মিল নেই!
প্লে-গার্লরা সাধারণত আবেগময় কথা বলে বেশি, কিন্তু তাদের কাজ সেই কথার সাথে মিল খায় না। তারা বারবার বলবে, "তোমার মতো মানুষ আমি জীবনেও পাইনি," কিন্তু যখন আপনি সত্যিকারের সমস্যায় পড়বেন, তখন সে অজুহাত দেখিয়ে দূরে সরে যাবে বা অন্য কাউকে খুঁজতে শুরু করবে। (অন্যদিকে, একজন সত্যিকারের ভালোবাসার মানুষ সব পরিস্থিতিতে আপনার পাশে থাকার চেষ্টা করবে!)

২/ সবসময় আপনার মনোযোগ চাইবে, কিন্তু কখনো কমিটমেন্ট দেবে না। প্লে-গার্লরা চায়, আপনি তাকে সবসময় স্পেশাল অনুভব করান, তার প্রশংসা করুন, ভালোবাসুন। কিন্তু যখনই আপনি ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইবেন, তখন সে অস্পষ্ট উত্তর দেবে। যেমন: আপনি যদি বলেন, "আমাদের ভবিষ্যৎ কী?" সে বলবে, "এখন এসব নিয়ে ভেবো না, সময়ই সব বলে দেবে!" অর্থাৎ, সে আপনাকে ধরে রাখতে চায়, কিন্তু কোনো প্রতিশ্রুতি দিতে চায় না!

৩/ সবার সঙ্গে একই রকম ব্যবহার করে!
একজন প্লে-গার্ল কেবল আপনার সাথেই বিশেষ আচরণ করবে না, বরং একাধিক মানুষের সাথে একই রকম ফ্লা'র্টিং করবে। খেয়াল করলে দেখবেন: তার সোশ্যাল মিডিয়ায় অনেকের সাথেই ঘনিষ্ঠ ছবি, একাধিক মানুষের পোস্টে মিষ্টি কমেন্ট, বিভিন্নজনকে স্পেশাল ইমোজি বা মেসেজ দেওয়া। এগুলো ইঙ্গিত দেয় যে সে আপনাকে গুরুত্বপূর্ণ মনে করে না, বরং তার স্বভাবই এটা!

৪/ সে আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করবে!
সে নিজের ভুল ঢাকতে বা দায় এড়াতে আপনাকে ইমোশনালি ব্ল্যা'কমেইল করতে পারে। যেমন: আপনি যদি বলেন, "তুমি আমাকে সিরিয়াসলি নাও না কেন?" সে বলবে, "তুমি আমাকে বুঝতেই চাও না! আমি তো এমনই, এটা বদলাতে পারব না!" অর্থাৎ, সে নিজের স্বার্থেই সম্পর্কটাকে চালাতে চায়, কিন্তু আপনাকে কখনো গুরুত্ব দেবে না!

৫/ সবসময় নতুন কিছু চাইবে, কিন্তু গভীর সম্পর্ক গড়তে চাইবে না। সে নতুনত্বের আকর্ষণে থাকবে, কিন্তু গভীর আবেগের সম্পর্ক গড়ে তুলতে চায় না। যদি দেখেন সে শুধুমাত্র মজার মুহূর্তগুলো উপভোগ করে, কিন্তু দুঃসময়ে আপনাকে এড়িয়ে চলে, সিরিয়াস টপিক আসলেই প্রসঙ্গ বদলে ফেলে, তাহলে বুঝতে হবে, সে আপনাকে নিয়ে সিরিয়াস নয়!

শেষ কথা!
একজন প্লে-গার্ল সম্পর্ককে স্রেফ বিনোদনের মাধ্যম হিসেবে দেখে এবং একাধিক মানুষের আবেগ নিয়ে খেলে। তাই সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। যদি দেখেন, কেউ বারবার উপরের লক্ষণগুলো দেখাচ্ছে, তাহলে আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিন এবং এমন সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করুন।
ধন্যবাদ!🙂

® এলভিন তুষার 🫡

25/03/2025

যাদের সাথে আমার
শর্তমেনে ভেবে চিন্তে হিসেব করে কথা বলতে হয়
তারা কখনোই আমার আপন ছিলো না...!

24/03/2025

শেষ বেলায় আমিও শূণ্য
যাকে চেয়েছিলাম সে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ !
💔🥀🙂

22/03/2025

অপেক্ষা
অবশ্যই করা উচিত
তবে মানুষের জন্য না ভালো সময়ের জন্য!

19/03/2025

নিজের ক্যারিয়ার নিজেই গুছাই, সময় তো লাগবেই! কারণ বাপ-দাদা সাজায় রাখে নাই!

17/03/2025

নিজেকে প্রকাশ করার কোন ইচ্ছে নেই!
যায় প্রয়োজন সে এমনিতেই খুজে নিবে আমাকে!

Address

Tangail

Telephone

+8801998872951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love Crush Statusツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love Crush Statusツ:

Share