
25/07/2025
পাঁচ ওয়াক্ত নামায পড়ো – কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাযের!
নবী করীম (সাঃ) বলেছেন —
“কিয়ামতের দিন বান্দার যেসব আমলের হিসাব নেয়া হবে তার মধ্যে সর্বপ্রথম হবে নামায।
— (তিরমিযী, হাদীস: ৪১৩)
# যদি নামায ঠিক থাকে, তাহলে বাকি কাজগুলো সহজ হবে।
#আর যদি নামায নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে।
নামায শুধু ফরজ নয়, এটা আমাদের রবের সাথে সম্পর্ক রক্ষা করার প্রধান উপায়।
#নূরের_পথ
#নামায
#আখিরাত
#কিয়ামত
#হিসাব_কিতাব
#ইসলামী_স্ট্যাটাস
#হাদীস