NoorPath - নূরের পথ

NoorPath - নূরের পথ আমাদের সবাই কে একদিন মৃত্যুর স্বাদ
গ্রহন করতেই হবে!!!

পাঁচ ওয়াক্ত নামায পড়ো – কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাযের!নবী করীম (সাঃ) বলেছেন —“কিয়ামতের দিন বান্দার যেসব ...
25/07/2025

পাঁচ ওয়াক্ত নামায পড়ো – কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাযের!

নবী করীম (সাঃ) বলেছেন —
“কিয়ামতের দিন বান্দার যেসব আমলের হিসাব নেয়া হবে তার মধ্যে সর্বপ্রথম হবে নামায।
— (তিরমিযী, হাদীস: ৪১৩)

# যদি নামায ঠিক থাকে, তাহলে বাকি কাজগুলো সহজ হবে।
#আর যদি নামায নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে।

নামায শুধু ফরজ নয়, এটা আমাদের রবের সাথে সম্পর্ক রক্ষা করার প্রধান উপায়।

#নূরের_পথ
#নামায
#আখিরাত
#কিয়ামত
#হিসাব_কিতাব
#ইসলামী_স্ট্যাটাস
#হাদীস

🕋 সুরা ফাতেহা — শেফার চাবিকাঠি 🕋যে ব্যক্তি হৃদয়ের একান্ত বিশ্বাস নিয়ে সুরা ফাতেহা পাঠ করেআর আল্লাহর কাছে শেফা (আরোগ্য) প...
25/07/2025

🕋 সুরা ফাতেহা — শেফার চাবিকাঠি 🕋

যে ব্যক্তি হৃদয়ের একান্ত বিশ্বাস নিয়ে সুরা ফাতেহা পাঠ করে
আর আল্লাহর কাছে শেফা (আরোগ্য) প্রার্থনা করে,
আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শেফা দান করেন।

সুরা ফাতেহা — কেবল নামাযের সূচনা নয়,
এটি হলো কুরআনের ‘শাফিয়া’,
রোগ-ব্যাধি, দুশ্চিন্তা ও ব্যথা-বেদনার জন্য এক মহৌষধ।

� আল্লাহ নিজেই বলেছেন:
"আর আমি কুরআনে এমন কিছু নাজিল করেছি, যা মু’মিনদের জন্য শেফা ও রহমত।"
📖 (সূরা বনি ইসরাঈল ১৭:৮২)

🤲 সুতরাং, কষ্টের সময় – ওষুধের পাশাপাশি
সুরা ফাতেহার দোয়াও করুন,
কারণ শেফার মালিক একমাত্র আল্লাহ!

---

#নূরের_পথ
#সুরা_ফাতেহা
#আরোগ্য_চিকিৎসা
#ইসলামিক_পোস্ট

#রুকিয়া
#আল্লাহ_ই_শেফার_দাতা

24/07/2025

🔹 জেনে রেখো! আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।
(সূরা রা'দ, আয়াত ২৮)

🕊️ দুনিয়ার দুশ্চিন্তা, দুঃখ-কষ্ট আর অস্থিরতার একমাত্র শান্তির ঠিকানা — আল্লাহর যিকর।

#নুরের_পথ
#আল্লাহর_স্মরণ
#মনের_শান্তি
#ইসলামিক_স্ট্যাটাস

তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।— [সহীহ বুখারী ৫০২৭]✨ কুরআনের আলো নিজের ভেতরে জাগাও...
24/07/2025

তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।
— [সহীহ বুখারী ৫০২৭]

✨ কুরআনের আলো নিজের ভেতরে জাগাও, অন্যের মাঝেও ছড়িয়ে দাও।

#নূরের_পথ #হাদীস #ইসলাম

নামায শুধু একটি ইবাদত নয়, এটি এক মহান প্রতিরক্ষা!আল্লাহ্ বলেন:নিশ্চয়ই নামায মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।(স...
24/07/2025

নামায শুধু একটি ইবাদত নয়, এটি এক মহান প্রতিরক্ষা!
আল্লাহ্ বলেন:

নিশ্চয়ই নামায মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
(সূরা আনকাবূত: ৪৫)

যে নামায অন্তর থেকে পড়া হয়,
তা হৃদয়কে পরিশুদ্ধ করে,
চোখকে হারাম থেকে ফিরিয়ে রাখে,
আর চরিত্রকে করে পবিত্র ও নির্মল।

তাই নামায পড়ো — নিয়মিত, একাগ্র মনে।
নিশ্চয়ই এতে রয়েছে দুনিয়া ও আখিরাতের মুক্তির চাবি।

#নূরেরপথ #নামায #ইসলামীপথ #ফাহেশা #আল্লাহরআদেশ #পবিত্রতা

হে আমার রব,আমি যখনই তোমাকে ডেকেছি, তুমি শুনেছো।তোমার দরজায় এসে কখনও ফিরিনি খালি হাতে।তোমার রহমতের আশা করেই বারবার ফিরে ...
23/07/2025

হে আমার রব,
আমি যখনই তোমাকে ডেকেছি, তুমি শুনেছো।
তোমার দরজায় এসে কখনও ফিরিনি খালি হাতে।
তোমার রহমতের আশা করেই বারবার ফিরে আসি —
কারণ, আমি জানি তুমি আশা ভঙ্গ করো না।

#নূরের_পথ
#ইসলামিক_স্ট্যাটাস
#আল্লাহ
#রব্বে_রহীম
#দোয়া
#ইমান
#আশা
#রহমত

পর পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করে 'সুন্দরী' ভাবা শুধু দুনিয়ার ধোঁকা।আসল সৌন্দর্য হলো লজ্জা, হায়া আর ইমানের আলোয় নিজেক...
23/07/2025

পর পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করে 'সুন্দরী' ভাবা শুধু দুনিয়ার ধোঁকা।
আসল সৌন্দর্য হলো লজ্জা, হায়া আর ইমানের আলোয় নিজেকে ঢেকে রাখা।
নিজেকে দামি মনে করো, কারণ হীরা কখনো খোলা বাজারে বিক্রি হয় না!

#নূরেরপথ




#আল্লাহ
#রাসূল
#ইসলাম
#আলহামদুলিল্লাহ
#সুবহানআল্লাহ
#ইমান
#হায়া
#তওবা
#জান্নাত
#নরক
#হালাল
#হারাম


একজন নারী ও একজন পুরুষের জন্য উল্লেখিত ব্যক্তিদের ছাড়া অন্য কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করা যাবে না। এমনকি অন্যদের সঙ্গে প্র...
13/05/2025

একজন নারী ও একজন পুরুষের জন্য উল্লেখিত ব্যক্তিদের ছাড়া অন্য কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করা যাবে না। এমনকি অন্যদের সঙ্গে প্রয়োজন ছাড়া অযথা কথাবার্তা বলাও গোনাহের কাজ। তা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এদের ব্যাপারে সুস্পষ্ট আয়াত ঘোষণা করে তা জানিয়ে দিয়েছেন-
তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে,তোমাদের সে মা, যারা তোমাদের (বুকের) দুধ পান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের মেয়ে, যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোনো গোনাহ নেই। তোমাদের ঔরসজাত ছেলেদের স্ত্রী। (সুরা নিসা : আয়াত ২৩)

হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশস...
13/05/2025

হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা! হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।

কেউ কেউ দাঁড়িয়ে পানি পান করেন। কথা বলার সময় কিংবা খেলাধুলা বা চলাফেরার সময় হাঁটতে হাঁটতে পানি মুখে দেন। কিন্তু এভাবে দাঁ...
11/05/2025

কেউ কেউ দাঁড়িয়ে পানি পান করেন। কথা বলার সময় কিংবা খেলাধুলা বা চলাফেরার সময় হাঁটতে হাঁটতে পানি মুখে দেন। কিন্তু এভাবে দাঁড়িয়ে পানি পান করা কি শরিয়তে বৈধ? দাঁড়িয়ে পানি পান করা কি জায়েজ?

এই প্রশ্নের উত্তর হলো- স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা মাকরুহে তানজিহি (হালালের পর্যায়ে না হলেও বৈধতার মধ্যে তা হালালের কাছাকাছি)। কিন্তু বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পানি করাতে কোনো সমস্যা নেই। রাসুল (সা.) থেকে দাঁড়িয়ে পানি পান করতে যেমন নিষেধাজ্ঞা এসেছে, তেমনি রাসুল (সা.) নিজেই এবং সাহাবাগণ থেকে দাঁড়িয়ে পানি পানের বিবরণও এসেছে। যা প্রমাণ করে, স্বভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। কিন্তু কোনো বিশেষ প্রয়োজনে তা বৈধ আছে। যেমন- বসার যায়গা নেই ইত্যাদি।

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, তবে যদি ভুলে যায়, তাহলে যেন বমি করে দেয়। (সহিহ মুসলিম, হাদিস : ২০২৬)

04/01/2025

সুরা আল ফাতিহা (সূরা: ১)
কুরআনের প্রথম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৭। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নামাজের প্রতিটি রাকাতে আবশ্যকভাবে পড়া হয়।

সূরা আল ফাতিহার বাংলা অনুবাদ:

১. শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২. সকল প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের প্রতিপালক।
৩. যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৪. যিনি প্রতিফল দিবসের মালিক।
৫. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।
৬. আমাদের সরল পথ দেখাও,
৭. তাদের পথ, যাদের তুমি নিয়ামত দান করেছ; তাদের পথ নয়, যাদের উপর তোমার গজব নেমেছে এবং যারা পথভ্রষ্ট।

With Abdullah Al Mamun – I just got recognised as one of their top fans! 🎉
02/01/2025

With Abdullah Al Mamun – I just got recognised as one of their top fans! 🎉

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when NoorPath - নূরের পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share