NoorPath - নূরের পথ

NoorPath - নূরের পথ আমাদের সবাই কে একদিন মৃত্যুর স্বাদ
গ্রহন করতেই হবে!!!

একজন নারী ও একজন পুরুষের জন্য উল্লেখিত ব্যক্তিদের ছাড়া অন্য কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করা যাবে না। এমনকি অন্যদের সঙ্গে প্র...
13/05/2025

একজন নারী ও একজন পুরুষের জন্য উল্লেখিত ব্যক্তিদের ছাড়া অন্য কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করা যাবে না। এমনকি অন্যদের সঙ্গে প্রয়োজন ছাড়া অযথা কথাবার্তা বলাও গোনাহের কাজ। তা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এদের ব্যাপারে সুস্পষ্ট আয়াত ঘোষণা করে তা জানিয়ে দিয়েছেন-
তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে,তোমাদের সে মা, যারা তোমাদের (বুকের) দুধ পান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের মেয়ে, যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোনো গোনাহ নেই। তোমাদের ঔরসজাত ছেলেদের স্ত্রী। (সুরা নিসা : আয়াত ২৩)

হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশস...
13/05/2025

হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা! হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।

কেউ কেউ দাঁড়িয়ে পানি পান করেন। কথা বলার সময় কিংবা খেলাধুলা বা চলাফেরার সময় হাঁটতে হাঁটতে পানি মুখে দেন। কিন্তু এভাবে দাঁ...
11/05/2025

কেউ কেউ দাঁড়িয়ে পানি পান করেন। কথা বলার সময় কিংবা খেলাধুলা বা চলাফেরার সময় হাঁটতে হাঁটতে পানি মুখে দেন। কিন্তু এভাবে দাঁড়িয়ে পানি পান করা কি শরিয়তে বৈধ? দাঁড়িয়ে পানি পান করা কি জায়েজ?

এই প্রশ্নের উত্তর হলো- স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা মাকরুহে তানজিহি (হালালের পর্যায়ে না হলেও বৈধতার মধ্যে তা হালালের কাছাকাছি)। কিন্তু বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পানি করাতে কোনো সমস্যা নেই। রাসুল (সা.) থেকে দাঁড়িয়ে পানি পান করতে যেমন নিষেধাজ্ঞা এসেছে, তেমনি রাসুল (সা.) নিজেই এবং সাহাবাগণ থেকে দাঁড়িয়ে পানি পানের বিবরণও এসেছে। যা প্রমাণ করে, স্বভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। কিন্তু কোনো বিশেষ প্রয়োজনে তা বৈধ আছে। যেমন- বসার যায়গা নেই ইত্যাদি।

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, তবে যদি ভুলে যায়, তাহলে যেন বমি করে দেয়। (সহিহ মুসলিম, হাদিস : ২০২৬)

04/01/2025

সুরা আল ফাতিহা (সূরা: ১)
কুরআনের প্রথম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৭। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নামাজের প্রতিটি রাকাতে আবশ্যকভাবে পড়া হয়।

সূরা আল ফাতিহার বাংলা অনুবাদ:

১. শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২. সকল প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের প্রতিপালক।
৩. যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৪. যিনি প্রতিফল দিবসের মালিক।
৫. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।
৬. আমাদের সরল পথ দেখাও,
৭. তাদের পথ, যাদের তুমি নিয়ামত দান করেছ; তাদের পথ নয়, যাদের উপর তোমার গজব নেমেছে এবং যারা পথভ্রষ্ট।

With Abdullah Al Mamun – I just got recognised as one of their top fans! 🎉
02/01/2025

With Abdullah Al Mamun – I just got recognised as one of their top fans! 🎉

ফাতিমার তওবার গল্পফাতিমা ছিল একটি শহরের সাধারণ মেয়ে। ছোটবেলা থেকেই সে ছিল চঞ্চল এবং খেলাধুলার প্রতি প্রচণ্ড আগ্রহী। তবে ...
01/01/2025

ফাতিমার তওবার গল্প

ফাতিমা ছিল একটি শহরের সাধারণ মেয়ে। ছোটবেলা থেকেই সে ছিল চঞ্চল এবং খেলাধুলার প্রতি প্রচণ্ড আগ্রহী। তবে ধর্মীয় শিক্ষার প্রতি তার তেমন মনোযোগ ছিল না। বাবা-মা তাকে অনেক বোঝাতেন, কিন্তু সে গুরুত্ব দিত না।

একদিন ফাতিমা তার কিছু বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। তারা একটি পুরোনো মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। মসজিদ থেকে কুরআনের মধুর তিলাওয়াতের শব্দ ভেসে আসছিল। সেই সুর ফাতিমার মন ছুঁয়ে গেল। সে মনে মনে ভাবল, "কত সুন্দর এই শব্দ! অথচ আমি কুরআন পড়তে পারি না।"

ফাতিমা বাসায় ফিরে এসে একটি কুরআন বের করল। কিন্তু সে বুঝতে পারছিল না কীভাবে পড়তে হয়। তখন সে সিদ্ধান্ত নিল, কোনো একজন শিক্ষকের কাছে কুরআন শেখা শুরু করবে।

ফাতিমার মা খুব খুশি হলেন এবং তাকে নিকটস্থ একটি মাদ্রাসায় ভর্তি করালেন। সেখানে ফাতিমা কুরআন পড়া শেখার পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে শুরু করল। ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসতে লাগল।

একদিন তার শিক্ষক একটি আয়াতের অর্থ বোঝাচ্ছিলেন:
"আর তওবা করো তোমরা তোমাদের প্রভুর কাছে এবং তাঁর দিকেই ফিরে যাও।" (সূরা যুমার, আয়াত ৫৩)

এই আয়াতটি ফাতিমার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। সে বুঝল, জীবনের প্রকৃত উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। সে তার অতীতের ভুলগুলোর জন্য গভীরভাবে অনুতপ্ত হল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল।

এরপর ফাতিমার জীবন পুরোপুরি বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, কুরআন তিলাওয়াত করত, এবং অন্যদেরও ইসলামের পথে আসার জন্য উৎসাহ দিত। তার মাধ্যমেই অনেক মেয়ে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে।

ফাতিমার এই পরিবর্তন প্রমাণ করল যে, আন্তরিক ইচ্ছা ও তওবার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসা সম্ভব। আল্লাহ্‌ তার তওবা কবুল করলেন এবং তাকে হেদায়েতের আলোয় আলোকিত করলেন।

শেষ কথা:
আল্লাহ্‌ আমাদের সবাইকে তওবার তৌফিক দান করুন এবং তাঁর পথে চলার জন্য শক্তি দিন। আমিন।

✨ নববর্ষের শুভেচ্ছা ✨আলহামদুলিল্লাহ! আরেকটি বছর আমাদের জীবনের খাতায় যুক্ত হলো। নতুন বছরের সূর্যোদয়ে আমরা আল্লাহ্‌র কাছ...
31/12/2024

✨ নববর্ষের শুভেচ্ছা ✨

আলহামদুলিল্লাহ! আরেকটি বছর আমাদের জীবনের খাতায় যুক্ত হলো। নতুন বছরের সূর্যোদয়ে আমরা আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি, যেন আমাদের জীবন সুখ, শান্তি ও বরকতে পূর্ণ হয়।

নববর্ষ মানে শুধু একটি নতুন দিন নয়, এটি আত্মপর্যালোচনা ও নতুন সংকল্প গ্রহণের একটি সুযোগ। পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করার দিন।

➡ আমাদের সংকল্প হোক:
1️⃣ আল্লাহর পথে আরো দৃঢ়ভাবে চলার।
2️⃣ নামাজের প্রতি যত্নবান হওয়ার।
3️⃣ কুরআনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার।
4️⃣ অন্যের প্রতি দয়া ও সহানুভূতিশীল হওয়ার।

🌿 নতুন বছর, নতুন আশা। আল্লাহ্‌ আমাদের সবাইকে তাঁর রহমতে মুবারক করুন এবং নেক আমল করার তাওফিক দিন।

🕌 নূরের পথ পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

আপনার নতুন বছরের পরিকল্পনা কী? কমেন্টে জানিয়ে দিন!

যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের (নিয়ামত) বৃদ্ধি করে দেব।"(সূরা ইবরাহীম: ৭)তাই আসুন, আমাদের জীবনের প্রতিটি ম...
30/12/2024

যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের (নিয়ামত) বৃদ্ধি করে দেব।"
(সূরা ইবরাহীম: ৭)

তাই আসুন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ্!

"সুবহানাল্লাহ" (33 বার), "আলহামদুলিল্লাহ" (33 বার), এবং "আল্লাহু আকবর" (34 বার) বলার বিশেষ ফজিলত রয়েছে। এই আমলটি অত্যন্ত...
29/12/2024

"সুবহানাল্লাহ" (33 বার), "আলহামদুলিল্লাহ" (33 বার), এবং "আল্লাহু আকবর" (34 বার) বলার বিশেষ ফজিলত রয়েছে। এই আমলটি অত্যন্ত বরকতময় এবং সওয়াব অর্জনের একটি সহজ উপায়।

এগুলি পাঠ করলে:

1. মহান আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়।

2. পৃথিবী ও আসমানজগতের সব দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

3. কিয়ামতের দিন এই শব্দগুলো ব্যক্তি গুনাহ থেকে মুক্তি দেয় এবং তাদের সওয়াবের পরিমাণ বাড়ায়।

এই আমলটি নিয়মিত করতে পারলে, বিশেষভাবে রাতে বা পরবর্তী ফরজ নামাজের পর, আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত লাভ করা যায়।

28/12/2024

সন্তান হলো আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর উপহার, যেখানে প্রতিটি হাসি লুকিয়ে থাকে অগণিত সুখের গল্প। ❤️

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when NoorPath - নূরের পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share