Bcs Preparation

Bcs  Preparation BCS,Bank job, University Admission test related page. I wish all viewers are benefited. More & more learn from this page.

21/05/2025

জীবনে বড়লোক হবেন যেভাবে ?
এক সময় ভাবতাম, জীবনে বড় কিছু করতে হলে পড়াশোনা করতে হয়, ডিগ্রি লাগে, মেধা লাগে। ভেবেছিলাম, সরকারি চাকরিই জীবন। কিন্তু পরে বুঝলাম, এই দেশে পড়াশোনা করে হয় শিক্ষিত বেকার, আর রাজনীতি করে হয় সম্মানিত নেতা।

পাশের বাড়ির তানভীর ভাই স্কুলে নিয়মিত ফেল করত। পরীক্ষার সময় টিফিন বক্সে চিট-পেপার নিয়ে ঢুকত, আর গার্জিয়ান মিটিং হলে তার মাকে দারোয়ান ঘরে বসিয়ে রাখা হতো।
আজ সে এলাকার “তানভীর ভাই” না, তানভীর সাহেব। SUV চড়ে, হাতে রোলেক্স, চোখে রে-ব্যান। অথচ আমি এখনো ‘আপনার আবেদন গৃহীত হয়নি’ টাইপ চিঠি পড়ি!

তানভীর ভাই কী করলেন জানেন?
রাজনীতি করলেন।

প্রথমে দলের একজন ছোট নেতার সাথে ছবি তুলে ফেসবুকে দিলেন—
“নেতার সঙ্গে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা।”
পোস্ট ভাইরাল। কমেন্টে:
👉 “এই ছেলে একদিন অনেক দূর যাবে।”
👉 “সত্যিকারের দেশপ্রেমিক!”

তারপর একদিন রাস্তা ঝাঁট দিলেন, এক বৃদ্ধার জন্য ওষুধ কিনে দিলেন—সব ক্যামেরার সামনে।
তারপর এল গ্যাঞ্জামের রাজনীতি।

এলাকায় এক ভদ্রলোক ছিল, নামাজ পড়ে, চুপচাপ চলত।
তাকে বলা হল, “জামাত-শিবির-রাজাকার”!
কেন? কারণ উনি তানভীর ভাইয়ের পথের কাঁটা।

লোকটা আত্মগোপনে গেল, আর তানভীর ভাই “সাধারণ জনগণের কণ্ঠস্বর” হয়ে উঠলেন।

রাজনীতিতে সফল হতে না পারলে সমস্যা নেই।
👉 পিএস হন,
👉 ক্যাশিয়ার হন,
👉 নেতার জন্য পানি ধরেন,
👉 সোশ্যাল মিডিয়ায় তার নামে গলা ফাটান।

তাও না পারলে?

👉 নেতার মেয়ের সাথে প্রেম করুন।
👉 বিয়েটা টেনে আনুন।

সেটাও যদি না হয়?

👉 নেতার ড্রাইভার হোন।
👉 নেতার বাবুর্চী হোন।
👉 নেতার পিয়ন হোন।
👉 নেতার বাসায় কাজ করেন ।
👉 প্রয়োজনে নেতার বাসার সুইপার হোন।

রাজনীতির ছায়ায় থাকলেই চলবে। একটা পদ লাগবেই। একটা ছবি, একটা পোস্ট, একটা গ্যাঞ্জাম—এই তিনেই বাজিমাত।

আমার এক বন্ধু এখন নেতা সাহেবের ব্যক্তিগত সহকারী। আগে কিনা আমাদের কাছে টিফিন চেয়ে খেত।
আজ অফিসে ঢুকতে গেলে ও বলে—
“স্যার এখন ব্যস্ত, সময় নিয়ে আসবেন।”

আমি ফিরে আসি—চোখে হাসি, মনের ভেতর দীর্ঘশ্বাস।

এই দেশে যদি কিছু করতে না পারেন—রাজনীতি করুন!
মেধা লাগবে না, ডিগ্রি লাগবে না, সিভি লাগবে না।

শুধু দরকার—
👉 এক নেতা,
👉 এক ছবি,
👉 আর একটু ‘চালাকি’।

পেছনে তাকাতে হবে না, শুধু সামনে চলুন…
কারণ সামনে পাওয়ার,
আর পেছনে শুধু পরীক্ষার প্রশ্নপত্র! #বাংলাদেশ #বাংলাদেশী

মহান আল্লাহর কাছে একটাই চাওয়া যেন মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যু দান করেন এবং মৃত্যুর সময় যেন  কালেমার নসিব করেন।(আমি...
03/02/2025

মহান আল্লাহর কাছে একটাই চাওয়া যেন মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যু দান করেন এবং মৃত্যুর সময় যেন কালেমার নসিব করেন।

(আমিন)

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখে নিন এক নজরে।
23/01/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখে নিন এক নজরে।

08/08/2024
29/07/2024

মায়ের কোল খালি হোক আমি চাইনা -প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তার পুলিশ বাহিনী সাধারণ মানুষ হত্যা করছে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে এ কেমন বিচার?

18/03/2024

#একনজরে_বাংলাদেশ_বিষয়াবলী:
পড়া শেষে done ✅ লিখুন--

✬ মুজিবনগর দিবস — ১৭ এপ্রিল
✬ জাতীয় পতাকা দিবস — ২ মার্চ
✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস — ১০ জানুয়ারি
✬ বাংলাদেশে কৃষি দিবস — পহেলা অগ্রহায়ণ
✬ 'আসাদের শার্ট 'এর লেখক- শামসুর রাহমান
✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয় — ১৯৭৫ সালের ৩ নভেম্বর
✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর
✬ বাংলাদেশের জাতীয় দিবস –- ২৬শে মার্চ
✬ রোকেয়া দিবস — ৯ ডিসেম্বর
✬ সংবিধান দিবস — ৪ নভেম্বর
✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয় — ১০ এপ্রিল,১৯৭১
✬ কক-বরক ভাষায় কারা কথা বলে — ত্রিপুরা
✬ ত্রিপুরাদের প্রধান উৎসব — বৈসু
✬ খাসিয়া উপজাতি বাস করে — সিলেটে
✬ ত্রিপুরাদের জাতিসত্তা কতটি গোত্রতে বিভক্ত — ৩৬ টি
✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি — সাঁওতাল
✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা — ৩২টি
✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে - ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়
✬ গারোদের ঘর বসতি গল্পটি লেখক- শাবলু শাহাবউদ্দিন
✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত — রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে
✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম — মাওরি
✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে — বৃহত্তর ঢাকা জেলায়
✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান — পাঙন
✬ রাজবংশী উপজাতিরা বাস করে — রংপুরে
✬ ঢাকার পূর্ব নাম — জাহাঙ্গীর নগর
✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল — পুণ্ড্রনগর
✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন — জাহাঙ্গীরনগর
✬ লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দূর্গ
✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন — শফিকুল হক হীরা
✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার — নিয়াজ মুর্শেদ
✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে — ১৯৯৭ সালে
✬ জাতীয় কন্যা শিশু দিবস — ৩০ সেপ্টেম্বর
✬ জাতীয় সংহতি দিবস — ৭ নভেম্বর
✬ জাতীয় কর দিবস — ৩০ নভেম্বর
✬ শহীদ আসাদ দিবস — ২০ জানুয়ারি
✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী — চাকমা
✬ মারমাদের প্রধান পেশা — জুম চাষ
✬ সাঁওতালরা বাস করে — রাজশাহী ও দিনাজপুর জেলায়
✬ বরিশালের পূর্ব নাম — চন্দ্রদ্বীপ
✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম — নাসিরাবাদ
✬ সিলেটের পূর্ব নাম — জালালাবাদ

21/02/2024
জিরো থেকে ইংরেজি শিখি!✅ I (আই) = আমিMe (মী) = আমাকেMy (মাই) = আমারMine (মাইন) = আমারWe (উঈ) = আমরাUs (আস) = আমাদেরকেOur ...
15/11/2023

জিরো থেকে ইংরেজি শিখি!✅

I (আই) = আমি
Me (মী) = আমাকে
My (মাই) = আমার
Mine (মাইন) = আমার
We (উঈ) = আমরা
Us (আস) = আমাদেরকে
Our (আউয়ার) = আমাদের
Ours (আউয়াজ) = আমাদের
He (হী) = সে, তিনি (পুরুষ)
Him (হিম) = তাকে, তাঁকে
His (হিজ) = তার, তাঁর
She (শী) = সে, তিনি (মহিলা)
Her (হার) = তাকে, তাঁকে, তার, তাঁর
You (ইউ) = তুমি, তোমরা
You (ইউ) = তোমাকে, তোমাদেরকে
You (ইউ) = আপনাকে, আপনাদেরকে
Your (ইয়োর) = তোমার, তোমাদের
They (দেই) = তারা, তাঁরা, ওরা, ওঁরা
Them (দেম) = তাদেরকে, তাঁদেরকে
Their (দেয়ার) = তাদের, তাঁদের
Theirs (দেয়াজ) = তাদের
It (ইটা) = ইহা, এটা, এটি (বস্তু)
It (ইট) = ইহাকে
Its (ইটস) = ইহার, তার
This (দিস) = এই, এটা
These (দীজ) = এইগুলো
That (দ্যাট) = ঐ, যে, যা
Those (দৌজ) = ঐগুলো, সেগুলো
What (হোঅট) = কি, যা
Which (হুইচ) = কোনটি, যেটি
Who (হু) = কে, কারা, যে, যারা
Whom (হুম) = কাকে, কাদেরকে
Whose (হুজ) = কার, কাদের
Myself (মাইসেল্ফ) = নিজে নিজে
Ourselves = আমরা নিজেরাই
Yourself = তুমি নিজেই
Yourselves = তোমরা নিজেরাই
Himself = সে নিজেই
Herself = সে নিজেই
Themselves = তারা নিজেরাই
Itself = ইহা নিজেই, ইহা স্বয়ং
Each (ঈচ) = প্রত্যেক
Every (এভরি) = প্রত্যেক
Everybody = প্রত্যেক ব্যক্তি
Everyone = প্রত্যেক ব্যক্তি
Everything (এভরিথিং) = সবকিছু
Either (ঈদার) = দুয়ের যেকোন একটি
Neither (নীদার) = দুয়ের কোনটি নয়
Both (বৌথ) = উভয়ই
Any (এনি) = যে কেহ, কোনো
Anything (এনিথিং) = যে কোনো কিছু
Anybody (এনিবডি) = যে কেউ
Anyone (এনিওআন) = যে কেউ
Many (মেনি) = অনেক
Many thing (মেনিথিং) = অনেক কিছু
Some (সাম) = কয়েক, কিছু, কতিপয়
Something (সামথিং) = কোনো কিছু
Somebody (সামবডি) = কেউ
Some one (সামওআন) = কেউ
All (ওল) = সব, সকল
One (ওআন) = যে কেহ, কোন একজন
Oneself = নিজে, নিজেকে
No (নৌ) = কেউ না
Nobody (নৌবডি) = কেউ না।

★জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার১ কাঠা = ১.৬৫ শত...
28/08/2023

★জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
জেনে নিন
খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

25/04/2023

1. Above উপরে =Below নীচে
2.Absent অনুপস্থিত = Present উপস্থিত
3. Accident দুর্ঘটনা = Intend অভিপ্রায়
৪.Accomplished প্রাপ্তি = Failure ব্যর্থতা
5. Achieve অর্জন = Fail ব্যর্থ
6. Add যোগ করুন =Subtract বিয়োগ
7. Adjacent সংলগ্ন =Distant দূরের
8.Admire প্রশংসা =Detest ঘৃণা
9. Admit মানা = Reject প্রত্যাখ্যান
10.Adore আদোর = Hate ঘৃণা
১১. Advance অগ্রিম =Retreat পিছু হটানো
12. Affirm নিশ্চিত = Deny অস্বীকার
13. Afraid আতঙ্কিত = Confident
আত্মবিশ্বাসী
14. After পরে = Before আগে
15. Aid সহায়তা =Hinder বাধা
16. Alarm অ্যালার্ম = Comfort আরাম
17. Alart সতর্কতা = Asleep ঘুমিয়ে আছে
18. Alive জীবিত = Dead মৃত
19.Allow অনুমতি = forbid নিষেধ
20.Alone একা = Together একসাথে
21. Amateur অপেশাদার = Professional
পেশাদার
22. Amuse চিত্তবিনোদন = Bore বোর
23. Ancient প্রাচীন = Modern আধুনিক
24.Annoy বিরক্ত = Soothe শান্ত
25. Answer উত্তর =Question প্রশ্ন
26. Apparent স্পষ্টত =Obscure অস্পষ্ট
27. Argue তর্ক = Agree একমত
28. Arrive পৌঁছান = Depart প্রস্থান করুন
29. Arrogant অহংকারী = Humble নম্র
30.Ascend আরোহণ = Descend নামা

✅পড়া শেষে Done লিখতে ভূলবেন না কিন্ত 🫵

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে শনিবার একটি গ্রহাণু ছুটে যাবে। গ্রহাণুটি একটি শহর পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। তবে ...
25/03/2023

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে শনিবার একটি গ্রহাণু ছুটে যাবে। গ্রহাণুটি একটি শহর পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। তবে ভালো খবর হলো, এটি পৃথিবী বা চাঁদ—কোনোটিতেই আঘাত হানবে না।বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৩ ডিজেড২’। এটির ব্যাস ৪০ থেকে ৯০ মিটারের মধ্যে। এই আকৃতির একটি গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসার ঘটনা বেশ বিরল। মাসখানেক আগে সেটি বিজ্ঞানীদের চোখে পড়ে।

বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রহাণুটি শনিবার চাঁদের ৫ লাখ ১৫ হাজার কিলোমিটারের মধ্য দিয়ে ছুটে যাবে। এর কয়েক ঘণ্টা পরে সেটি ৬৮ হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। এই স্বল্প দূরত্বের কারণে পুরো পৃথিবী থেকে বাইনোকুলার ও ছোটো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুটি দেখা যাবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গ্রহাণু সম্পর্কে জ্ঞান বাড়াতে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি বড় একটি সুযোগ। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্সের প্রধান রিচার্ড মইসলের ভাষ্যমতে, গ্রহাণুটি পৃথিবীতে আঘাত না হানলেও পৃথিবীর কাছাকাছি আসার কারণে সেটি পর্যবেক্ষণের বড় সুযোগ পাওয়া যাবে।এদিকে ২০২৬ সালে গ্রহাণুটি আবার পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তখনো সেটি পৃথিবীতে আঘা/ত হানার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তাঁরা।

Address

Tangail
1984

Telephone

+8801624582386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bcs Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share