BLACK OUT

BLACK OUT this page is for updating video and information and technology

কতটা ত্যাগের মহিমা নিয়ে কথাগুলো বলেছেন।
17/06/2025

কতটা ত্যাগের মহিমা নিয়ে কথাগুলো বলেছেন।

আমাদের সাথে লড়াই করার আগে ইতিহাস পড়ুন।
17/06/2025

আমাদের সাথে লড়াই করার আগে ইতিহাস পড়ুন।

16/06/2025

ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন গোপন এজেন্টেকে মৃত্যুদণ্ড দেয়ার পর তা কার্যকর করা হয়েছে।

15/06/2025
15/06/2025

পাকিস্তান থেকে ইরানে অস্ত্রবাহী ট্রাক ও কনটেইনার প্রবেশ করেছে — বালোচিস্তান দিয়ে পাঠানো হয়েছে সামরিক সরঞ্জাম

পাকিস্তানি সূত্রের বরাতে জানা গেছে, বালোচিস্তান প্রদেশ হয়ে ইরানে প্রবেশ করেছে বড় সংখ্যক বেসামরিক কনটেইনার ও ট্রাক, যেগুলোর ভেতরে ছিল মিসাইল ও সামরিক সরঞ্জাম।

সূর্য মামা 🥵🥵
14/06/2025

সূর্য মামা 🥵🥵

14/06/2025

Same অবস্থা

একপাশে বাবা, অপরপাশে মা, মাঝখানে তাদের ১১ সন্তানসন্ততি (১৯৫৪)।
14/02/2024

একপাশে বাবা, অপরপাশে মা, মাঝখানে তাদের ১১ সন্তানসন্ততি (১৯৫৪)।

প্রায় ২,৫০০ বছরের পুরনো করিন্থিয়ান গ্রীভ (হাঁটুর নিচের অংশের বর্ম) ও হেলমেট।
11/02/2024

প্রায় ২,৫০০ বছরের পুরনো করিন্থিয়ান গ্রীভ (হাঁটুর নিচের অংশের বর্ম) ও হেলমেট।

প্রায় ৪,৬০০ বছর আগে মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন জোসের। সেসময় টানা ৭ বছর ভয়াবহ খরা ও দুর্ভিক্ষের শিকার হয় মিশর। ২.৫ মিটার উ...
24/10/2023

প্রায় ৪,৬০০ বছর আগে মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন জোসের। সেসময় টানা ৭ বছর ভয়াবহ খরা ও দুর্ভিক্ষের শিকার হয় মিশর। ২.৫ মিটার উচ্চতা ও ৩ মিটার প্রস্থের এই গ্রানাইটের খণ্ডে মিশরীয় হায়ারোগ্লিফের সাহায্যে সেই সময়ের ঘটনা তুলে ধরা হয়েছে। তবে এটা তখন খোদাই করা হয়নি। বরং গবেষণা বলছে যে রাজা পঞ্চম টলেমীর সময়ে, অর্থাৎ এখন থেকে প্রায় ২,২০০ বছর আগে এটা খোদাই করা হয়েছে।

এখানে দেখা যাচ্ছে- তিনজন দেব-দেবীর উদ্দেশ্যে কিছু উৎসর্গ করছে ফেরাউন জোসের, হাত দুটো রেখেছে প্রসারিত অবস্থায়। এখানে মূলত টানা সাত বছরের খরা ও দুর্ভিক্ষ নিয়ে জোসের কতটা চিন্তিত ও শঙ্কিত, মিশরের জনগণ কতটা কষ্টের মাঝে দিন পার করছে, এবং সেই সাথে রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী চরম অবনতি ঘটেছে সেসবই ফুটিয়ে তোলা হয়েছে।

প্রায় দুই হাজার বছরের পুরনো ব্রোঞ্জের তৈরি এই পাত্র একসময় পানি গরম করার কাজে ব্যবহার করা হতো। পম্পেই থেকে এটি পাওয়া গিয়ে...
09/09/2023

প্রায় দুই হাজার বছরের পুরনো ব্রোঞ্জের তৈরি এই পাত্র একসময় পানি গরম করার কাজে ব্যবহার করা হতো। পম্পেই থেকে এটি পাওয়া গিয়েছে।

কেউ গন্ধে মুখ ঢেকে পালিয়ে বাঁচে.....কেউ আবার সেই গন্ধে জীবনের গল্প খোঁজে।বাস্তবতা খুবই নির্মম।।©
06/09/2023

কেউ গন্ধে মুখ ঢেকে পালিয়ে বাঁচে.....
কেউ আবার সেই গন্ধে জীবনের গল্প খোঁজে।
বাস্তবতা খুবই নির্মম।।
©

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when BLACK OUT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share