Sagardighi সাগরদিঘী

Sagardighi সাগরদিঘী Sagardighi is about 30 kilometres from Ghatail Upazila headquarters in Tangail District of Bangladesh
(5)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষারিয়া চালায় আজ ৩০ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় নির্মাণাধিন দিঘুলিয়া চালা নূরানী ...
30/01/2025

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষারিয়া চালায় আজ ৩০ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় নির্মাণাধিন দিঘুলিয়া চালা নূরানী মাদ্রাসায় বাধা দেয়ার বন-বিভাগের লোকজন আটক করে এলাকাবাসী। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ক্ষি-প্ত গ্রামবাসীর কাছ থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

30/01/2025

মাদ্রাসা ভা*ঙ্গার কারনে
বন-বিভাগের লোকদের আট*ক করে রাখছে ক্ষুব্দ গ্রামবাসী,
সাবাস তাওহিদি জনতা

Copy Habibur Rahman

রয়্যাল এনফিল্ড বাংলাদেশ সমাচার।বাংলাদেশি জনগণ " রয়্যাল এনফিল্ড আইসে" , " দাম কম দিসে"  শুনেই ঝাঁপায় পরবে বলে আমার ধারনা।...
22/10/2024

রয়্যাল এনফিল্ড বাংলাদেশ সমাচার।

বাংলাদেশি জনগণ " রয়্যাল এনফিল্ড আইসে" , " দাম কম দিসে" শুনেই ঝাঁপায় পরবে বলে আমার ধারনা।

৩০০ ফিটের ছাপড়ি রাইডার যে জিক্সার বা আর ওয়ান দিয়ে বাউলি দেয় স্টপি মারে সেরকম কিছু পোলাপান ও বিদেশে থাকা বাপের টাকা দিয়ে একটা বুলেট ৩৫০ কিনবে।

আবার যেই লোক টিভিএস এর বাইক চালায় বা হোন্ডা, ইয়ামাহার ১১০ সিসি সেগমেন্টে আছে সেও আবেগে একটা ক্লাসিক বা হান্টার নিয়ে ফেলবে।

অথবা যেই ভাই এফ জেড আর জিক্সার ছাড়া কোন বাইক কে বাইক মনে করে না সেও হয়ত একটা মেটিওর ৩৫০ নিবে!

খেলা শুরু হবে ৬ মাস পর।

যখন দেখবে ইঞ্জিন অয়েল লাগে আড়াই লিটার! আগে ৫০০ টাকায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করত এখন লাগে ২৫০০-৩০০০ বা আরও বেশি , তখন একটা চিক্কর দিবে। এনফিল্ড ভালা না!

এই চিক্কর এর আওয়াজ পার্থিব দুনিয়ায় শোনা যায়না, এই চিক্কর দেখা যাবে ফেসবুক আর ইউটিউবের পর্দায়।

এফ আই ইঞ্জিনে ৪৫-৫০ কিমি / লিটার মাইলেজে অভ্যস্ত মানুষটা যখন দেখবে মেটিওর ঠেলে ঠুলে লিটারে ২৫ কিমি ও যায় না আরেক দফা চিৎকার! এনফিল্ড ভালা না।

ব্যাটারি রিকশার ধাক্কায় যখন পিছনের ফেন্ডার ভাঙবে কিনতে গিয়ে দেখবে ওই মালের দাম হয়ত ৩০০০ টাকা! আবার চিক্কর, এনফিল্ড ভুয়া!

বিজয় স্মরনির জ্যামে একদম বামের লেন দিয়া কাইটা কুইটা যখন সব বাইক পার হয়ে যাবে বুলেট এক জায়গায় বসে থাকবে বা হাত ব্যাথা হবে আবারো চিক্কর! এনফিল্ড ফালতু।

এরকম চারদিকে যখন হাহাকার, কেন এনফিল্ড কিনলাম, কেন হাতি পালা শুরু করলাম বলে সবাই রিগ্রেট করছে তখন এক দল মানুষ মেটিওর বা বুলেটের প্যানিয়ার ব্যাগ টা ফিক্স করে সামনে একটা ক্লাসিক উইন্ডশিল্ড ইন্সটল করে নেক্সট লং ট্যুরের প্ল্যান করছে আর বাকিদের চিক্করে মুচকি মুচকি হাসছে।

এনফিল্ডের সাথে ম্যাচ করে তারা হেলমেট আনাবে বাইরে থেকে , জ্যাকেট কিনবে, বুট কিনবে, পিওর রাইডিং লাইফের শুরু আর কি।

এনফিল্ড আসলে তাদের জন্য। এনফিল্ড কোনদিনই এফজেড, জিক্সার, সিবিয়ার এর বিকল্প বাইক না। এনফিল্ড সিটি কমিউটার না। এনফিল্ড ভ্যালু ফর মানি ব্র্যান্ড না, এনফিল্ড হাই মেইন্টেনেন্স বাইক।

এনফিল্ড শুধুমাত্র পিওর সৌখিন মানুষের রাইড, যাদের ওয়ান এন্ড অনলি অবজেক্টিভ হল পিওর রাইডিং এক্সপেরিয়েন্স।

যারা এক ঘণ্টার নোটিশে বান্দারবান রওনা দেয় এনফিল্ড তাদের জন্য
যারা এটলিস্ট দুইটা বাইক মেইন্টেইন করতে পারে এনফিল্ড তাদের জন্য
যাদের ফুয়েল মাইলেজ নিয়ে মাথা ব্যাথা নাই এনফিল্ড তাদের জন্য
এনফিল্ড একটা পিওর ইমোশনাল ব্র্যান্ড, ফাংশনাল এঙ্গেলে এনফিল্ড দশে শূন্য।
ইমোশনাল এস্পেক্টে এনফিল্ড দশে একশ।

সো ঝাপ দেয়ার আগে আস্ক ইউরসেলফ আপনি কে?
আমার উত্তর আমি জানি, এনফিল্ড আমার ব্র্যান্ড। ইনশাল্লাহ একটা নিব, তবে ফার্স্ট লটের থেকে নিব না, আরেক্টু সময় যাক, সবার " চিক্কর" শুনি কিছু দিন, এরপর আস্তে ধীরে নিব।
_____

18/10/2024

ভালো নেই আমাদের সাগরদিঘী
#সাগরদীঘি

পৃথিবীর সকল ভা''ঙা মনের মানুষদের মনে এভাবে ফুল ফুটুক।🌼 🌸
25/09/2024

পৃথিবীর সকল ভা''ঙা মনের মানুষদের মনে এভাবে ফুল ফুটুক।🌼 🌸

30/06/2024
এই লোকটি ধলাপাড়া ঘাট পাড়ে এক্সিডেন্ট হয়েছিল,মাহিন্দ্রা-মটর সাইকেল। চিকিৎসার জন্য ঘাটাইল নেওয়ার পথে মাকড়াই আসলে  মারা যায়...
14/01/2024

এই লোকটি ধলাপাড়া ঘাট পাড়ে এক্সিডেন্ট হয়েছিল,মাহিন্দ্রা-মটর সাইকেল। চিকিৎসার জন্য ঘাটাইল নেওয়ার পথে মাকড়াই আসলে মারা যায়। কেউ উনাকে চিন্তে ছে না। মাকড়াই প্রাইমারী স্কুলের সামনে রাখা হয়েছে। কেউ চিনে থাকলে দ্রুত যোগাযোগ করুন

শান্তির স্থান ❤️‍🩹📍 মডেল মসজিদ,জেলা সদর রোড,টাঙ্গাইল
11/12/2023

শান্তির স্থান ❤️‍🩹

📍 মডেল মসজিদ,জেলা সদর রোড,টাঙ্গাইল

09/08/2023

আমাদের সাগরদীঘি

21/04/2023

সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

বাসাবাইদ উচ্চ বিদ্যালয়12/02/2023
12/02/2023

বাসাবাইদ উচ্চ বিদ্যালয়
12/02/2023

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Sagardighi সাগরদিঘী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share