দ্বীন ইসলাম শান্তির ধর্ম

দ্বীন ইসলাম শান্তির ধর্ম ন্যায়ের পথে অবিচল থাকবো

19/12/2024

আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (স:) বলেছেন, ‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বপেক্ষা উত্তম, যে চরিত্রের দিক দিয়ে উত্তম। বুখারী, মুসলিম

11/12/2024

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তালকীন করাও। কেননা যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।

09/12/2024

আনাস (রাঃ) থেকে বর্ণিত,
রাসূল (স:) আমাদেরকে এরূপ উপদেশ খুব কমই দিয়েছেন, যাতে একথাগুলি বলেননি যে, ‘যার আমানতদারী নেই তার ঈমান নেই এবং যার অঙ্গীকারের মূল্য নেই তার দ্বীন-ধর্ম নেই’।

ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যা যা লাভ হবে-১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে। ২) দেশের চিকি...
08/12/2024

ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যা যা লাভ হবে-
১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে।
২) দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
৩) দেশের জিডিপি বেড়ে যাবে।
৪) দেশের মাথাপিছূ আয় বেড়ে যাবে।
৫) দেশে মানব পাচার কমে যাবে।
৬) স্বর্ণ চোরাচালান কমে যাবে।
৭) ইয়াবা, ফেনসিডিলের আগমন কমে যাবে।
৮) চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে,
৯) দেশের পযর্টন শিল্পের উন্নতি ঘটবে,
১০) দেশের সামরিক শক্তির উন্নতি ঘটবে,
১১) দেশে ফ্যাসিস্ট এবং ভারত প্রেমিকের সংখ্যা কমে যাবে,
১২) জনগনের মধ্যে ঐক্য আরো দৃঢ় হবে,
১৩) আলু পিয়াজসহ সকল ভারত নির্ভর আমদানী পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সুযোগ তৈরি হবে,
১৪) বিকল্প আমাদানীর পথ প্রশস্ত হবে, এতে এক দেশের প্রতি অতি নির্ভরশীলতা হ্রাস পাবে।
বিঃদ্রঃ নিজের পায়ে দাড়াতে শিখুন, ভারতের গোলামী ছাড়ুন

06/12/2024

যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখন বুঝে নেবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি"— শের-ই বাংলা এ কে ফজলুল

10/09/2024

আবু হুরায়রা (রা:) বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ (স:) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে, অন্যথায় চুপ থাকে।’ (মুসলিম, আবু দাউদ)

23/08/2024
হে মহান আল্লাহ, আপনি আমাদের কে প্রাকৃতিক এই দূর্যোগ থেকে রক্ষা করুন এবং বন্যার পানি কে রহমত হিসেবে পরিবর্তন করে দেন। আমি...
22/08/2024

হে মহান আল্লাহ, আপনি আমাদের কে প্রাকৃতিক এই দূর্যোগ থেকে রক্ষা করুন এবং বন্যার পানি কে রহমত হিসেবে পরিবর্তন করে দেন। আমিন

শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পরিবর্তন। আলহামদুলিল্লাহ
21/08/2024

শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পরিবর্তন। আলহামদুলিল্লাহ

যেকোন ধরনের নেশা করা হারাম, এ সম্পর্কে রাসূল(সঃ) এর বানী।
16/08/2024

যেকোন ধরনের নেশা করা হারাম, এ সম্পর্কে রাসূল(সঃ) এর বানী।

With অভিমান 20 – I just got recognised as one of their top fans! 🎉
16/08/2024

With অভিমান 20 – I just got recognised as one of their top fans! 🎉

অন্যের ধন সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি জাহান্নামী হবে এ সম্পর্কে রাসূল(সঃ) এর বানী।
15/08/2024

অন্যের ধন সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি জাহান্নামী হবে এ সম্পর্কে রাসূল(সঃ) এর বানী।

ঘুমানোর সুন্নাহ পদ্ধতি সম্পর্কে হাদিস
14/08/2024

ঘুমানোর সুন্নাহ পদ্ধতি সম্পর্কে হাদিস

12/08/2024

Active✅ আছি ✅✅
দ্রুতো ফলো দিন
রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি
💯 Follow Back to Back🔥 🔥✅ 💯✅

আমাদের সকলে উচিত ঋণ হতে পানাহ চাওয়া।এ সম্পর্কে হাদিসে ইরশাদ রয়েছে।
12/08/2024

আমাদের সকলে উচিত ঋণ হতে পানাহ চাওয়া।
এ সম্পর্কে হাদিসে ইরশাদ রয়েছে।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীন ইসলাম শান্তির ধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share