04/11/2025
পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে, সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আরআই এসব রেডিওলোজী সার্ভিসের সিরয়াল অনলাইনে শুরু হয়েছে, ঝামেলা এড়াতে অনলাইনে এসব পরীক্ষার সিরিয়াল নিতে পারেন, নীচে দুটি লিংক দিয়ে রাখলাম।
পোস্টটি সবাই শেয়ার করে রাখুন
বিএমইউ হাসপাতালে সকালের আউটডোর টিকেট Online বুকিং লিংক-
https://appointment.bmu.ac.bd/ticketing/f/opd_appointment
রেডিওলজি সেবা ( X-Ray, MRI, CT Scan, Ultrasound (USG), Contrast X-Ray) এর Online সিরিয়াল লিংকঃ
https://appointment.bmu.ac.bd/radiology_ticketing/f/fc_appointment
এর বাইরে সরকারি আরো একটি প্রতিষ্ঠান আছে যেখানে সাশ্রয়ী মুল্যে প্রায় সকল পরীক্ষা করা হয়, "ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটারী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার" এটি আগারগাঁও এ অবস্হিত (শেরে-বাংলা নগর থানার ঠিক পাশেই)। এখানে সুবিধা হল, যে কোন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েই আপনি পরীক্ষা করাতে পারবেন এবং রিপোর্ট অনলাইনে পেয়ে যাবেন।
গুগলে NILMRC লিখে সার্চ দিলেও ল্যাবরেটারী মেডিসিন ইন্সটিটিউট এর ঠিকানা পেয়ে যাবেন।
ডাঃ মোস্তাক আহমেদ কাজল
গবেষক ও চিকিৎসক
লিভার বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, (পিজি হাসপাতাল) ঢাকা।
শাহবাগ, ঢাকা।
নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।