11/08/2025
যখন রুমের জন্য কোনো কালার চয়েস না হয় তখন সাদা রং টা বেছে নিবেন।✨
১. সাদা রং এ জায়গা বড় মনে হয়।
সাদা রঙ আলো বেশি রিফ্লেক্ট করে, তাই ছোট ঘরও অনেক প্রশস্ত ও খোলামেলা লাগে।
২. পরিষ্কার ও ফ্রেশ লুক দেয়
সাদা রুম সবসময় পরিপাটি, পরিচ্ছন্ন ও মিনিমাল লুক দেয়।
৩. আলো বাড়ায়
প্রাকৃতিক বা কৃত্রিম আলো সাদা দেয়ালে ভালোভাবে প্রতিফলিত হয়, ফলে রুম উজ্জ্বল লাগে।
৪. যেকোনো ডেকরের সাথে মানিয়ে যায়
সাদা হচ্ছে neutral রঙ, তাই যেকোনো ফার্নিচার, কার্পেট, পর্দা বা অ্যাকসেন্ট কালারের সাথে মানিয়ে যায়।
৫. মন শান্ত রাখে
সাদা রঙ মানসিকভাবে হালকা, শান্ত ও রিল্যাক্সিং ফিল দেয় — বিশেষ করে বেডরুম ও স্টাডি রুমে।
৬. দীর্ঘমেয়াদে ক্লাসিক লুক
ট্রেন্ড বদলালেও সাদা রঙের সৌন্দর্য পুরনো হয় না।
৭. ফটোজেনিক
সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি তুললে প্রোডাক্ট, ডেকোরেশন বা পোশাকের রঙ আরও উজ্জ্বল ও সুন্দর দেখা যায়।
আর এত বেশি স্নিগ্ধ আর শান্তি মিলবে রুমে একটা অন্যরকম ফিল হবে।
৮.হরমোনাল স্ট্রেস কমাতে সাহায্য করে। ডিপ্রেশন কমায়।
কিন্তু আমার রুমটার কালার আমার পছন্দ না মনে হয় এটা যদি সাদা হতো দেখতে কত বেশি সুন্দর লাগতো।
কি আর করার ভাড়ার বাসা এভাবে থাকতে হবে। যেদিন আমি একটা বাড়ি করবো বাড়িটা সাদা রং করবো। 🫢😁