সত্যের সন্ধানে Bangla waz

সত্যের সন্ধানে Bangla waz কুরআন সুন্নাহর সঠিক ওয়াজ জাতির নিকট ত?

07/09/2025

#ইন্নালিল্লাহ্!
গা টা শিউরে উঠলো ভিডিও টা দেখে।

হায় আফসোস!
আমরা কোন দেশে বাস করতেছি ভাবতেও লজ্জা লাগে।
গত রাতে বগুড়া দত্তবাড়িতে শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানাজারকে গলা কেটে নয় ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
সিসিে টিভির ফুটেজ ----

05/09/2025

রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাটের কুখ্যাত ভন্ড পীর নুরাল পাগলার কফিনে ভরা লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা আলহামদুলিল্লাহ!

তার উপর এই ক্ষোভের এর কারন গুলো হলো...

* নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদী দাবী করতো।
* নিজেকে মসীহ (ইসা আলাইহি ওয়াসাল্লাম) দাবী করতো।
* ভক্তদের থেকে সিজদা নিতো।
* নিজ বাড়িতে কাবা ঘরের আদলে মাজার বানিয়েছিলো।
* নুরাল পাগলার ছেলে নুরতাজ খিস্টান ধর্মের আদলে নতুন এক ধর্ম বানিয়ে প্রচার করতো।
* নুরতাজও নিজেকে ইসা মসীহ দাবী করে।
* নুরতাজ মেয়েদেরকে টোপে ফেলে ভোগ করে।
* ফরিদপুরের আমেনা আক্তার আইভী নামের এক কিশোরী মেয়েকে ভক্ত বানিয়ে তাকে তার মা বাবার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে নিজের কাছে রেখে ভোগ করছে।

ভন্ড নুরাল পাগল এর শরিয়ত বিরোধী কার্যকলাপগুলোর মধ্যে অন্যতম প্রধানগুলো হলো...

১। ভন্ড নুরাল পাগল নিজেকে ইমাম মাহদী দাবি করতেন।
২। সে তার জীবদ্দশায় তার ভক্তদের কাছে মহাগ্রন্থ আল কোরআনকে বলতো ভুজপাতা অর্থাৎ মুল্যহীন।
৩। তার ছেলে নুরতাজ খিষ্ঠান ধর্মের অনুসারী এবং সে মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে।
৪। সে মৃত্যুর পূর্বে তার কবরকে কা'বার আদলে নির্মাণ করেছে এবং মৃত্যু পর তার কবরকে তাওয়াফ করার অসিয়ত করে গেছে, যার ফলে তার মৃত্যুর পরের শুক্রবার তার কবরকে কেবলা করে জুমার নামাজ আদায় করে তার ভক্তরা।
৫। তার ভক্তরা মৃত্যুবরন করলে তাদেরকে ৬ তকবীর এর সহিত জানাযা দেয়া হয়।
৬। সে তার নামে নিজস্ব কালেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদী রসুল্লাহ।
৭। ভন্ড নুরাল পাগল এর দাফনের সময় তার মাথা দক্ষিণ এবং পা উত্তর মুখি করে রাখা হয়েছে।
(নাউজুবিল্লাহ)

এখন আপনি ভাবুন!

04/09/2025

প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষক নিয়োগ করা জাতির সাথে প্রতারণা, দীনের সাথে বেঈমানী আর সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত।

অত্যান্ত দুঃখজনক।আল্লাহ হেফাজত ও রহম করুন। আমিন
29/08/2025

অত্যান্ত দুঃখজনক।
আল্লাহ হেফাজত ও রহম করুন।
আমিন

29/08/2025

#বাংলাদেশের তথাকথিত #সুদর্শন পুরুষ
সে কিনা নামাযই পড়তে জানেন না। বাবার জানাযায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে।

দুনিয়ায় এই অর্জন দিয়ে কি লাভ,,এমন সন্তান কি পিতা-মাতার জন্য অভিশাপ নয় কি!!

24/08/2025

লালবাতি জ্বলাকালিন নামাজ পড়া নিষেধ।
জবাব দিলেন
শায়েখ তারেক মনোয়ার

15/08/2025

কেউ হাহাহা রিয়েক্ট দিবেন না🤣🤣🤣🤣🤣

#মহিলাটা
মনে হচ্ছে, ভালো ফ্যামিলির মানুষ। না হলে এরকম একজন নির্লজ্জ ব্যাহায়া পুরুষের সাথে সংসার করে!পুরুষ লোকটার চাইতে, মহিলার বিবেক বুদ্ধি অনেক ভালো।

14/08/2025
11/08/2025

শিক্ষাব্যবস্থায়, কারিকুলামে, টেক্সট বুকে জাহেলি শিরক, বিদআত ঢুকিয়েছে | শাইখ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

09/08/2025

অসাধারণ লেগেছে কথাগুলো।

Shout out to my newest followers! Excited to have you onboard! Exceptional Aminul Islam, Jubayer Ahamed Bayezid, Mubassi...
09/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Exceptional Aminul Islam, Jubayer Ahamed Bayezid, Mubassir Akram, Nasir Uddin, সামসুল ইসলাম সালাফি সালফি, মোঃ সুলতান হোসেন, Shamsul Alam, MD Rubel

Address

কালিয়াকৈর
Tangail

Telephone

+8801869909620

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে Bangla waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category