Muntaha Jannat Minha

Muntaha Jannat Minha � ভ্রমন বিলাসী �

04/07/2024

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার।
প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন।

আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন।

টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ!
আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ।

প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন।

বিয়ে তা নয়!
বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস!
বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ।
ক্লান্ত ঘর্মাক্ত শার্ট। একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। বিয়ে মানেই হাজার নোংরা জিনিস!

কোথায় যেন পড়েছিলাম-
পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে।
এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে।

এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।বিয়ে করার আগে, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও,
একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।
© Srabonty Dey...

To my first born… It was you that made me a mother. It was you that saved me. It was you that gave me the confidence to ...
04/07/2024

To my first born… It was you that made me a mother. It was you that saved me. It was you that gave me the confidence to do things I never thought I would be able to do. You will always be my baby. You will always be my best friend. You have a special place in my heart forever ❤️

29/06/2024

'ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’❤️

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন...
19/06/2024

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার হলো তার বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক।

সন্তানকে যত দামী কিছুই দিন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। সারাজীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিলো....

সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা।

আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো... দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি।

আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি, সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে আমরা সন্তানঅন্ত প্রাণ!!

বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায়, তার চেয়ে বেশি চায় বাবা-মাকে সুখী দেখতে।

একটা সম্পর্ককে মজবুত করতে কমপক্ষে তিনটি বিষয় ভীষন জরুরি।

১. friendship & understanding

২. passion

৩. commitment

যে সম্পর্কে উপরের দুটো থাকেনা অর্থাৎ শুধু কমিটমেন্টের জন্য দুটো সম্পর্ক টিকে থাকে, সেই সম্পর্ককে বলে empty love.

আমাদের বেশির ভাগ দাম্পত্যই এক সঙ্গে পথ চলতে চলতে ভালোবাসা শূন্য হয়ে পড়ে।

যেখানে ভালোবাসা নেই, সেখানে আমরা সন্তানকে সব শিক্ষা দিতে পারছি কিন্তু ভালোবাসতে শেখাতে পারছি না।

যে কোন সম্পর্কে বোঝাপড়া এবং বন্ধুত্বটা ভীষনই জরুরি।

(কপি)

এক সময় পুরো বাজারটা সে একাই নিয়ন্ত্রণ করতো। তার হুঙ্কারে বাজারের ত্রিসীমানায় বহিরাগতরা আসতে পারতো না। তার নিয়মের বাহিরে...
14/05/2024

এক সময়
পুরো বাজারটা সে একাই নিয়ন্ত্রণ করতো।

তার হুঙ্কারে বাজারের ত্রিসীমানায় বহিরাগতরা আসতে পারতো না।

তার নিয়মের বাহিরে কেউ চলতে পারতো না ।
কিন্তু আজ তার কোনো শক্তিই কাজে আসছেনা,
কারন সে নিজেকেই আজ নিয়ন্ত্রণ করতে পারছে না।

তাই শক্তিকে ভালো কাজে লাগাতে হবে,
শক্তি আছে বলেই আরেক জনের দেয়াল ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মোটেই ভালো কাজ নয়।

দুনিয়ায় অনেক শক্তিশালী লোক ছিল
তাদের পতন হয়েছে শক্তিকে অবৈধ পথে প্রয়োগ করার কারণে,

মনে রাখবেন অবৈধ পথে হাটছেন পতন আপনারই হবে,
শুধু অপেক্ষা করুন সময় আপনাকে ছাড় দিবেনা।

একটা নিরব সম্পর্ক.... একটা নিরব অনুভূতি, যার নাই কোনো ভাষা,আর না আছে প্রকাশ করিবার মতো  প্রবল সাহসকিন্তু ইহা সব সম্পর্কে...
14/05/2024

একটা নিরব সম্পর্ক....
একটা নিরব অনুভূতি, যার নাই কোনো ভাষা,
আর না আছে প্রকাশ করিবার মতো প্রবল সাহস
কিন্তু ইহা সব সম্পর্কের উর্ধে 🤍
মনে সবসময় নিরবতার একটা জায়গা যেমন থাকে,এটা মনে হয় আজীবনই থেকে যায়
যদি কেউ বলেও এই সম্পর্কের কোনো দাম নাই তাহলে বলবো,এই সম্পর্কের মতো দামি কিছু আর দুনিয়াতেই নাই।
একজন মেয়েই জানে এই অনুভূতি,
জানে প্রকাশ না করা রিদয়ের প্রতিটা বাক্যের আর্তনাদ, হাহাকার এ প্রজ্জ্বলিত হওয়া আগনেয়গিরি কিভাবে মনকে ভর করে রেখে দেয় সেটা আলাদা করে না বুঝালেও চলে।
যখন দেখবেন সম্পর্কের মধ্যে ছোট থেকেই একটা দুরত্ব আছে, তার মানে এই না যে সেখানে ভালোবাসা নাই! আমি বলি কি!সেখানেই দুনিয়ার সমস্ত ভালোবাসা লুকাইয়া আছে।যে সম্পর্ক ব্যাক্ত করা যায়না সেই সম্পর্কের মতো মজবুত সম্পর্ক দুনিয়ায় দুইটা নাই।
একজন মেয়ের সব থেকে বড় নির্ভরতা তার বাবা,
একজন মেয়ের প্রথম ভালোবাসা তার বাবা
একজন মেয়ের জীবনে সবচেয়ে বিশ্বাসযোগ্য পুরুষ তার বাবা
একজন মেয়ের জীবনে যতো যাই আসুক না কেনো,যতো মানুষ ই আসুকনা কেনো,যতো সম্পর্কই আসুক না কেনো, এই জায়গা অন্য কেউ নিতে পারেনা, আর তার তুলোনা একজন নারী কোনো ভাবেই অন্য কারোর সাথে করে না।
একজন মেয়ের জীবনে বাবার সাপোর্ট আর ভালোবাসা থাকলে সে দুনিয়া জয় করার ক্ষমতা রাখে।
আর যদি সেই সম্পর্কে টানাহেঁচড়ার শুরু হয় তাহলে মনে হয়না দুনিয়ার বাকি সম্পর্ক আগলে রাখার মনোভাব অবশিষ্ট থাকে।

ভালো থাকুক এই অব্যক্ত ভালোবাসা,
ভালো থাকুক প্রকাশ না করা কোটি অনুভুতি,
ভালো থাকুক নারী রিদয়ের এক মাত্র সুপার হিরো, নারীর সকল স্বপ্ন পূরণ এর এক মাত্র বন্ধু,
নারী রিদয়ের একমাত্র স্বার্থহীন, সকল চাহিদা পূরণের রাজকোষ ভান্ডার, "বাবা"

01/05/2024

"মানব জাতি অপেক্ষা পছন্দ করে না। তবু তাকে অপেক্ষা করতে হয়। ভালবাসার জন্য অপেক্ষা, ঘৃনার জন্য অপেক্ষা, মৃত্যুর জন্য অপেক্ষা, আবার মুক্তির জন্য অপেক্ষা।"

-হুমায়ূন আহমেদ".


Follow the page☝️

30/04/2024

আমি হাসতে ভালোবাসি!
হেসে হেসেই কারো বলা কটূ কথাও উড়িয়ে দিতে পারি। আমি বেশ সহজ ভাবে চলি! আর সহজ ভাবেই আমার চারদিকটাকে নিজের মধ্যে ধারণ করে ফেলি। কে কতটা পছন্দ করলো, কে কতটা অপছন্দ করলো আমি বুঝি। আমি বুঝি আমার অগোচরে কে কতটা আমাকে ভালোবাসলো, আর কে ঘৃণা করলো।
এই যে সব কিছু বুঝেও চুপচাপ থাকি; এটা আমার কাছে দারুণ লাগে। কারণ এটা আমার অস্তিত্বকে আমার নিজের কাছে বেশ নিখুঁত ভাবে তুলে ধরে; যেটা আমাকে সামনে এগোতে সাহায্য করে, যেটা আমাকে ফিল করায়,“ your comparison is only you!”

26/04/2024

পাতিলের তলার সাথে বর্তমান চেহারা মিলাইয়া দেখলাম পাতিলের তলা বেশি সুন্দর।🙂

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল ...
25/04/2024

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......
শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না.......
তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না.......
ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানি টা থাকবে না। এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না....
কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে.......
কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে.....
এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।
মিস করবো, ভীষণ মিস করবো____

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে।
সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।

09/04/2024

কি সুন্দর আপনার সাথে চলতেছে, হাসতেছে, অথচ শুনবেন এরাই আপনার অগোচরে বদনাম করতেছে!🥀

Address

Tangail
Tangail
1976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntaha Jannat Minha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share