Govt.M.M ALI College and University Crush & Confession

Govt.M.M ALI College  and University Crush & Confession ১৯৫৭ সালে মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর হাত ধরে মাওলানা মোহাম্মদ আলী কলেজটির যাত্রা শুরু হয় ।

20/02/2025

উরা ধূরা 🥵

20/02/2025

নাগীন'রা সেজেছেছে আজ বসন্তের সাজে
বসন্ত বরণ ১৪৩১
📍কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল

 From:  কেউ একজন To : নাম জানা নেই।কি ভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছিনা। অনুভূতি প্রকাশে আমি একেবারেই অজ্ঞ। সবার মতো সৌ...
15/01/2025


From: কেউ একজন
To : নাম জানা নেই।
কি ভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছিনা। অনুভূতি প্রকাশে আমি একেবারেই অজ্ঞ।
সবার মতো সৌন্দর্য বর্ননা করবো?
নাহ তোমার সৌন্দর্যের সংজ্ঞা আমার জানা নেই, তোমার রুপের ব্যাখ্যা আমি দিতে পারবো না! ♥
কারন আমি তো কোনো রোমান্টিক কবি নই,
আমি তো সাধারন একজন মানুষ।

প্রেম ভালোবাসার ডেফিনেশনও আমি বুঝিনা। তোমাকে কতোটুকু ভালোবাসি তাও জানিনা।
তোমার ঔ মায়াবী চোখ আমার হৃদয়ে সৃষ্টি করে পবিত্র অনুভূতি।
তুমি যদি চাও তোমার হাতটি ধরে পাশাপাশি হেঁটে যেতে চাই বহুদূর।

সবশেষে,
একটা কথাই বলতে চাই তোমার ঐ চোখের মায়ায় পড়েছি

14/01/2025

পৌষের শীতে আলীয়ানদের স্টেজে আগুন 🔥

14/01/2025

এম এম আলী তে কি মেয়ের অভাব পরছিলো?

বেডি মানুষের বয়ফ্রেন্ডের মাথা খেতেই ভালোলাগে 🤦🏻
14/01/2025

বেডি মানুষের বয়ফ্রেন্ডের মাথা খেতেই ভালোলাগে 🤦🏻

14/01/2025

পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫
📌 সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ

14/01/2025
আসছে সাকরাইন উৎসব ১৪৩১ বঙ্গাব্দ!🪁🪅✨এবার ঢাকার বাইরে এ প্রথমবারের মতো টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী বিশ্ববিদ্যাল...
05/01/2025

আসছে সাকরাইন উৎসব ১৪৩১ বঙ্গাব্দ!🪁🪅✨

এবার ঢাকার বাইরে এ প্রথমবারের মতো টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয় কলেজে আসন্ন ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার উদযাপন হতে যাচ্ছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি ও বাংলা সাকরাইন উৎসব!

সাকরাইন উৎসব, মূলত বাঙালি মুসলমানদের পৌষসংক্রান্তি, ঘুড়ি উৎসব নামেও পরিচিত, বাংলাদেশে শীত মৌসুমের বাৎসরিক উদ্‌যাপন, ঘুড়ি উড়িয়ে পালন করা হয়। সংস্কৃত শব্দ 'সংক্রান্তি' ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ নিয়েছে। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে, পৌষ মাসের শেষদিন সারা ভারতবর্ষে সংক্রান্তি হিসাবে উদযাপিত হয়।

এবার উৎসব এ ঋদ্ধ সাংস্কৃতিক জোট থেকে রয়েছে ফ্যাশন শো,নাটক,আবৃত্তি এবং জমকালো আকর্ষণীয় ফ্ল্যাশমব।🔥

তাই এবার পুরো টাঙ্গাইলবাসী মেতেছে সাকরাইন উৎসবের এর আমেজে।🤍

আয়োজক: ঋদ্ধ (২৩_২৪) ব্যাচ
উৎসব স্থান: কেন্দ্রীয় এইচএসসি খেলার মাঠ।
সরকারি মাওলানা মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয় কলেজ, টাঙ্গাইল।

আপনারা ইতোমধ্যেই অবগত যে আসছে আগামী ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার সরকারি মাওলানা মোহাম্মদ আলী বিশ্...
25/12/2024

আপনারা ইতোমধ্যেই অবগত যে আসছে আগামী ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার সরকারি মাওলানা মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয় কলেজে এ পৌষ সংক্রান্তি,পিঠা ও বাংলা সাকরাইন উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেই উপলক্ষে এ এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ঋদ্ধ ২৩_২৪ সাংস্কৃতিক জোট।

তাই যারা যারা সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করতে প্রস্তুত তারা দয়া করে ইনবক্স করুন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ সমূহ:
১/ আবৃত্তি
২/ নাটক
৩/ ফ্যাশন শো
৪/ একক নাচ
৫/ দলগত নাচ/ ফ্ল্যাশ মব।🔥

আগামীকাল এরপর আর কাউকে যুক্ত করা হবে না।
সবাইকে সাকরাইন উৎসব এ আমন্ত্রণ।🤍

আগামী ১৪ ই জানুয়ারি (৩০ পৌষ) সরকারি মাওলানা মোহাম্মদ এম এম আলী কলেজ প্রাঙ্গনে পৌষ সংক্রান্তি পিঠা উৎসব ১৪৩১ এবং সাংস্কৃ...
22/12/2024

আগামী ১৪ ই জানুয়ারি (৩০ পৌষ) সরকারি মাওলানা মোহাম্মদ এম এম আলী কলেজ প্রাঙ্গনে পৌষ সংক্রান্তি পিঠা উৎসব ১৪৩১ এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Address

Kagmari
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt.M.M ALI College and University Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category