Madhupur Multimedia

Madhupur Multimedia আমরা মধুপুর বাসি সবাই সবার পাশে থাকতে চাই

04/08/2025

☹💔🥀বিদ্যা অর্জন সহজ,কিন্তু শিক্ষা অর্জন কঠিন।বিদ্যা থাকে সনদকেআর শিক্ষা থাকে আচরণে। ☹💔🥀

03/08/2025

যদি হারানো কিছু ফিরে
পাওয়ার সুযোগ থাকতো
তাহলে কি চাইতেন???

টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলে ও, বিনয়ী হওয়া কখনো শিখাতে পারবেন না।জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন আর না দ...
01/08/2025

টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলে ও, বিনয়ী হওয়া কখনো শিখাতে পারবেন না।জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন আর না দেন, অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা টা দিয়েন –
এটা তার জন্য জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা।"

মাথা নিচু রাখতে শিখাবেন। ‌

অন্যদের সম্মান করতে শেখাবেন।

ভিন্নমতকে সহ্য করতে শেখাবেন।‌

সাফল্য পেলে বা টাকা পয়সার মালিক হলে সে যেন অন্ধ না হয়ে যায়।

এই সমাজে আমরা এমন মানুষ তৈরি করছি,
যাদের হাতে দামি মোবাইল আছে… কিন্তু মুখে ভদ্রতা নেই।
যাদের পায়ে ব্র্যান্ডেড জুতা আছে… কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই।

আপনার সন্তান যদি শিক্ষক, গৃহকর্মী, রিকশাওয়ালা, কিংবা অফিসের চৌকিদার – কাউকে সম্মান করতে না শেখে,
তাহলে আপনি তাকে মানুষ নয়, একটা ‘অহঙ্কারী রোবট’ বানিয়ে দিচ্ছেন।

অনেক বাবা-মা সন্তানের অশ্রদ্ধা দেখে হাসেন,
বলে, “আমার ছেলেটা একটু স্মার্ট, জবাব দিতে জানে…”
না, আপনি ভুল বুঝছেন। এটা স্মার্টনেস না, এটা ‘অভদ্রতা’।

আপনি সন্তানকে গাড়ি দিতে পারেন, বাড়ি দিতে পারেন, টাকা দিতে পারেন –
কিন্তু বিনয়, সহানুভূতি, আর আদব – এই জিনিসগুলো তাকে হাতে ধরে শেখাতে হয়।
এই শিক্ষাটা আপনি যদি না দেন,
তাহলে একদিন সমাজ তার দামি জামা-কাপড় দেখে না, তার ব্যাবহার দেখে মুখ ঘুরিয়ে নেবে।

সন্তানকে মানুষ বানান। শুধু সফল না, বিনয়ী মানুষ।

কারণ সফল মানুষকে মানুষ একবার দেখে,
আর বিনয়ী মানুষকে বারবার মনে রাখে।

আপনি যদি সন্তানকে ধার্মিকও বানাতে চান সবার আগে তাকে বিনয়ী হতে শিখান।

নামাজ রোজা পরে শিখাবেন, আগে বিনয়ী বানাবেন সন্তানকে এটা খুবই জরুরি।

সমাজে এখনকার সময়ে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং নৈতিক শিক্ষা প্রত্যেক এর মধ্যে গড়ে তুলার মাধ্যমে ই ভালো কিছু করা সম্ভব।
©️


01/08/2025

আহ নারী! অভিনয়ে তরাই সেরা

এই বাচ্চা টা কালকে রাত ৩ টায় আমাদের ছেড়ে চলে গেছে🥺😭ওর ভিডিও টা দেখে আমার এতো বেশি কষ্ট হচ্ছিলো।এই পুড়ে যাওয়া অবস্থা ...
22/07/2025

এই বাচ্চা টা কালকে রাত ৩ টায় আমাদের ছেড়ে চলে গেছে🥺😭
ওর ভিডিও টা দেখে আমার এতো বেশি কষ্ট হচ্ছিলো।এই পুড়ে যাওয়া অবস্থা নিয়ে ও একা দৌড়াচ্ছিলো🥺আশে পাশের সবাই ওর ভিডিও করতেছিলো😭কেন ভাই😭আপনারা এতো নিষ্ঠুর কেমনে🙏🏻😭
তার এই অবস্থা দেখে তাঁকে দেখে কেমনে শান্ত ছিলেন??কেমনে ভিডিও করতেছিলেন???
কেমনে😭

Address

Tangail
1996

Telephone

+8801881260226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhupur Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madhupur Multimedia:

Share

Category