27/08/2025
কেয়ামতের দিনে ৮টি জিনিস বা ব্যক্তি সাক্ষী দেবে—পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে ইশারা পাওয়া যায়। নিচে সম্ভাব্য ৮ সাক্ষীর তালিকা দেওয়া হলো:
1. *আল্লাহর কিতাব (কুরআন)* – মানুষ কীভাবে আমল করেছে, সে বিষয়ে সাক্ষ্য দেবে।
2. *নবীগণ* – প্রত্যেক জাতির কাছে তারা দাওয়াত পৌঁছেছেন কি না, সে বিষয়ে।
3. *ফিরিশতাগণ* – প্রতিটি মানুষের আমল লিখে রাখেন এবং সেগুলো উপস্থাপন করবেন।
4. *মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ* – হাত, পা, চোখ, কান ইত্যাদি যা সে দুনিয়ায় করেছে, তা নিজেই বলবে।
5. *সময় (দিন/রাত্রি)* – কোন সময়ে কী আমল হয়েছে, তাও সাক্ষ্য দেবে।
6. *জমিন / মাটি* – যে জায়গায় কেউ ভালো বা খারাপ কাজ করেছে, তা সে মাটি জানবে।
7. *রসুল (স.)* – তিনি উম্মতের উপর সাক্ষ্য দেবেন যে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন।
8. *মানব আত্মা বা নফস* – নিজের কর্ম নিজেই সাক্ষ্য দেবে।