16/03/2024
প্রতিবারের মতো এবারও Bindubasini Family - বিন্দুবাসিনী পরিবার থেকে “বিন্দুবাসিনী পরিবার ঈদ উপহার” এর আয়োজন করা হচ্ছে।
আপনাদের ডোনেশন এই রমজানের ঈদে একটি পরিবারে হাসি এনে দিতে পারে। তাই ডোনেট করতে ভুলবেন না!
ডোনেশন বিকাশ/নগদ/ রকেটে এ পাঠাতে হবে। বিকাশ রকেট নগদে যারা এভেইলেবল আছে।
নাসিবুর জীমান - 01717649869 বিকাশ, নগদ, রকেট
OLee Ahmed - 01627080786- bkash, নগদ
A. Dipta - 01628406084- bkash Nagad
Shahriar Rahman Bayzid - 01521509086- নগদ
আশা করি সকলের সহযোগিতায় এবারো আমরা এই মানুষ গুলোর মুখে কিছুটা সময়ের জন্য হাসি ফোটাতে পারব, ইনশাআল্লাহ। আল্লাহ সকলের সৎ উদ্দেশ্য সফল করুক।
বিন্দুবাসিনী পরিবার, ঈদ উপহার!
এক এক করে গত চার বছর ধরে আমরা ( Bindubasini Family - বিন্দুবাসিনী পরিবার )রোজায় এই ঈদ উপহারের আয়োজন করে আসছি, আলহামদুলিল্লাহ।
এবারো আমরা বিন্দুবাসিনী ফ্যামিলি গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিতে চাই আমাদের আশে পাশের সেই সকল সুবিধাবঞ্চিত মানুষদের কাছে। ঈদের সময় এই উপহার টা হয়তো তাদের কিছুটা প্রয়োজন মিটাবে। উল্লেক্ষ্য গতবার আমরা ১৩০ টি পরিবারে এই উপহার পৌঁছে দিতে পেরেছিলাম, এবার না হয় সেই সংখ্যাটা ১০০ থেকে ১০০০ হোক!
আমাদের এই ইচ্ছা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু ফান্ডিং এর দরকার হয়।
এবারো আমরা ফান্ড কালেকশন করব হবে ব্যাচ ভিত্তিক। যারা যারা এই লেখা পড়বে এবং এই কাজে আগ্রহী থাকবে তারা তাদের ব্যাচে কথা বলবে। যে যতটুক পারে হেল্প করবে।
এখন আপাতত দুইটা কাজ পাশাপাশি শুরু করতে হবে। যার যার অবস্থান থেকে যতটুকু পারি আর কি।
একঃ ব্যাচ ভিত্তিক ফান্ড কালেকশন
দুইঃ সত্যিকার অর্থেই যারা সাহায্য প্রার্থী তাদের লিস্ট/ এড্রেস কালেক্ট করা এবং কালেক্ট করে এই গ্রুপে অথবা আমাকে/ দীপ্তকে/বায়েজীদ/জীমান ভাই কে ইনবক্সে জানাতে পার।
আমরা আগামী কাল থেকে থেকে ২৫ রোজা পর্যন্ত এই ফান্ড কালেকশন করব। টাকা কালেকশনের ইজি উপায় বিকাশ/ নগদ। এভাবে টাকা কালেকশন করে ২৫-২৭ রোজার মধ্যে উপহার সামগ্রী কিনে লিস্ট অনুযায়ী আমরা বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিবো।
টাকা বিকাশ/নগদ/ রকেটে এ পাঠাতে হবে। বিকাশ রকেট নগদে যারা এভেইলেবল আছে।
নাসিবুর জীমান - 01717649869 বিকাশ, নগদ, রকেট
OLee Ahmed - 01627080786- bkash, নগদ
A. Dipta - 01628406084- bkash Nagad
Shahriar Rahman Bayzid - 01521509086- নগদ
আশা করি সকলের সহযোগিতায় এবারো আমরা এই মানুষ গুলোর মুখে কিছুটা সময়ের জন্য হাসি ফোটাতে পারব, ইনশাআল্লাহ। আল্লাহ সকলের সৎ উদ্দেশ্য সফল করুক।