বিন্দুবাসিনীয়ান

বিন্দুবাসিনীয়ান This page is created for the students of Bindubasini Govt. Boys'/Girls' High School, Tangail.

একটি বৃষ্টিস্নাত দিনে...📸 Timam SiddiqueBatch 22 | DayDevice: Realme GT Master EditionSend your clicks here (306) 910-64...
12/10/2024

একটি বৃষ্টিস্নাত দিনে...

📸 Timam Siddique
Batch 22 | Day
Device: Realme GT Master Edition

Send your clicks here (306) 910-6482

Here We Are💥 Get ready
02/08/2024

Here We Are💥 Get ready

৭১' এর আগে হোক বা পরে,বিন্দুবাসিনী অন্যায়ের প্রতিবাদের ব্যাপারে সবসময় সোচ্চার।

'বিন্দুবাসিনী' ব্যক্তি,দল,রাজনীতির উপরে বাস করে বলেই বিন্দুবাসিনীর প্রত্যেকটা সদস্য বিশ্বাস করে। বৃহত্তর নিরাপত্তার কথা মাথায় রেখে আজ শুক্রবার কোন কর্মসূচী রাখা হয়নি! বিষয়টা স্পষ্ট এবং সাবলীল।

০৩/০৮/২০২৪,রোজ শনিবার,সকাল ১০ টায় গণহত্যার প্রতিবাদে বিন্দুবাসিনীর প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান এবং শহীদদের স্মরণে সমাবেশ কর্মসূচী ঘোষণা করছে। আবার বলছি,শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী!!!

বিন্দুবাসিনীর সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের আমরা একসাথে দেখতে চাই,দেশের এই ক্রান্তিলগ্নে!

নির্দেশনা:

১. সরকারি/বেসরকারি কোন স্থাপনায় হাত দেয়া যাবে না।

২.আমাদের দাবি স্পষ্ট,জুলাইয়ের গণহত্যার জবাব সহ ৯ দফা দাবি। এর বাইরে কোন অশ্লীল স্লোগান কিংবা প্লেকার্ড গ্রহণযোগ্য নয়।

৩. রাজনৈতিক কোন উদ্দেশ্য নিয়ে দয়া করে এখানে কাওকে না আসার অনুরোধ রইলো।

৪. পুলিশ ভাইরা শান্তিপূর্ণ অবস্থাতেই থাকবেন। আমাদের থেকে যেন এমন আচরণ না আসে যাতে আমাদের নিজেদের হয়রানি হতে হয়।

বি:দ্র: প্রতিবাদ সমাবেশ সবার জন্য উন্মুক্ত কিন্তু উপরের নির্দেশনা মেনে প্রতিবাদের আহবান জানানো হচ্ছে।

উদ্যোগে-

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

(প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী)

প্রতিবারের মতো এবারও Bindubasini Family - বিন্দুবাসিনী পরিবার থেকে “বিন্দুবাসিনী পরিবার ঈদ উপহার” এর আয়োজন করা হচ্ছে।আপ...
16/03/2024

প্রতিবারের মতো এবারও Bindubasini Family - বিন্দুবাসিনী পরিবার থেকে “বিন্দুবাসিনী পরিবার ঈদ উপহার” এর আয়োজন করা হচ্ছে।

আপনাদের ডোনেশন এই রমজানের ঈদে একটি পরিবারে হাসি এনে দিতে পারে। তাই ডোনেট করতে ভুলবেন না!

ডোনেশন বিকাশ/নগদ/ রকেটে এ পাঠাতে হবে। বিকাশ রকেট নগদে যারা এভেইলেবল আছে।

নাসিবুর জীমান - 01717649869 বিকাশ, নগদ, রকেট
OLee Ahmed - 01627080786- bkash, নগদ
A. Dipta - 01628406084- bkash Nagad
Shahriar Rahman Bayzid - 01521509086- নগদ

আশা করি সকলের সহযোগিতায় এবারো আমরা এই মানুষ গুলোর মুখে কিছুটা সময়ের জন্য হাসি ফোটাতে পারব, ইনশাআল্লাহ। আল্লাহ সকলের সৎ উদ্দেশ্য সফল করুক।

বিন্দুবাসিনী পরিবার, ঈদ উপহার!

এক এক করে গত চার বছর ধরে আমরা ( Bindubasini Family - বিন্দুবাসিনী পরিবার )রোজায় এই ঈদ উপহারের আয়োজন করে আসছি, আলহামদুলিল্লাহ।

এবারো আমরা বিন্দুবাসিনী ফ্যামিলি গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিতে চাই আমাদের আশে পাশের সেই সকল সুবিধাবঞ্চিত মানুষদের কাছে। ঈদের সময় এই উপহার টা হয়তো তাদের কিছুটা প্রয়োজন মিটাবে। উল্লেক্ষ্য গতবার আমরা ১৩০ টি পরিবারে এই উপহার পৌঁছে দিতে পেরেছিলাম, এবার না হয় সেই সংখ্যাটা ১০০ থেকে ১০০০ হোক!

আমাদের এই ইচ্ছা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু ফান্ডিং এর দরকার হয়।
এবারো আমরা ফান্ড কালেকশন করব হবে ব্যাচ ভিত্তিক। যারা যারা এই লেখা পড়বে এবং এই কাজে আগ্রহী থাকবে তারা তাদের ব্যাচে কথা বলবে। যে যতটুক পারে হেল্প করবে।

এখন আপাতত দুইটা কাজ পাশাপাশি শুরু করতে হবে। যার যার অবস্থান থেকে যতটুকু পারি আর কি।
একঃ ব্যাচ ভিত্তিক ফান্ড কালেকশন
দুইঃ সত্যিকার অর্থেই যারা সাহায্য প্রার্থী তাদের লিস্ট/ এড্রেস কালেক্ট করা এবং কালেক্ট করে এই গ্রুপে অথবা আমাকে/ দীপ্তকে/বায়েজীদ/জীমান ভাই কে ইনবক্সে জানাতে পার।

আমরা আগামী কাল থেকে থেকে ২৫ রোজা পর্যন্ত এই ফান্ড কালেকশন করব। টাকা কালেকশনের ইজি উপায় বিকাশ/ নগদ। এভাবে টাকা কালেকশন করে ২৫-২৭ রোজার মধ্যে উপহার সামগ্রী কিনে লিস্ট অনুযায়ী আমরা বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিবো।

টাকা বিকাশ/নগদ/ রকেটে এ পাঠাতে হবে। বিকাশ রকেট নগদে যারা এভেইলেবল আছে।

নাসিবুর জীমান - 01717649869 বিকাশ, নগদ, রকেট
OLee Ahmed - 01627080786- bkash, নগদ
A. Dipta - 01628406084- bkash Nagad
Shahriar Rahman Bayzid - 01521509086- নগদ

আশা করি সকলের সহযোগিতায় এবারো আমরা এই মানুষ গুলোর মুখে কিছুটা সময়ের জন্য হাসি ফোটাতে পারব, ইনশাআল্লাহ। আল্লাহ সকলের সৎ উদ্দেশ্য সফল করুক।

আর পাবো না....‎ ‎ ‎ ‎ মোঃ জিহাদ হাসান১০ম শ্রেণী | দিবা
29/01/2024

আর পাবো না....







মোঃ জিহাদ হাসান
১০ম শ্রেণী | দিবা

25/12/2023
নামে লাইটিং থাকলে আরো সুন্দর লাগতো😍💥🔥(ফোনের ব্রাইটনেস একদম বাড়িয়ে নিয়েন)
22/12/2023

নামে লাইটিং থাকলে আরো সুন্দর লাগতো😍💥🔥
(ফোনের ব্রাইটনেস একদম বাড়িয়ে নিয়েন)

বিন্দুবাসিনীয়ানদের প্রাণের আড্ডা!Sent by: ShoayeebBatch: 2023  Shift: MorningDevice: Redmi Note 12Send your clicks here:...
22/12/2023

বিন্দুবাসিনীয়ানদের প্রাণের আড্ডা!

Sent by: Shoayeeb
Batch: 2023 Shift: Morning
Device: Redmi Note 12

Send your clicks here: (306) 910-6482

বলেন দেখি ফুলটার নাম কি?Send your clicks here (306) 910-6482
15/12/2023

বলেন দেখি ফুলটার নাম কি?

Send your clicks here (306) 910-6482

বিড়াল 😺😻Sent by: ShoaibBatch: 20  Shift: MorningDevice: Samsung Galaxy M21Send your clicks here (306) 910-6482
12/12/2023

বিড়াল 😺😻

Sent by: Shoaib
Batch: 20 Shift: Morning
Device: Samsung Galaxy M21

Send your clicks here (306) 910-6482

Bindubasini Short Stories এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর/ভলেন্টিয়ার হতে চাইলে উক্ত ফর্মটি পূরণ করো।🟩 ফর্মটি পূরণ করতে পারবে ...
07/12/2023

Bindubasini Short Stories এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর/ভলেন্টিয়ার হতে চাইলে উক্ত ফর্মটি পূরণ করো।

🟩 ফর্মটি পূরণ করতে পারবে যারা:
স্কুলে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা। (এইবার যারা নতুন ভর্তি হবে তারা বাদে)

এইবার যেহেতু ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে তাই পূর্ববর্তী সকল ক্লাসকে পরবর্তী ক্লাস হিসেবে ধরা হয়েছে। (যেমন এসএসসি ২০২৫ ব্যাচ কে ক্লাস ১০ ধরা হয়েছে)

শেষ সময়: জানানো হবে পরে।

🔴 ফর্মটি পূরণ করার পূর্বে ফর্মে লেখা সকল কিছু পড়ে নিবে।
(ফর্মটি পূরণের জন্য তোমাকে তোমার email এ লগইন করতে হবে, তা না হলে ফর্মটি দেখাবে নাহ)

যেকোনো প্রয়োজনে পেজে বা আইডি তে ইনবক্স করতে পারো।

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

আজকে লটারির ফলাফলের পর সাজ বেলায় তোলা।‎ ‎ ‎ যদি ভর্তি পরীক্ষা হতো, তাহলে পরিবেশটা আরো আনন্দদায়ক হতো...
28/11/2023

আজকে লটারির ফলাফলের পর সাজ বেলায় তোলা।



যদি ভর্তি পরীক্ষা হতো, তাহলে পরিবেশটা আরো আনন্দদায়ক হতো...

এক সময় এই শৃঙ্খল থেকে বের হওয়াই ছিল এক অন্যতম উদ্দেশ্য, কিন্তু আজ মন চায় বার বার এই শৃঙ্খলে আবদ্ধ হতে!!Sent by: Hasan...
18/10/2023

এক সময় এই শৃঙ্খল থেকে বের হওয়াই ছিল এক অন্যতম উদ্দেশ্য, কিন্তু আজ মন চায় বার বার এই শৃঙ্খলে আবদ্ধ হতে!!

Sent by: Hasan
Batch: 2020 Shift: Morning
Device: Samsung Galaxy M21

Send your clicks here (306) 910-6482

Address

Kazi Nazrul Islam Sarani, Nirala More
Tangail
1900

Website

http://www.bindubashinigovboysschool.edu.bd/

Alerts

Be the first to know and let us send you an email when বিন্দুবাসিনীয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিন্দুবাসিনীয়ান:

Share

Category