Islamic kotha

Islamic kotha আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থন

14/10/2023

সূরা ফাতিহা
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহীম। মা-লিকি ইয়াওমিদ দ্বীন। ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তা'ঈন।ইহদিনাছ ছির-ত্বল মুস্তাক্বীম;ছির-ত্বল লাযীনা আন
'আমতা 'আলাইহিম, গইরিল মআগদূবি 'আলাইহিম ওয়া লাদ্ব দ্ব-ল্লীন।আমিন

অর্থ: আমার বান্দা আমার প্রশংসা করল। আমার বান্দা আমার গুনগান করল। বান্দা আমার মর্যাদা বর্ণনা করল। এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। এসব তো আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে।(মুসলিম-৩৯৫)

11/10/2023

ওয়া আলিহি লী ফী যুররিই ইয়াতী;ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।(আহক্বাফ ৪৬:১৫)
অর্থ: আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর, অবশ্যই আমি অনুশোচনাভরে আপনারই দিকে ফিরে আসছি আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত ।

11/10/2023

মানুষের ধন চুরি করা যায় কিন্তু মানুষের জ্ঞান চুরি করা যায় না। (চিরসত্যি কথা)

10/10/2023

তোমাদের প্রত্যেকের উচিত এক টুকরা খেজুর দিয়ে হলেও আগুন হতে আত্মরক্ষা করা, না পারলে উত্তম কথা দিয়ে হলেও। (বুখারী)

10/10/2023

রাসুল (সা:) বলেছেন: ইসলামের মূল ভিত্তি পাঁচটি: সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ (সা:) আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমাদানে রোজা রাখা। (বুখারী, মুসলিম)

09/10/2023

"আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে, যে নামেই ডাকো না কেন, সব সুন্দর নাম তাঁরই।"(বনি ইসরাইল-১১০)

09/10/2023

"আর আল্লাহর জন্যে রয়েছে সব উত্তম নাম। কাজেই সেসব নাম ধরেই তাঁকে ডাকো।"(আল আরাফ-১৮০)

08/10/2023

"যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে, তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।"
(সূরা আলে ইমরান-১৫৯)

08/10/2023

আল্ল হম্মা ইন্নি আসআলুকাল আফিয়াহ ।
অর্থ: হে আল্লাহ! তোমার কাছে আমি নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। হে আল্লাহ! আমি আপনার কাছে "আফিয়াহ" চাই।(তিরমিযি-৩৫১৪)
এর অনেক ফজিলত আছে।

05/10/2023

রাসূলুল্লাহ (সা:) বলেন:"বান্দা সিজদা অবস্থায় স্বীয় প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। অতএব তোমরা অধিক মাত্রায় দোয়া কর। (মুসলিম-৪৮২, আবু দাউদ-৮৭৫)

05/10/2023

রাসূলুল্লাহ (সা:) বলেন: ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত।(ইবনে মাজাহ, মিশকাত)

04/10/2023

"নিশ্চয় আল্লাহ লাজুক দয়াবান। যখন কোন মানুষ তার দিকে দুখানা হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান।"(তিরমিযী -৫/৫৫৬; ইবনে মাজাহ-২/১২৭১)

Address

Tangail

Telephone

+8801722435262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic kotha:

Share