Md Rakib Hasan

Md Rakib Hasan সময়ের সাথে যেখানে গোটা পৃথিবী বদলে যায়,
সেখানে মা"নু"ষ আর কী জিনিস!!💔😊

My Facebook id 👉https://www.facebook.com/profile.php?id=100036541057234
(9)

বাবা'রা হয়তো প্রায়ই মনে মনে বলেন; আমার সম্পদ আমার সন্তানরাই। একদিন পায়ের উপর পা তোলে বসে বসে আমার সন্তানের কামাইয়ে আরাম ...
16/07/2025

বাবা'রা হয়তো প্রায়ই মনে মনে বলেন; আমার সম্পদ আমার সন্তানরাই। একদিন পায়ের উপর পা তোলে বসে বসে আমার সন্তানের কামাইয়ে আরাম আয়েশে দিন কাটাবো এমন স্বপ্নও হয়তো অনেক বাবার।

সত্যি বলতে প্রতিটা সন্তানই এটা বুঝে। সব সন্তান অ`মা`নুষ হয়না। সন্তানদেরও স্বপ্ন থাকে একদিন নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। উঁচু গলায় বলবে বাবা অনেক হয়েছে এবার রেস্ট করো।

এদিকে প্রতিষ্ঠিত হওয়ার আগেই বাবা মা অসুস্থতায় বিছানায় পড়ে যাওয়ার যে ব্যাপার টা। সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরেও যখন বাবা মা কষ্টে দিন পার করে, তখন প্রতিটা সন্তান নিজেকে অভাগা অসহায় মনে করে।

খোদার কাছে অনুরোধ করি খোদা যেনো প্রতিটা বাবা-মা কে সুস্থ রাখেন।

Md Rakib Hasan 🥺
Md Rakib Hasan 🙂

যে জুতোজোড়া সবচেয়ে বেশি প্রিয়,সেই জুতোটাই প্রথম ছিঁড়ে যায় হয়তো হঠাৎই রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা একেবারে অপ্রত্যাশিত কোনো...
16/07/2025

যে জুতোজোড়া সবচেয়ে বেশি প্রিয়,সেই জুতোটাই প্রথম ছিঁড়ে যায় হয়তো হঠাৎই রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা একেবারে অপ্রত্যাশিত কোনো মুহূর্তে!

যে জামাটায় তোমাকে সবচেয়ে বেশি মানায়,
সেই জামাতেই হঠাৎ পড়ে যায় দাগ, নয়তো কোনো ধারালো কিছুর ছোঁয়ায় ছিঁড়ে যায় একেবারে প্রিয় কোনো কোণ থেকে!

যে ঘড়িটা হাতে দিলে সময়ও থমকে যায়, যার বেল্টে তোমার রুচির ছাপ সেই ঘড়িটার ব্যাটারি হয়তো অকালে শেষ হয়ে যায়, নয়তো বেল্টটাই হঠাৎ ছিঁড়ে যায় কোনো জরুরি সময়ে!

আর যে মানুষটা মনে হয় সবচেয়ে বেশি দরকারি সেই মানুষটাই একদিন ছেড়ে চলে যায়, নয়তো এমনভাবে পাশে থাকে, যেন থেকেও আসলে আর থাকে না!

আসলে সব সমস্যার মূলেই আছে ওই একটি শব্দ "প্রিয়"...যেটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যেটাকে সবচেয়ে বেশি যত্ন করি সেটাই আমাদের জীবনে আসে সবচেয়ে কম সময়ের জন্য!

Md Rakib Hasan

সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না। আবার সবাই অপছন্দ করবে; এমনও না। আপনি অনেকের প্রিয় মানুষ হবেন, আবার অনেকের কাছে...
15/07/2025

সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না। আবার সবাই অপছন্দ করবে; এমনও না। আপনি অনেকের প্রিয় মানুষ হবেন, আবার অনেকের কাছের অসীম ঘৃ'ণিত মানুষ হবেন। সব সময় লোকের কথায় কান দিতে হয়না, কারো অপছন্দ কিংবা ঘৃ'ণা নিয়ে জীবন থেমে থাকে না। মানুষ কত শত জিনিস বলবে, পাত্তা দেওয়ার সময় কই? চিল, জীবন সুন্দর!

সব কথার জবাব দিতে হয়  না… কিছু সহ্যই আসল শক্তি!কখনো এমন কিছু কথা কানে এসে ধাক্কা মারে,যেগুলো মনকে কাঁপিয়ে দেয়…কষ্ট লাগে,...
14/07/2025

সব কথার জবাব দিতে হয় না… কিছু সহ্যই আসল শক্তি!

কখনো এমন কিছু কথা কানে এসে ধাক্কা মারে,
যেগুলো মনকে কাঁপিয়ে দেয়…
কষ্ট লাগে, বুক ভার হয়ে ওঠে—
তবুও মুখে একটুকু হাসি রেখে চুপচাপ উড়িয়ে দাও।
কারণ, সব কথার উত্তর শব্দ দিয়ে হয় না।

হেসে সহ্য করে নেওয়া,
চুপ থেকে নিজেকে শান্ত রাখা—
এটাই এক অন্যরকম আত্মনিয়ন্ত্রণ।

সবাই পারে না এমন মনের জোর রাখতে,
যেখানে আবেগ ফুঁসে উঠলেও মুখে থাকে শান্ত সুর।
এটা দুর্বলতা নয়—
বরং এটা সেই মানুষদের শক্তি,
যারা হৃদয়ের গভীরে সবটা ধরে রাখতে জানে,
তবুও কাউকে আঘাত না করে সামনে এগিয়ে যায়।

এটা এক ধরনের বুদ্ধিমত্তা,
এক ধরনের সম্মান নিজের প্রতি—
যা বলে—“আমি নিজের শান্তি হারাতে রাজি নই।”

Md Rakib Hasan 🥀✅

সব কিছু শেষে যেটা উপলব্ধি করলাম,,,,,,,দুনিয়ায় আপনার সময়ের কোনো মূল্য নেই,ভালোবাসার কোনো গুরুত্ব নেই।এসব বলে আসলে কিছুই ন...
14/07/2025

সব কিছু শেষে যেটা উপলব্ধি করলাম,,,,,,,

দুনিয়ায় আপনার সময়ের কোনো মূল্য নেই,ভালোবাসার কোনো গুরুত্ব নেই।এসব বলে আসলে কিছুই নেই।

সবশেষে আপনার সাজানো দিনগুলো এলোমেলো হয়,ভালো লাগা,নিজের অনুভূতি, স্বাধীনতাকে বিসর্জন দিতে হয়।এতে করে আপনি নিঃস্বঙ্গতায় ভুগবেন তাতে কারো যায় আসবে না।

তাই বলি কি সময় থাকতেই সজাগ হোন।বুঝেও না বোঝার ভান করতে গিয়ে একেবারে নিঃশ্ব হওয়ার থেকে গোঁড়াতেই থেমে যান।নয়তো আপনি হারিয়ে যাবেন।

সত্যিই সব হারিয়ে যাবে। নিজেকেও হারিয়ে ফেলবেন😥
এই শহরে মানবিকতার জায়গা নেই।আছে শুধু অন্যের সুুন্দর অণুভুতি গুলো কে দূর্বিষহ করার লালসা।নিজের লালসা অন্যের ওপর চাপানো।এখানে তোমার অনুভবের গুরুত্ব পাবে না।তাই ক্যারিয়ারে সময় দেও যা তোমায় সুুন্দর শান্তির একটা জীবনে দিবে।স্বস্তির একটা শ্বাস নিতে পারবে।

Md Rakib Hasan 💗😅

ইয়া আল্লাহ! যদি সবই নির্ধারিত, তবে আমি দোয়া কেন করব?❝আল্লাহ মুচকি হেসে বলেন—‘আমি তো কিছু কিছু পৃষ্ঠায় এমনও লিখে রাখি,...
13/07/2025

ইয়া আল্লাহ! যদি সবই নির্ধারিত, তবে আমি দোয়া কেন করব?

❝আল্লাহ মুচকি হেসে বলেন—
‘আমি তো কিছু কিছু পৃষ্ঠায় এমনও লিখে রাখি,
যা তুমি চাইবে, তাই তোমাকে দেব!’❞

হ্যাঁ, ভাগ্য পূর্বনির্ধারিত, কিন্তু দোয়া হলো সেই চাবি—
যার মাধ্যমে অনেক বন্ধ দরজা খুলে যায়।
দোয়া হলো সেই আলো—
যা অদেখা অন্ধকারেও আশার পথ দেখায়।

আল্লাহ বলেন—
"তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব।"
– (সূরা মুমিন, আয়াত ৬০)

তাই দোয়া কখনো ছেড়ে দিও না।
হয়তো ঠিক এই মুহূর্তে তোমার তোলাহীন কান্না, নিঃশব্দ প্রার্থনা
লেখা হয়ে যাচ্ছে তোমার কপালে নতুন কোনো রহমতের রূপে।
বিশ্বাস রেখো, দোয়া কখনো বৃথা যায় না।

তাই চাও, কাঁদো, প্রার্থনা করো...
হয়তো আজই সেই দিন—
যেদিন আল্লাহর লিখিত কপিতে তোমার দোয়ার উত্তর লেখা হচ্ছে...

Md Rakib Hasan 🥰

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখব...
13/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

Md Rakib Hasan ❤️🥰

হুশআপে একজন প্রশ্ন করেছিলেন, বিয়ে করতে চান না কেন? নিজেকে কি খুব স্পেশাল মনে করেন?উত্তর দিয়েছিলাম, না। একদমই মনে করি না।...
12/07/2025

হুশআপে একজন প্রশ্ন করেছিলেন, বিয়ে করতে চান না কেন? নিজেকে কি খুব স্পেশাল মনে করেন?

উত্তর দিয়েছিলাম, না। একদমই মনে করি না।

আমরা আসলে কেউই স্পেশাল না। অসাধারণ না। হ্যাঁ, কিছু মানুষের কিছু গুণ আছে। যা অন্যের নেই। কারো রূপ আছে বেশি। কারো মেধা আছে বেশি। কিন্তু এগুলো সবই আপেক্ষিক।

ভার্সিটিতে কিছু মেয়ে এমন ছিলো যাদের জন্যে ছেলেরা ফিদা ছিলো। তাদের সাথে প্রেম করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে— এমন অবস্থা।

কিন্তু ওদেরকে একপাশ দিয়ে দেখলে আমি ডিপার্টমেন্টের অন্যপাশ দিয়ে হেঁটে যেতাম— এতোটাই ওদেরকে বিরক্ত লাগত আমার। যে রূপ বহু ছেলেকে মোহগ্রস্ত করে রেখেছিলো, আমাকে তা একটুও স্পর্শ করে নি। আবার আমাকে যা মোহগ্রস্ত করে, তা হয়তো আরেকজনের কাছে একটুও ভালো লাগে না।

একই ব্যাপার, গুণের ব্যাপারেও খাটে। কেউ হয়তো মেধাবী ছাত্র। অনায়াসে ফুরিয়ার ইকুয়েশন সলভ করতে পারে। অনেকের কাছে এ মেধার কোনো মূল্য নেই। এগুলো খাতার হিজিবিজি ছাড়া তার কাছে কিছুই না।

কেউ আবার খুব ভালো কবিতা লিখতে পারে। কিন্তু কারোর কাছে কবিতা গার্বেজ ছাড়া কিছুই না। তাদের কাছে কবিতা হচ্ছে অনর্থক কথাবার্তা। সহজ কথাটা পেঁচিয়ে বলা। ঢঙ করে কথা বলা।

তাই ভালোলাগা, না লাগাটা আমাদের চোখের ওপর নির্ভর করে। যাকে ভালো লাগে, তার সবকিছুই ভালো লাগে। প্রচণ্ড ঠাণ্ডায় তার নাকে যখন সর্দি লেগে থাকে, সেটাও দেখতে ভালো লাগে। ইচ্ছে করে হাত দিয়ে মুছে দিতে।

সহজ করে বললে, আমাদের চোখ, আমাদের মায়া— মানুষকে আলাদা বানায়। মানুষ নিজ থেকে আলাদা খুব কমই হয়। যখন সে মায়া-মোহ চলে যায়, তখন নিজের প্রতি নিজেরই রাগ হয়। আরে! এই মানুষটাকে আমি এতো পছন্দ করতাম! ও তো একদম সাধারণ!

কিন্তু আসল সত্যিটা হচ্ছে প্রতিটা মানুষই প্রায় একরকম। সাধারণ।

এক উর্দু কবি তাই বলছেন,

“কিতনি গওর সে দেখা হোগা তুমহে মেরি নজরোঁ সে,
কি তেরে বাদ কোয়ি অওর চেহরা খাবসুরত না লাগা”

তবে মানুষকে ভালো লাগতে পারা, তার কাজে মুগ্ধ হতে পারাটাও একটা গুণ। জীবন মানুষকে শীতল করতে করতে একসময় এমন জায়গায় নিয়ে আসে যে, তার আর কোনো কিছুই ভালো লাগে না। কোনো কিছুতেই সে আর মুগ্ধ হয় না।

বেশিরভাগ মানুষের জীবনে এ ঘটনা বৃদ্ধ বয়সে ঘটলেও অনেকে যুবক বয়সেই দুনিয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। জীবন তার কাছে অর্থহীন মনে হয়।

জীবনের এ স্তরটা আসলে খুব কঠিন। নির্মম। তখন মানুষের হৃদয়টা মরে যায়। চোখ দুটো নিষ্প্রভ হয়ে যায়। যে কখনো জীবনের এ স্তরে আসে নি, অনুভূতিগুলোকে নিজে অনুভব করে নি— তাকে লিখে সেটা বোঝানো যাবে না।

মাহমুদ দারবিশ তার এক কবিতায় এই অবস্থার কথা উল্লেখ করেছিলেন একদম সংক্ষেপে। এই কবিতা আবৃত্তি করতে করতে তিনি কেঁদে ফেলেছিলেন,

لا شيءَ يُعْجبُني
أُريد أن أبكي

"কিছুই আর আমায় বিস্মিত করে না,
আমার খুব কাঁদতে ইচ্ছে করে!"

তাই কেউ আমাকে ভালোবাসে, এটা যতোটা না আমার স্পেশালিটি, তারচে' বেশি তার স্পেশালিটি। কারণ, এই দুনিয়া এখনো তাকে মেরে ফেলেনি। সে এখনো মুগ্ধ হতে জানে। ভালোবাসতে জানে আমাদের মতো অতি সাধারণ মানুষটাকেও।

হিন্দি ভাষার এক লেখক তাই লিখেছেন,

"কেউ ভালোবাসলে আমরা মনে করি, আমরা এতোটা ভালো বলেই হয়তো সে আমাদের ভালোবাসে।

কিন্তু আমরা কখনো এভাবে চিন্তা করি না, কেউ আমাদেরকে ভালোবাসতে পারে এ জন্যেও যে, সে নিজে একজন ভালো মানুষ।"

কালেক্টেড ✅

—শিহাব আহমেদ তুহিন ভাই

Md Rakib Hasan 🥀
Follow mee

যা যা শিখলাম;1️⃣ তনু:- বাড়ির বাইরে যাওয়া উচিত না।2️⃣ আবরার ফাহাদ:- যা খুশি তাই বলা যাবে না। 3️⃣ সোহাগ চাদা দিবি - না হলে...
12/07/2025

যা যা শিখলাম;

1️⃣ তনু:- বাড়ির বাইরে যাওয়া উচিত না।
2️⃣ আবরার ফাহাদ:- যা খুশি তাই বলা যাবে না।
3️⃣ সোহাগ চাদা দিবি - না হলে জীবন দিবি।
4️⃣ পারভেজ:- যেখানে সেখানে হাসা যাবে না।
5️⃣তোফাজ্জল:- যেখানে সেখানে খাওয়া যাবে না।

পরের দিন হয়তো আমরা আরেক উদাহরণ হবো 🥲

পৃথিবীতে কেউই পারফেক্ট না…আমরা সবাইই কোথাও না কোথাও অসম্পূর্ণ।কারও কথায় ত্রুটি আছে, কারও আচরণে ভুল,কারও অতীতে রয়েছে অন্ধ...
11/07/2025

পৃথিবীতে কেউই পারফেক্ট না…
আমরা সবাইই কোথাও না কোথাও অসম্পূর্ণ।
কারও কথায় ত্রুটি আছে, কারও আচরণে ভুল,
কারও অতীতে রয়েছে অন্ধকারের ছায়া।
তবু এর মধ্যেই আছে এক অপার সৌন্দর্য — মানবতা।

ভালোবাসা মানেই শুধু সুন্দর দিকগুলোকেই গ্রহণ করা নয়।
ভালোবাসা মানে হলো—
কাউকে তার সকল ভুল, ব্যর্থতা আর সীমাবদ্ধতা সত্ত্বেও গ্রহণ করা।
যখন আপনি কারো 'কমতি' গুলোকে ভালোবাসতে শিখবেন,
তখনই বুঝবেন আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন।

আমরা যখন কারও অপূর্ণতাকে চোখে দেখি না, বরং হৃদয়ে স্থান দিই—
তখনই সম্পর্ক গড়ে ওঠে শক্ত ভিতের উপর।
সেটাই হয় প্রকৃত বন্ধন, যেখানে বিচার নেই, আছে শুধু গ্রহণযোগ্যতা।

ভালোবাসুন, মানুষকে তার সবটুকু নিয়ে।
কারণ আমরা সবাই-ই কারো না কারো অসম্পূর্ণ ভালোবাসায় সম্পূর্ণ হয়ে উঠি।

Md Rakib Hasan 🥀🥰

হারামের মাঝে ডুবে থাকে যার চোখকীভাবে সে হালালে দিবে মনোযোগ?Md Rakib Hasan 🥺
11/07/2025

হারামের মাঝে ডুবে থাকে যার চোখ
কীভাবে সে হালালে দিবে মনোযোগ?

Md Rakib Hasan 🥺

এভাবেই মানুষ একে অপরকে ধ্বংস করে ফেলে।বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্কের ইতি ঘটে, এমনকি পরিবারও ভেঙে পড়ে — কারণ কেউ না কেউ সবস...
11/07/2025

এভাবেই মানুষ একে অপরকে ধ্বংস করে ফেলে।
বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্কের ইতি ঘটে, এমনকি পরিবারও ভেঙে পড়ে — কারণ কেউ না কেউ সবসময় অন্যের চেয়ে শ্রেষ্ঠ হতে চায়।

কেউ তাদের অহংকার দিয়ে অন্যকে দমিয়ে রাখে,
আবার কেউ পরনিন্দা, ঈর্ষা আর প্রতারণার বিষ ছড়িয়ে ধ্বংস ডেকে আনে।

শ্রেষ্ঠত্ব নয়, হিংসা নয়, মিথ্যা নয়...
বেছে নাও ভালোবাসা, সহানুভূতি, আনুগত্য ও সততা।

এগুলোই পারে সম্পর্ককে রক্ষা করতে, মানুষকে মানুষ করে তুলতে।

মানুষের সম্পর্কগুলো কীভাবে ধ্বংস হয় তার গভীরে গেলে আমরা দেখি সাপের লড়াইয়ের মতোই একটি মর্মান্তিক চিত্র - যেখানে উভয় পক্ষই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। সাপেরা যেমন একে অপরকে বিষাক্ত দাঁতে আক্রমণ করে উভয়েই মারা যায়, তেমনি মানুষের মধ্যকার অহংকার, হিংসা ও মিথ্যার বিষাক্ততা সম্পর্কগুলোকে গ্রাস করে ।

প্রকৃতিতে আমরা দেখি সাপেরা যখন একে অপরের সাথে লড়াই করে, তখন উভয় সাপই তাদের বিষাক্ত দাঁত ব্যবহার করে। এই লড়াইয়ের শেষ পরিণতি হয় трагиিক - দুজনেই মারা যায়। ঠিক তেমনি মানুষের সম্পর্কেও যখন আমরা "বিষ" ছড়াই - তা সে অহংকারের বিষ হোক, হিংসার বিষ হোক বা মিথ্যার বিষ হোক - তার পরিণতিও একই রকম ভয়াবহ ।

সাপেরা তাদের বিষ ব্যবহার করে শুধুমাত্র আত্মরক্ষার জন্য বা শিকার করার জন্য, কখনোই অকারণে আক্রমণ করে না । কিন্তু মানুষ? আমরা অনেক সময় সামান্য স্বার্থ বা ক্ষুদ্র অহংকারের জন্য পরস্পরের মধ্যে বিষ ঢেলে দিই, যা শেষ পর্যন্ত উভয়কেই ধ্বংস করে দেয়।

অহংকার: আত্মম্ভরিতার বিষ
অহংকার সম্পর্কের প্রথম শত্রু। হাদিসে এসেছে, "অহংকার পাপের মূল" এবং এটি "সব রোগের জননী" । যখন কেউ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবে, তখন সে অজান্তেই সম্পর্কের ভিতকে দুর্বল করে দেয়। গরীব মানুষের অহংকারকে রাসুল (সা.) বিশেষভাবে নিন্দা করেছেন ।

সাপের লড়াই আমাদের শেখায় যে বিষাক্ত আচরণ কখনোই কারো জন্য ভালো ফল বয়ে আনে না। যখন আমরা অহংকার, হিংসা বা মিথ্যার আশ্রয় নিই, তখন আমরা সাপের মতোই পরস্পরকে ধ্বংস করি । কিন্তু যদি আমরা ভালোবাসা, সহানুভূতি, সততা ও ক্ষমাকে বেছে নেই, তাহলে আমরা শুধু সম্পর্কই রক্ষা করব না, বরং আমাদের মানবিকতাকেও উজ্জ্বল করব।

আসুন আমরা সাপের লড়াই থেকে শিক্ষা নিয়ে সম্পর্কের মধ্যে বিষ ঢালা বন্ধ করি। কারণ শেষ পর্যন্ত, বিষাক্ত আচরণে শুধু অন্যেরই ক্ষতি হয় না, আমাদের নিজেদেরও ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং ভালোবাসার বন্ধনই পারে আমাদের সত্যিকারের মানুষ করে তুলতে

Md Rakib Hasan 🥀💗

Address

Tangail

Telephone

+8801842460532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rakib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share