Md Rakib Hasan

Md Rakib Hasan সময়ের সাথে যেখানে গোটা পৃথিবী বদলে যায়,
সেখানে মা"নু"ষ আর কী জিনিস!!💔😊

My Facebook id 👉https://www.facebook.com/profile.php?id=100036541057234
(7)

নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সবকিছুতে ঠকতে হয়। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, গলে যাই। কেউ...
23/12/2025

নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সবকিছুতে ঠকতে হয়। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, গলে যাই। কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দেই, মুখের উপর মানা করতে পারিনা।
কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি। তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যেনো তার বিপদ টা উদ্ধার হয়ে যায়।

আরও কতরকম ভাবে যে নরম মনের হওয়ায়
বিপাকে পড়েছি হিসেব নেই।সবশেষে এই নরম মনের হওয়ায় যেখানে সেখানে ব্যবহৃত হচ্ছি, এবং প্রয়োজন শেষে অবহেলিত!🤍

Md Rakib Hasan

Md Rakib Hasan 🥺

হঠাৎ কেউ মরে যায় না। হঠাৎ মৃত্যু বলে যে মৃত্যুর কথা পৃথিবীর মানুষ প্রচার করে, তা নিছক ছলনা ছাড়া আর কিছুই নয়। প্রকাশ্য...
23/12/2025

হঠাৎ কেউ মরে যায় না। হঠাৎ মৃত্যু বলে যে মৃত্যুর কথা পৃথিবীর মানুষ প্রচার করে, তা নিছক ছলনা ছাড়া আর কিছুই নয়। প্রকাশ্যে একবার মরার আগে মানুষ বহুবার মরে যায়—গোপনে, নীরবে, নিভৃতে, ধীরে ধীরে—একা।
মানুষ মরে যায় বন্ধু হারাতে হারাতে,
মানুষ মরে যায় প্রিয় মানুষ হারাতে হারাতে,
মানুষ মরে যায় স্বপ্ন হারাতে হারাতে,
মানুষ মরে যায় বিশ্বাস হারাতে হারাতে,
মানুষ মরে যায় আত্মবিশ্বাস হারাতে হারাতে।
এভাবে একের পর এক সবকিছু হারাতে হারাতে, যখন মানুষের আর হারানোর মতো কিছুই থাকে না, তখন মানুষ মরে যায়—নিজেকে হারাতে হারাতে।
তারপর শরীর নামের যে অবশিষ্ট জড় বস্তুটি দৃশ্যমান থাকে, মৃত্যু এসে একদিন সেটিকেও খুঁজে নিয়ে যায়। আর মানুষ তার নাম দেয়—হঠাৎ মৃত্যু।
হঠাৎ মৃত্যু বলে দুনিয়াতে কিছুই নেই।
প্রকাশ্যে একবার মরার আগে মানুষ বহুবার মরে যায়—গোপনে, নীরবে, নিভৃতে, ধীরে ধীরে।



Md Rakib Hasan
Md Rakib Hasan 🌸

বছরটা নতুন হতে পারে, কিন্তু জীবন তো সেই আগেরটাই.!🙂
20/12/2025

বছরটা নতুন হতে পারে, কিন্তু জীবন তো সেই আগেরটাই.!🙂

আজকের সমাজে একটি বাস্তব চিত্র বারবার চোখে পড়ে—ভুল ধরলে বা সত্য কথা বললে অনেক সময় মানুষ তা সহজভাবে গ্রহণ করতে পারে না। ভা...
16/12/2025

আজকের সমাজে একটি বাস্তব চিত্র বারবার চোখে পড়ে—ভুল ধরলে বা সত্য কথা বললে অনেক সময় মানুষ তা সহজভাবে গ্রহণ করতে পারে না। ভালো পরামর্শকেও শত্রুতা মনে করা হয়। ফলে মানুষ ধীরে ধীরে সত্য বলার সাহস হারিয়ে ফেলে, নীরব থাকাই নিরাপদ মনে করে।
এই অসহিষ্ণুতা সমাজের ভেতরে এক ধরনের দূরত্ব তৈরি করছে। মানুষ মানুষকে বোঝার চেষ্টা না করে নিজের অবস্থানকে বড় করে দেখে। সম্পর্কগুলোও আগের মতো গভীর থাকে না; সামান্য মতভেদেই আড়াল ও অভিমান জমে ওঠে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতা ও স্বার্থের প্রভাব। যাদের প্রভাব বেশি, তাদের ভুল উপেক্ষিত হয়; আর সাধারণ মানুষের ছোট ভুলও বড় করে দেখা হয়। এতে সমাজে ন্যায়ের ভারসাম্য নষ্ট হয় এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে।
এই নীরব নির্মমতা সমাজকে ধীরে ধীরে কঠিন করে তুলছে। তাই প্রয়োজন সহনশীলতা, শুনতে শেখার মানসিকতা এবং ভিন্ন মতকে সম্মান করার চর্চা। না হলে আমরা এমন এক সমাজ গড়ে তুলব, যেখানে সত্য বলাই সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়াবে।

জীবনে কোনোদিন কারও সাথে স্বার্থ নিয়ে মিশি নাই। ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যাবহার করে থাকি, ভ...
12/12/2025

জীবনে কোনোদিন কারও সাথে স্বার্থ নিয়ে মিশি নাই। ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যাবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সবসময় মন থেকে নি:স্বার্থভাবে ছিলো। কারণ সেই মানুষগুলা সেটা অর্জন করে নিসে। আমি আমার ব্যাবহারের এর প্রতিদানে কোনোদিন কোনোকিছু আশা করিনি। ভবিষ্যতেও করবো না। কথাটা আমার ফ্যামেলি মেম্বার থেকে শুরু করে 'অল্প পরিচিত কোনো মানুষ' পর্যন্ত সবার জন্য প্রযোজ্য!🤍

Md Rakib Hasan ❤️

রাজশাহীর ছোট্ট শিশু সাজিদ—যে ৩২ ঘণ্টা ধরে অন্ধকার গর্তে আটকে ছিল, জীবনের জন্য লড়াই করছিল…আজ আমরা হয়তো তাকে ফিরে পেলাম না...
11/12/2025

রাজশাহীর ছোট্ট শিশু সাজিদ—
যে ৩২ ঘণ্টা ধরে অন্ধকার গর্তে আটকে ছিল, জীবনের জন্য লড়াই করছিল…
আজ আমরা হয়তো তাকে ফিরে পেলাম না।
—হৃদয়টা ভেঙে যাচ্ছে। 💔

একটি শিশুর এমন মৃত্যু—এটা শুধু একটা পরিবার নয়, আমাদের পুরো সমাজের জন্য অসম্ভব বেদনাদায়ক ব্যর্থতা।

এক মুহূর্তের অসতর্কতা
একটি খোলা নলকূপ
একটা অসাবধান সিদ্ধান্ত—
বাঁচতে না শেখা একটা প্রাণকে কেড়ে নিতে পারে।

👉 এই ঘটনার পরে আমাদের জাগ্রত হওয়া জরুরি—

✔️ পরিত্যক্ত নলকূপ কখনোই খোলা রাখা যাবে না
✔️ বাড়ির পাশে ছোট গর্ত, বোরহোল, পাইপ—সব বন্ধ রাখতে হবে
✔️ নতুন নলকূপ খননের পরপরই ঢাকনা লাগাতে হবে
✔️ প্রতিবেশীর বাড়িতেও এমন কিছু দেখলে বলতেই হবে
✔️ শিশুরা বাইরে থাকলে বড়দের নজর থাকা বাধ্যতামূলক

সাজিদ আজ আমাদের চোখে পানি এনে গেছে…
এমন মৃত্যু যেন আর কোনো শিশু—আর কোনো মা-বাবার ভাগ্যে না আসে। .

স্বর্গে শান্তিতে ঘুমাও সাজিদ… পৃথিবী তোমার মতো আর কাউকে হারাতে চায় না।”“সাজিদের মতো আর কোনো শিশু যেন হারিয়ে না যায়—এটাই আমাদের একমাত্র দাবি।”

আল্লাহ ছোট্ট সাজিদকে বেহেশতের ফুল বানিয়ে নিন। 🤲
#সাজিদ
#শিশুনিরাপত্তা
#সচেতনহোন

শীত মানেই সরিষা, সরিষা মানেই শৈশবের ঘ্রাণ।🙂❤️😍Md Rakib HasanMd Rakib Hasan ❤️
11/12/2025

শীত মানেই সরিষা, সরিষা মানেই শৈশবের ঘ্রাণ।🙂❤️😍

Md Rakib Hasan
Md Rakib Hasan ❤️

গত ডিসেম্বরে গরীব ছিলাম এই ডিসেম্বরে ফকির!!🤑  ゚
10/12/2025

গত ডিসেম্বরে গরীব ছিলাম এই ডিসেম্বরে ফকির!!🤑 ゚

একাকিত্ব নিয়ে এখন আর মন বিষন্ন হয়ে ওঠে না। আমার কেনো নিজের বলার মত একজন মানুষ নেই এমন আক্ষেপও জীবনে আর নেই।এযাবতকাল পর্য...
09/12/2025

একাকিত্ব নিয়ে এখন আর মন বিষন্ন হয়ে ওঠে না। আমার কেনো নিজের বলার মত একজন মানুষ নেই এমন আক্ষেপও জীবনে আর নেই।

এযাবতকাল পর্যন্ত যতবার আমি সঙ্গীহীন জীবন থেকে বেড়িয়ে; সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখেছি, ততবারই আরও বেশি দৃঢ়ভাবে একা হয়ে গেছি।

নিঃসঙ্গ পথ হাঁটতে হাঁটতে কখন যে একাকিত্বের প্রেমে পড়ে গেছি, সেই থেকে মন মেনে নিয়েছে একাকিত্বের মত সুন্দর আর কিছুই হতে পারে না।

©
Md Rakib Hasan

মানুষ তার জীবনের বিরাট এক অংশ অভিমান করে কাটিয়ে দেয় 🥹
09/12/2025

মানুষ তার জীবনের বিরাট এক অংশ অভিমান করে কাটিয়ে দেয় 🥹

একদিকে হাজারো স্বপ্ন।অন্য দিকে কু'ল্লু না'ফসিন জা ইকাতু'ল মা*উত..!❤️‍🩹
09/12/2025

একদিকে হাজারো স্বপ্ন।
অন্য দিকে কু'ল্লু না'ফসিন জা ইকাতু'ল মা*উত..!❤️‍🩹

Address

Tangail

Telephone

+8801842460532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rakib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share