Freelancer Sirajul

Freelancer Sirajul I am a Full Stack Digital Marketer.
(14)

দিন যতো যাচ্ছে জীবন ততো কঠিন হচ্ছে, হারিয়ে যাচ্ছে জীবনের সুন্দর মুহূর্ত গুলো..!
04/08/2025

দিন যতো যাচ্ছে জীবন ততো কঠিন হচ্ছে, হারিয়ে যাচ্ছে জীবনের সুন্দর মুহূর্ত গুলো..!

03/08/2025

আপনার পেজে মানুষ আসছে, কিন্তু থামছে না?
💡 এনগেজমেন্ট বাড়াতে হলে দিন নিয়মিত ও মানসম্মত কনটেন্ট,
🕒 পোস্ট করুন ট্রেন্ডিং টাইমে,
🗣️ কমেন্টে রিপ্লাই দিন, চালু রাখুন Poll আর Q&A!
🎯 এনগেজমেন্ট বাড়লে মনিটাইজেশন হবে আরও সহজ!





🎯 ফেসবুকে সফলতা পেতে চাইলে —✅ নিয়মিত পোস্ট করো✅ মানসম্মত কনটেন্ট দাও✅ অডিয়েন্সের সাথে যুক্ত থেকো✅ ধৈর্য ধরো, সফলতা আসবেই...
03/08/2025

🎯 ফেসবুকে সফলতা পেতে চাইলে —
✅ নিয়মিত পোস্ট করো
✅ মানসম্মত কনটেন্ট দাও
✅ অডিয়েন্সের সাথে যুক্ত থেকো
✅ ধৈর্য ধরো, সফলতা আসবেই! 💙

— ফ্রিল্যান্সার সিরাজুল

অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়। তখন সে সর্বপ্রথম হাতের লাটিটাকে ফেলে দেয়। অথচ এই লাঠি টাই তার দুঃসময় সঙ্গী ছিল। আসলে প...
02/08/2025

অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়। তখন সে সর্বপ্রথম হাতের লাটিটাকে ফেলে দেয়। অথচ এই লাঠি টাই তার দুঃসময় সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না!!!

পা চেটে নয়, শেখো ধৈর্যে দাঁড়াতে,বুকের ব্যথা মুখে লুকিয়ে, শিখো হেসে চলতে।জীবন শেখায় কান্না ভুলে, স্বপ্ন গড়তে টিকিয়ে,ত্যাগ...
01/08/2025

পা চেটে নয়, শেখো ধৈর্যে দাঁড়াতে,
বুকের ব্যথা মুখে লুকিয়ে, শিখো হেসে চলতে।
জীবন শেখায় কান্না ভুলে, স্বপ্ন গড়তে টিকিয়ে,
ত্যাগের আগুনে পোড়ে যারা, তারাই পারে জিতিয়ে।

আঘাত সয়েই মানুষ হাঁটে, মুখে হাসি পরিপাটি,
হাল ছেড়ো না, বলেই তো, জিতেছে ইতিহাসটি।
ভুলে যেও না বাস্তবতা, শেখায় সবচেয়ে বড় পাঠ,
তোমার ত্যাগেই হবে শুরু, জয়ের উজ্জ্বল প্রভাত।

👉 যদি কবিতাটি হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করো বা Follow দিয়ে পাশে থেকো ❤️

— ফ্রিল্যান্সার সিরাজুল

টাঙ্গাইল আমার জন্মভূমি, মাটির গন্ধে ভরা,তোমার জেলা কোথায় ভাই, কমেন্টে দাও সারা!— ফ্রিল্যান্সার সিরাজুল
31/07/2025

টাঙ্গাইল আমার জন্মভূমি, মাটির গন্ধে ভরা,
তোমার জেলা কোথায় ভাই, কমেন্টে দাও সারা!

— ফ্রিল্যান্সার সিরাজুল

নিয়ম মেনে পেজটা সাজাও,ভালো কনটেন্ট মন থেকে দাও।নিয়মিত পোস্ট, গল্পে ছোঁয়া,ফলোয়ারে আসবে ভালোবাসার হাওয়া।সবচেয়ে বড়ো ধ...
31/07/2025

নিয়ম মেনে পেজটা সাজাও,
ভালো কনটেন্ট মন থেকে দাও।
নিয়মিত পোস্ট, গল্পে ছোঁয়া,
ফলোয়ারে আসবে ভালোবাসার হাওয়া।

সবচেয়ে বড়ো ধৈর্য ধরা,
রাত জেগে হলেও স্বপ্ন গড়া।
ফেসবুক দিলে মন-প্রাণ,
সাফল্য আসবে আপন জান!

— ফ্রিল্যান্সার সিরাজুল

২০২০ সাল আগে ছিল সন্ধ্যা বেলা, উঠোনজুড়ে গল্পের মেলা,টেপ রেকর্ডে গান চলত, মনটা যেন ভেসে চলত।চিঠির মাঝে প্রেম লুকাত, সাদাক...
30/07/2025

২০২০ সাল
আগে ছিল সন্ধ্যা বেলা, উঠোনজুড়ে গল্পের মেলা,
টেপ রেকর্ডে গান চলত, মনটা যেন ভেসে চলত।
চিঠির মাঝে প্রেম লুকাত, সাদাকালো ছবির ফ্রেমে,
আজকের এই ডিজিটালে, হারিয়ে গেছে কত যে প্রেমে!

মায়ের হাতে ভাতের ঘ্রাণ, বাবার মুখে শিক্ষার গান,
বন্ধুর সাথে হেঁটে যাওয়া, কাঁধে কাঁধে স্বপ্ন বোনা…
আজ তো সবাই ব্যস্ত খুব, মোবাইলেই মিশে হৃদয়,
আগের দিনে ছিল যেন, জীবনেরই সত্য আবয়।

হায় রে সময়! ফিরে আয়, একটুখানি দিন দে চেয়ে,
পুরনো সেই হাসিগুলো আজও বুকের মাঝে কাঁদে বয়ে।
Old is Gold—এ কথা সত্য, স্মৃতিগুলো জানে প্রাণ,
সেই দিনেই ছিল রঙ, এখন শুধু ছায়ার টান।

— ফ্রিল্যান্সার সিরাজুল

রাত জেগেছি নিঃশব্দে বহুবার,হতাশায় কেটেছে কত দিন যে ভার।তবু হার মানিনি, স্বপ্নে রেখেছি হাত,আজ ইনকামের নোটে লিখেছি প্রমাণে...
30/07/2025

রাত জেগেছি নিঃশব্দে বহুবার,
হতাশায় কেটেছে কত দিন যে ভার।
তবু হার মানিনি, স্বপ্নে রেখেছি হাত,
আজ ইনকামের নোটে লিখেছি প্রমাণের কথা শত।

— ফ্রিল্যান্সার সিরাজুল

ঘরে বসেই স্বপ্ন গড়া, মেধা দিয়েই পথটা চড়া,ইন্টারনেটই দিচ্ছে ডানা, ক্লায়েন্ট খোঁজে দিন-রাত জানা।কাজের মাঝে সময় ধরা, সাফল্য...
30/07/2025

ঘরে বসেই স্বপ্ন গড়া, মেধা দিয়েই পথটা চড়া,
ইন্টারনেটই দিচ্ছে ডানা, ক্লায়েন্ট খোঁজে দিন-রাত জানা।
কাজের মাঝে সময় ধরা, সাফল্য আসে ধৈর্য ধরা,
দূরদেশ থেকেও আসে টাকা, স্বপ্ন আজ আর রবে না ফাঁকা।

— ফ্রিল্যান্সার সিরাজুল

ফ্রিল্যান্সারদের জন্য এখন সরকারি প্রশিক্ষণ ও “freelancer ID” সুবিধাসহ কর-ছাড়, ডিজিটাল সেন্টার তৈরির উদ্যোগ চলছে—যা তাদের...
24/07/2025

ফ্রিল্যান্সারদের জন্য এখন সরকারি প্রশিক্ষণ ও “freelancer ID” সুবিধাসহ কর-ছাড়, ডিজিটাল সেন্টার তৈরির উদ্যোগ চলছে—যা তাদের পেশাকে বৈধতা ও সম্মান দিচ্ছে । ভবিষ্যতে এটি তাদের বিশ্ববাজারে গ্রাহকের আস্থা বাড়াতে শক্তি যোগাবে।

24/07/2025

গত জুলাই’২৪-তে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটে অনেক ফ্রিল্যান্সারের প্রোফাইল র‌্যাংক কমে গিয়েছিল। একজন মার্কেটিং এক্সপার্ট Monir Hasan ৭৫০–১,০০০ $ ক্ষতি করেছিলেন, উল্লেখ করেছেন gig removal ও ক্লায়েন্ট হ্রাস নিয়ে । যদিও বর্তমান অবকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে, এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হতে আরও কাজ বাকি।

Address

Dhaka
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sirajul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Sirajul:

Share