AYAT AGRO

AYAT AGRO Digital creater

04/09/2023

সাইলেজ তৈরি

03/09/2023
02/09/2023

India vs Pakistan 3rd Match Match Score | Ind vs pak live Cricket match today | Asia Cup Live 2023India vs Pakistan 3rd Match Match Score | Ind vs pak live C...

02/09/2023

Journey by train

02/09/2023

-ঘৃণা

একদিন এক শিক্ষক ক্লাসে তার ছাত্রদের বললেন, তারা সবাই যেন সামনের দিন তাদের সাথে প্লাস্টিকের ব্যাগে করে আলু নিয়ে আসে। ঠিক করা হল প্রতিটা আলুকে তারা ঘৃণা করে এমন একজন মানুষের নাম দেয়া হবে। তো এভাবে আলুর সংখ্যা হবে তারা ঘৃণা করে এমন মানুষের সংখ্যার সমান। পরের দিন সবাই নাম দেয়া আলু নিয়ে ক্লাসে আসলো। দেখা গেল, কেউ নিয়ে এসেছে দুইটা আলু, কেউ তিনটা, এমনকি কেউ কেউ পাঁচটা পর্যন্ত আলু নিয়ে এসেছে।

এরপর শিক্ষক তার ছাত্রদের বললেন, তাদের সবার কাজ হচ্ছে আগামী এক সপ্তাহ তারা যেখানে যাবে সেখানেই আলুগুলোকে তাদের সাথে করে নিয়ে যেতে হবে। দুই-একদিন পর দেখা গেল ছাত্ররা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া আলুর গন্ধ নিয়ে অভিযোগ করছে। আর যেসব ছাত্রদের কাছে অনেকগুলো করে আলু ছিল, তারা বলতে লাগলো সবসময় এত ভারী আলু সাথে রাখা অনেক কষ্টকর। অবশেষে এক সপ্তাহ পার হওয়ার পর সবাই আলু সাথে রাখা থেকে মুক্তি পেল।

এবার শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, “তোমাদের এই এক সপ্তাহ কেমন কাটলো?” সবাই সাথে সাথে আলুর পঁচা গন্ধ আর ভার নিয়ে অভিযোগ করা শুরু করল। তখন শিক্ষক বললেন, “ব্যাপারটিকে তোমরা যাদেরকে ঘৃণা কর বা পছন্দ কর না তার সাথে তুলনা কর। এই ঘৃণা তোমাদের হৃদয়ের জন্যে ক্ষতিকর এবং এই ঘৃণা তোমরা যেখানেই যাও তোমাদের সাথে করে সবজায়গায় নিয়ে যাও। তোমরা মাত্র এক সপ্তাহের জন্যে পঁচা আলুর গন্ধ সহ্য করতে পার নি, তাহলে চিন্তা করে দেখ তোমাদের ঘৃণা, যেটা তোমরা সারাজীবন বহন কর, তা তোমাদের হৃদয়ের উপর কি প্রভাব ফেলে?”

সারমর্মঃ
আমাদের হৃদয় অনেক সুন্দর একটা বাগান, এখান থেকে নিয়মিত ঘৃণা নামক আগাছা উপড়ে ফেলা উচিত।

Address

Tangail

Telephone

+601126967013

Website

Alerts

Be the first to know and let us send you an email when AYAT AGRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AYAT AGRO:

Share