টাংগাইল পলিপাস এন্ড পাইলস সেন্টার

  • Home
  • Bangladesh
  • Tangail
  • টাংগাইল পলিপাস এন্ড পাইলস সেন্টার

টাংগাইল পলিপাস এন্ড পাইলস সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from টাংগাইল পলিপাস এন্ড পাইলস সেন্টার, Video Creator, Tangail.

12/11/2022
24/06/2022

"ভয়াবহ দুর্দিন মুসলমানদের সামনে, কেন? #ইসলামিক_ভিডিও

অর্শ / পাইলস ( Piles or haemorrhoids )🟩 কি ? মলাশয় ও মলদ্বারের চারপাশে রক্তনালির স্ফীতি এবং বৃদ্ধি পাওয়াকে অর্শ বলে । ...
14/06/2022

অর্শ / পাইলস ( Piles or haemorrhoids )
🟩 কি ?
মলাশয় ও মলদ্বারের চারপাশে রক্তনালির স্ফীতি এবং বৃদ্ধি পাওয়াকে অর্শ বলে ।
এটা দেখতে অনেকটা কাঁঠালের মুচির মত । এটা ফুলে যায় এবং মলত্যাগের সময় চাপ ( ক্বোথ ) দিলে বের হয়ে আসে । আবার আঙ্গুল দ্বারা ভিতরে ঢোকানো যায় ।
কোষ্ঠকাঠিন্য এবং শক্ত মলের প্রতিনিয়ত চাপের ফলে এ রোগ বেশি দেখা যায় । অনেক সময় কারও কারও ক্ষেত্রে রক্ত মিশ্রিত কঠিন মল নির্গত হয় । মলদ্বারে জ্বালা ও অস্বস্তিকর যন্ত্রণা হয় , বসতে কষ্ট হয় , মলদ্বারে মাংসপিন্ড বৃদ্ধি পায় । কখনো মলের সাথে রক্ত মিশ্রিত পূঁজ নির্গত হয় ।
🟩 লক্ষণ ( Symptoms )
১. মল ত্যাগের সময় ক্বোথ দিলে কাঁঠালের মুচির মতো বের হয়ে আসে ; (কারো কারো ক্ষেত্রে বের হয়না)
২. মলের সাথে তাজা রক্ত পরে , কখনো পায়খানার আগে অথবা পরে ;(কারো কারো ক্ষেত্রে রক্ত যায় না )
৩. কোমরে ও তল পেটে ব্যথা হয় ।
8 . রক্ত স্বল্পতা দেখা দেয় ;
৫. রোগী পায়খানায় বসতে ভয় পায় ।
৬. পায়খানা করার সময় অথবা পরে পায়ুপথে ব্যথা হয়।
🟩 পরামর্শ ( Advice )
১ . মাংস কম খেয়ে প্রচুর পরিমাণে আশসমৃদ্ধ খাবার গ্রহণ করুন (ফলমূল শাক);
২ . পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ;
৩ . নিয়মিত ব্যায়াম করুন ;
৪. মলত্যাগের জন্য অতিরিক্ত কোথ দেওয়া পরিহার করুন ;
৫ . কোষ্ঠকাঠিন্য থেকে সতর্ক থাকুন ;
৬ . নিয়মিত ব্যায়াম ও প্রাতঃ ভ্রমণ করুন । প্রচুর শাকসবব্জি , ফলের রস , প্রচুর পানি এবং লঘুপাক খাদ্য গ্রহণ করুন । লাল মরিচ , গরুর মাংস , বেগুন , শুঁটকি এবং গরম মসলাযুক্ত দ্রব্যাদি পরিহার করে চলুন । কৃমির উপদ্রব থাকলে নিয়মিত কৃমির ওষুধ সেবন করুন ।
৭ . কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সকালে এবং রাতে চিনি বা গুড় ছাড়া ইসুবগুলের ভুসির শরবত পান করুন ।
৮ . মলদ্বারে ভেসলিন লাগালে অনেক সময় উপকার পাওয়া যায় ;
৯ . নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে ( অর্থাৎ দিনে দুই বার ১০ মিনিট করে মুখ বন্ধ রেখে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন , শ্বাসের সাথে মলদ্বার ও তলপেট উপরের দিকে টানুন বা Contraction এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ার সময় মলদ্বার ও তলপেট ধীরে ধীরে ছাড়তে থাকুন বা Relax করুন ।
১০ . প্রয়োজনে গামলা ভর্তি হালকা/কুসুম গরম পানিতে ২ চামচ লবণ দিয়ে ১০ মিনিট দিনে ১-২ বার বসে থাকতে হবে।
১১ . দীর্ঘক্ষণ বসে অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না।
১২ . কোথ দিয়ে পায়খানা করবেন না ।
১৩. ফাস্টফুড, জাংক ফুড, প্রসেসড ফুড , বোতল জাত খাবার, বিয়ে বাড়ির ভারী খাবার খাবেন না।

🟩 দ্রুত চিকিৎসকের সাথে সরাসরি দেখা করুন , সঠিক চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন ছাড়া পাইলস ভালো হয়ে যায়। শুধু শুধু আতংকিত না হয়ে সঠিক চিকিৎসা নিন। খুব সহায়তা যে পাইলস থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ ।

তাওয়াক্কুল মাস্টার ফার্মা
বৈল্লা বাজার, টাংগাইল

☎️ 01778431105

১০০% ন্যাচারাল মেডিসিন দিয়ে বিনা অপারেশনে যন্ত্রবিহীন ভাবে পলিপাস, পাইলস, ফিস্টুলা ও এনাল ফিশার চিকিৎসা করা হয়🥰 ১-৩ দিনে...
05/06/2022

১০০% ন্যাচারাল মেডিসিন দিয়ে বিনা অপারেশনে যন্ত্রবিহীন ভাবে পলিপাস, পাইলস, ফিস্টুলা ও এনাল ফিশার চিকিৎসা করা হয়🥰
১-৩ দিনের চিকিৎসায় ৭-১০ দিনে পাইলস থেকে মুক্তি।
🔹🔹🔹🔹🔹
সম্পুর্ন ন্যাচারাল মেডিসিন দিয়ে ও বিজ্ঞান সম্মত উপায়ে পলিপাস ও পাইলস/ ফিস্টুলা/ এনাল ফিশার/ ভগন্দর এর বিনা অপারেশনে চিকিৎসা করা হয়।

এই চিকিৎসার সুবিধা সমুহঃ
🔹🔹🔹🔸🔸🔸🔹🔹🔹
♻️কোন ধরনের ব্যাথা, ক্ষত বা রক্তপাত হয়না
♻️কোন বিশ্রামের প্রয়োজন নেই।
♻️কোন ধরনের সাইড ইফেক্ট নেই, শতভাগ নিরাপদ।
♻️ কোন বিশেষ ইনস্ট্রুমেন্টস এর প্রয়োজন নেই
♻️কোন ধরনের এন্টিবায়োটিকের প্রয়োজন নেই।
♻️১-৩ দিনেই রুগি ভাল হবে (ইনশাআল্লাহ)
♻️শতভাগ রুগি ভাল হবে।
♻️ছোট বাচ্ছা থেকে যে কোন বয়সের রুগি/ প্রেগন্যান্ট মহিলাদের চিকিৎসা করা যাবে।

♻️ যোগাযোগ করুন -

🏨 তাওয়াক্কুল মাস্টার ফার্মা
বৈল্লা বাজার, টাংগাইল
☎️01778431105

 #সজিনা_গাছ_কে_বলা_হয়_পুস্টির_ডিনামাইটসজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষক...
23/04/2022

#সজিনা_গাছ_কে_বলা_হয়_পুস্টির_ডিনামাইট

সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিশনাল সুপার ফুড।

★ প্রতি গ্রাম সজনে পাতায়ঃ-

* একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন c রয়েছে।

* দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন রয়েছে।

* গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন a এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান।ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।

★ এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রণ বিদ্যমান, যা এ্যানেমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

★ সজনে শরীরে কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রনেও অন্যতম অবদান রাখে।

★ মানুষের শরীরের যে ৯ টি এমাইনো এসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়, তার সবগুলোই এই সাজনার মধ্যে বিদ্যমান।

★ এটি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রনের মাধ্যমে ডায়াবেটিসের মত কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে।

★ নিয়মিত দৈনিক সেবন শরীরের ডিফেন্স মেকানিজমকে আরো শক্তিশালী করে এবং ‘ইমিউনিটি স্টিমুল্যান্ট’ হওয়ার দরুন এটি ‘এইডস’ আক্রান্ত রোগীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

★ এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে।

★ শরীরের ওজন কমাতেও ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভুমিকা পালন করে থাকে।

★ এটি মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। পাতা থেকে তৈরি এক টেবিল চামচ পাউডারে ১৪% প্রোটিন, ৪০% ক্যালসিয়াম, ২৩% আয়রণ বিদ্যমান, যা ১ থেকে তিন বছরের শিশুর সুষ্ঠু বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোকালীন সময়ে ৬ টেবিল চামচ পাউডার একজন মায়ের প্রতিদিনের আয়রণ এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে।

★ এটির এন্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি যকৃত ও কিডনী সুস্থ্য রাখতে এবং রূপের সৌন্দর্য বর্ধক হিসেবেও কাজ করে থাকে।

★ সাজনাতে প্রায় ৯০টিরও বেশি এবং ৪৬ রকমের এন্টি-অক্সিডেন্ট বিদ্যমান।

★ এতে ৩৬ টির মত এন্টি-ইনফ্ল্যামমেটরি বৈশিষ্ট্য আছে। এছাড়াও এটি অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা রাখে।

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :সতর্ক হতে হবে:ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়...
06/04/2022

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :
সতর্ক হতে হবে:
ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।অনেকে হার্ট এটাকের ব্যাথা কে ভুল করে এসিডিটির পেইন মনে করে এন্টাসিড বা ইনো খেয়ে আরো বেশী অসুস্থ হয়ে বা তীব্র বুকের ব্যাথা নিয়ে রমজান মাসে সন্ধ্যা বেলা ইফতারির পর চিকিৎসক এর চেম্বারে বা হসপিটালের ইমারজেন্সী বিভাগে চলে আসেন। ইসিজি করার পর প্রতীয়মান হয় যে উনার হার্ট এটাক হয়েছে এবং ততক্ষণে জটিলতা বেড়ে যায়।

যেকোনো ভারী খাবার দাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসাথে গেলে সেগুলোকে সামাল দেয়ার জন্য পাকস্থলীকে তার কাজ অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কই?
পাকস্থলীর মোটামোটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফায়েস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেইন বারবার সিগনাল পাঠাতে থাকে - খাবার দাও, খাবার দাও।
টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেইনের সিগনালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। গোগ্রাসে প্রচুর খাবার গিলতে থাকি।
তারপর আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান-প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অংগ থেকে পাকস্থলী বা স্টম্যাক এর দিকে রক্তের ডাইভারসন হয়, এর মাঝে হৃদপিন্ড বা হার্ট অন্যতম যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে।ফলশ্রুতিতে ভারী খাবার দাবারের ২ ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চারগুণ।

তাই, ইফতারে খাবার কম খান। দরকার হলে অল্প অল্প করে ২/৩ বারে খান।
নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন।

Collected

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when টাংগাইল পলিপাস এন্ড পাইলস সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টাংগাইল পলিপাস এন্ড পাইলস সেন্টার:

Share

Category