Dr-Muhammad Shahadat Siddiquee

Dr-Muhammad Shahadat Siddiquee ইউটিউব: স্বপ্নময় কৃষি Visionary Agri
লিংক: youtube.com/agrivisionbd
ফেসবুক পেজ: facebook.com/agrivisionbd
ওয়েবসাইট: agrivisionbd.com

https://youtu.be/MxJZzNdX1yM
05/02/2025

https://youtu.be/MxJZzNdX1yM

#মাশরুম #স্বপ্নময়_কৃষি একটি স্পন থেকে দ্বিতীয়বার মাশরুম পেতে করণীয় কি।। Tips for harvesting mushroom in second time

10/10/2024

অনেক সময় এমন হতে পারে যে,

আমরা কাউকে মন থেকে পছন্দ করি বা ভালবাসি। তার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করি। মন থেকে তার ভালো চাই। পাশাপাশি তার কাছ থেকেও একইরকম আচরণ প্রত্যাশা করি। বাস্তবে যদি আমাদের সেই প্রত্যাশা পূরণ না হয় তবে......

ইমোশন: আমরা মন থেকে কষ্ট পাই বা অনেক টেনশন করি, আচার আচরণ ও কাজ-কর্মে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।

ইমোশন ম্যানেজমেন্ট: এমতাবস্থায়, আমরা যদি নিজেকে এভাবে বুঝাই যে, সে পছন্দ বা ভালবাসা পাওয়ার যোগ্য বিধায় আমরা তাকে পছন্দ করি। অপরদিকে আমাদের হয়তো পছন্দ করা বা ভালবাসা পাওয়ার সেসব গুনই নেই।

প্রফেশনালিজম: বিষয়টিকে এমনভাবে মেনে নেয়া যাতে নিজ আচরণ বা কাজে কর্মে প্রভাব না পড়ে।

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে চলমান এনএআরএস বিজ্ঞানী এবং অফিসারদের চার মাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর...
07/10/2024

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে চলমান এনএআরএস বিজ্ঞানী এবং অফিসারদের চার মাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে আজ সেশন পরিচালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব ড. নিয়াজ আহমেদ স্যার।

সম্মানিত ভিসি স্যারকে পেয়ে প্রশিক্ষণার্থীবৃন্দ এবং নাটা কর্তৃপক্ষ খুবই সৌভাগ্যবান মনে করছে।

26/09/2024

আল্লাহ ব্যতীত অন্য কারও নিকট অনুগ্রহ না চেয়ে বরং সততার সাথে নিজ দায়িত্ব পালন করলে অনুগ্রহ এমনিতেই আসবে।

20/09/2024

ন্যায়-অন্যায় পাশাপাশি চলাটা স্বাভাবিক নয়। এদের মধ্যে সংঘর্ষ হবেই। আমাদের উচিত হবে ঢালাওভাবে সমালোচনা না করে ন্যায়ের পক্ষে থাকা।

31/08/2024

*** জালিমের উপর শাস্তি
** আর মজলুমের উপর জুলুম

*** একটা সঠিক
** আরেকটা অন্যায়

--উভয়টাকে একই দৃষ্টিভঙ্গিতে দেখা মনে হয় ঠিক হবে না।

26/08/2024

ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবীতে পায়ে চালিত রিক্সাওয়ালাদের বিক্ষোভ
-----মামা বাড়ির আবদার
** জনগনই ঠিক করবে কোনটা চলবে আর কোন চলবে না।

26/08/2024

ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবীতে পায়ে চালিত রিক্সাওয়ালাদের বিক্ষোভ
-----মগের মুল্লুক
** জনগনই ঠিক করবে কোনটা চলবে আর কোন চলবে না।

25/08/2024

দেশের এই ক্রান্তিলগ্নে কৃষি তথা কৃষক/কৃষি উদ্যোক্তা, কৃষিবিদ, কৃষি সেবা প্রদানকারী সংস্থাগুলোকে যেমন দৃঢ়ভাবে কাজ করতে হবে, তেমনি সরকারকে কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

25/08/2024

অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না।
--- আবারো প্রমাণ হলো আজ।
জাতির ক্রান্তিলগ্নে যেখানে মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেখানে জাতিকে জিম্মি করে রাখা কোনভাবেই কাম্য হতে পারে না।

23/08/2024

বন্যার্তদের সহযোগিতা করাটা যেমন জরুরি,
খালেছ আল্লাহপাকের সন্তুষ্টির জন্য হওয়াটা তেমন জরুরি।
বিপদের সময় সহযোগিতা পাওয়া তাদের অধিকার।

21/08/2024

পরীক্ষা বাতিলের দাবী মেধাবীদের পক্ষ থেকে আসতে পারে---এটা আমরা বিশ্বাস করি না।

সমন্বয়ক নেতৃবৃন্দও এটা সমর্থন করছেন না।

Address

Gazipur
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Muhammad Shahadat Siddiquee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr-Muhammad Shahadat Siddiquee:

Share