
22/09/2025
১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে । ২০০৮ সালে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ছিল ২৬০০০ টাকা ( প্রায়) । অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে ১ ভরি স্বর্ণ পেতেন । বর্তমানে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ১৮৮০০০ টাকা (প্রায়) । অর্থাৎ বর্তমানে ১ ভরি স্বর্ন কিনতে আপনাকে ১৮৮ টি ১০০০ টাকার নোট দিতে হবে । এবার আসুন স্বর্নের সাথে তুলনা করলে এই ১০০০ টাকার মান এখন কত দেখে নেই।
২০০৮ সাল ২৬০০০/২৬= ১০০০
বর্তমান ২৬০০০/১৮৮= ১৩৮.২৯
আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ১৩৮.২৯ টাকা । এটাকি দ্রব্য মূল্য বৃদ্ধি নাকি টাকার মূল্যমান কমে যাওয়া ?