হিমেল হাওয়া

হিমেল হাওয়া To be the good character �

Good day, good sunset ☀
23/10/2025

Good day, good sunset ☀

23/10/2025

আজকে জুম্মার রাত। দুরুদ পড়ান দিন।

আল্লাহ হুম্মা সাল্লি ও সাল্লিম ওয়া বারিক আ'লা সায়্যিদিনা মুহাম্মাদ ওয়া আ'লা আ'লি মুহাম্মাদ ।

নাসির গ্রুপের একটি প্রতিষ্ঠান, নাসির ফ্লোট  গ্লাস, দেলদুয়ার শাখা।এখানে যে চুল্লি টা দেখতেছেন এটা মূলত বিষাক্ত ধোয়া বের ক...
22/10/2025

নাসির গ্রুপের একটি প্রতিষ্ঠান, নাসির ফ্লোট গ্লাস, দেলদুয়ার শাখা।

এখানে যে চুল্লি টা দেখতেছেন এটা মূলত বিষাক্ত ধোয়া বের করে দেয়। টানা ২৪ ঘন্টায় ভিতরে চুলা চলতে থাকে এবং সবসময়ই ধোয়া বের হয়, একটানা ১২ বছর এইভাবেই চলতেই থাকবে। ১২ বছর পর এটা ভেংগে নতুন করে নির্মাণ করতে হবে। কারণ তা না ১২ বছর পর্যন্ত এর টেম্পার থাকবে এর পর একাই ভেংগে পড়ে যাবে।

অনেক দূর থেকে(প্রায় ৩০/৩৫ কি.মি সার্কেল) এই চুল্লি দেখতে পাওয়া যায় এবং সবসময়ই ধোয়া বের হতে থাকে। অনেকই জানে না এইটা কি.? ভাবে ইট খোলা। এটা মুলত গ্লাস ফ্যাক্টরি, এখানে গ্লাস সহ কাঁচ,অ্যালুমিনিয়াম ইত্যাদি আরো অনেক কিছু উৎপাদন করা হয় এবং নাসির গ্লাস বৃহত্তম এশিয়ার শীর্ষ ২ য় কোম্পানি।

ফুল যেমন ঘ্রাণে ভরে তোলে মন,বউয়ের  হাসিতে তেমনি ভরে তোলে জীবন। 🌸💖
18/10/2025

ফুল যেমন ঘ্রাণে ভরে তোলে মন,
বউয়ের হাসিতে তেমনি ভরে তোলে জীবন। 🌸💖

17/10/2025

"❝তত্বের প্রায়গিক জীবন ❞

15/10/2025

Air Culling

আল্লাহর হয়ে গেলে কোন কষ্টই আর কষ্ট  থাকে না।
13/10/2025

আল্লাহর হয়ে গেলে কোন কষ্টই আর কষ্ট থাকে না।

ভেতরে আগুন জ্বলছে প্রচণ্ড রাগে চোখ লাল, মাথার ভিতর টান টান স্নায়ু, শরীরে যেন স্ট্রেচের জাল। মনটা কাঁপে উদ্বেগে, নিঃশব্দ ...
12/10/2025

ভেতরে আগুন জ্বলছে প্রচণ্ড রাগে চোখ লাল, মাথার ভিতর টান টান স্নায়ু, শরীরে যেন স্ট্রেচের জাল। মনটা কাঁপে উদ্বেগে, নিঃশব্দ এক যুদ্ধ চলে,একদিকে রাগের ঝড়, অন্যদিকে ভয় মনের তলে। শ্বাস নিতে কষ্ট হয়,বুকের ভেতর ভারী চাপ,মাথায় যেন হাজার চিন্তা করছে তাণ্ডবের ছাপ। সবকিছু ছুড়ে ফেলতে মন চায় এক নিমিষে,কিন্তু ভেতরের আমি চুপ হয়ে যায় অজানার আতঙ্কে

পাকুল্লা টু দেলদুয়ার সংযোগ রোড 🏁 দিনের আলোয় রাস্তাটা যত সুন্দর, মনোরম লাগে, রাতের বেলায় ঠিক ততটায়  আতঙ্কের। কারণ রাত ৯ ট...
11/10/2025

পাকুল্লা টু দেলদুয়ার সংযোগ রোড 🏁

দিনের আলোয় রাস্তাটা যত সুন্দর, মনোরম লাগে, রাতের বেলায় ঠিক ততটায় আতঙ্কের। কারণ রাত ৯ টার পর মানুষ এই রোড ধরে চলতে গিয়ে ডাকাতের ভয় করে। অনেক বছর ধরেই নিয়মিত সুযোগ পেলেই চলে ডাকাতি। `পাকুল্লা ব্রীজ`এই লোকেশন টুকুই সবথেকে বেশি বিপদজনক কারণ এই ব্রীজ'র ১/২ কি.মি এর মধ্যেই চলে ডাকাতি।

মূলত বিশাল চকের মাঝখানে দিয়ে রোডটা চলে গেছে, আশেপাশে তেমন বসতিও নেই। দেলদুয়ার উপজেলাবাসীদের জন্য রাস্তাটিও খুবই গুরুত্বপূর্ণ এবং এই রোডের সহজ বিকল্প পথও তেমন নেই। এই সুযোগ টায় ডাকাতেরা সবথেকে বেশি কাজে লাগায়।

দেশের এই খারাপ মুহূর্তে যখন আপনারা এই রোড ধরে আসবেন বিশেষ করে করে রাতের বেলায় তখন অবশ্যই সবকিছু জেনে বুজে এলার্ট হয়ে আসবেন।

টসটসে দুপুর 😫,  শীতল হাওয়া, 🌸 আহা🫣
08/10/2025

টসটসে দুপুর 😫, শীতল হাওয়া, 🌸 আহা🫣

06/10/2025

বাড়ির সামনের দৃশ্য 😍

05/10/2025

কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি 💦

Address

Tangail

Telephone

+8801608616648

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিমেল হাওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিমেল হাওয়া:

Share