অলক কুমার

অলক কুমার "বদলে যাও বদলে দাও", "মাদককে না বলুন"

16/07/2025

কি হচ্ছে বাংলাদেশের বিমান বন্দরে? নিরাপত্তার নামে কি করছে নিরাপত্তা রক্ষীরা। বিদেশী যাত্রীদেরও ছাড় দিচ্ছে না তারা।
দেশের প্রধান বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৫ আগষ্ট ২০২৪ পরবর্তী সময় নতুন বাংলাদেশে যাত্রী ও তাদের স্বজনরা কি কি ভাবে বিমান বন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে আক্রান্ত হয়েছেন, কারা যাত্রীদের মালমাল চুরি করছে?
#বাংলাদেশ #বিমান #বিমানবন্দর

16/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্মরণ সভায়
#বাংলাদেশ

16/07/2025

পুলিশের ওপর এখনও আস্থা ফেরেনি
#বাংলাদেশ #শহীদ #শহিদ #পুলিশ

16/07/2025

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হা'ম'লা'র প্র'তি'বা'দে টাঙ্গাইলে সড়ক অবরোধ
#বাংলাদেশ

14/07/2025

ম'ব সৃষ্টির অ'প'চেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অ'ব'ন'তির প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বি'ক্ষো'ভ মিছিল
#সমাজ #বাংলাদেশ

কেন সমাজের এই অবস্থা?ধ্বংসপ্রাপ্ত সামাজিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার উপর প্রসবিত সন্তানের কাছ থেকে আর কি আশা করতে পারি।...
13/07/2025

কেন সমাজের এই অবস্থা?

ধ্বংসপ্রাপ্ত সামাজিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার উপর প্রসবিত সন্তানের কাছ থেকে আর কি আশা করতে পারি। আমাদের যে শিক্ষা পদ্ধতি ও শিক্ষা ব্যবস্থা তার মধ্য থেকে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারি না। বোকামি। তবে ব্যতিক্রমও আছে। আপনি কতজনকে কুলাঙ্গার বলবেন? কতজনকে বেয়াদব বলবেন? কুলাঙ্গার আর বেয়াদব তো সেদিন থেকেই তৈরি হওয়া শুরু হয়েছে, যেদিন জাতীর মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে পাসের হার দিয়ে বিবেচনা করা শুরু হয়েছে। কোয়ালিটি নয়, কোয়ান্টিটি দিয়ে শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করা শুরু হয়েছে। অর্থের বিনিময়ে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ও তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী সরবরাহের যে ঠিকাদারী নেয়া হয়েছিল সেখান থেকেই শুরু হয় ধ্বংসের।

এই দোষ আমি কোনভাবেই এই মেয়েকে দেবো না। এই দোষ আমাদের সমাজ ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার, সর্বোপরি রাষ্ট্রের। কারণ রাষ্ট্র তাকে শেখাতে পারে নাই, সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে চলতে হয়। রাষ্ট্র তাকে শেখাতে পারে নাই, পরিবাররের সাধ্য না থাকলে, নিজেকে অর্জন করে নিতে হয় যোগ্যতা ও শ্রম দিয়ে।

পরিবারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাহাবা অর্জন যে গর্বের নয়, বাবা-মাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাহাবা অর্জন নিজের ও পরিবারের জন্য সম্মানের নয়, এই বোধটুকু এই রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা মেয়েটিকে শেখাতে পারে নাই। অনর্গল ইংরেজিতে কথা বলে বাবা-মাকে দোষারোপ করা গর্বের নয়। এটা আমার রাষ্ট্র মেয়েটিকে শেখাতে পারে নাই। এটাই রাষ্ট্রর ব্যর্থতা।

হ্যাঁ আপনি বলতেই পারেন, আমি একটি কুলাঙ্গার, বেয়াদব মেয়ের পক্ষে কথা বলতেছি, আপনার মনে হতেই পারে। কেউ কি কুলাঙ্গার, বেয়াদব হয়ে জন্ম নেয়? যাদের সন্তান এই ধরনের কুলাঙ্গার আর বেয়াদব হয়েছে, তাদের কষ্টটা কি একবার অনুধাবন করেছেন?

এখন যদি প্রশ্ন করি রাষ্ট্র কে? রাষ্ট্রের মালিক কে? তাহলেই দ্বিধা বিভক্তি শুরু হয়ে যাবে। রাজনীতি শুরু হয়ে যাবে। আমাকে ট্যাগ দেয়া শুরু হবে। হোক। কিন্তু এই রাষ্ট্রের মালিক জনগণ হলেও জনগণ কি রাষ্ট্রের কেউ? জনগণ রাষ্ট্রের কেউ নয় বলেই তাদের মৌলিক অধিকারের প্রশ্নে সজাগ নয় রাষ্ট্র। আর তাই ধ্বংস হয়েছে সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা।

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি আগেও ছিলো। কিন্তু এরকম ছিলো কি? ছাত্রদের দাবিদাওয়ার জন্য ছাত্র সংসদ ছিল। সেই ছাত্র সংসদে প্রতি বছর ছাত্ররা সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতো। আর প্রতিনিধিরা শুধু ছাত্রদের নিয়েই থাকতো। আর এখনকার ছাত্র সংগঠনের অধিকাংশ সদস্যই অছাত্র। আর তারা নেতাদের লেজুরবৃত্তি করে, তাদের লাঠিয়াল হয়। এই আমাদের সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার শিক্ষা।

আমি এই মেয়েটার কোন দোষ দেই না। দোষ রাষ্ট্রের। দায় রাজনীতিবিদদের, যারা দেশ চালায়। কারণ যারা সকল বাঁধা অতিক্রম করে নিজেদের শিক্ষিত করে তুলছে, তাদের জন্য এই রাষ্ট্র কি করছে। শিক্ষিত হয়ে, চাকুরি করা ছাড়া আর কিছু নেই দেশে। সেটাও কি সবার ভাগ্যে জোটে? যে চাকরির আশায় তারা লেখাপড়া করেছে, সেটাও সোনার হরিণ। কোটা পদ্ধতি, ঘুষ, আত্মীয়করণের মাধ্যমেই তার সবটুকু শেষ।

দেশে কোন গবেষণা কেন্দ্র আছে? নাই। কেন নাই? গবেষণা কেন্দ্র থাকলে দেশ এগিয়ে যাবে, জাতির চোখ খুলে যাবে, তখন এই ক্ষমতালোভী রাজনীতিবিদদের চিনে যাবে, তাই জাতির উন্নয়ের জন্য, ভালো কাজ করতে আগ্রহী না রাজনীতিবিদরা।

দেশে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান থাকলে কেউ কি রাজনীতিবিদদের পেছনে ঘুরবে? এটা আমাদের দেশের রাজনীতিবিদরা খুব ভাল করে জানে, তারা দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়নের জন্য মগ্ন থেকেছে বেশি। প্রমাণ তো ভুরি ভুরি। এজন্য অধিকাংশ শিক্ষিত যুবক হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। কিছু দুর্নীতিবাজ রাজনীতিবাজদের ধোকায় পড়ে আরো বড় ধোকাবাজ তৈরি হয়েছে।

আর তাদের পরিচালিত দেশে ধীরে ধীরে তৈরি হয়েছে আপনাদের অনেকের মতে এই ধরনের কুলাঙ্গার আর বেয়াদব।

#বাংলাদেশ #শিক্ষা #সমাজ #মৌলিক

মিটফোর্ড এলাকায় নৃশংস হ'ত্যা'কা'ণ্ডের শিকার চাঁদ মিয়া ওরফে সোহাগ'কে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে। কেন? তিনি...
11/07/2025

মিটফোর্ড এলাকায় নৃশংস হ'ত্যা'কা'ণ্ডের শিকার চাঁদ মিয়া ওরফে সোহাগ'কে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে। কেন? তিনি যুবদল কর্মীও ছিলেন।

বিএনপি বা যুবদল কেউই এখনো পর্যন্ত তাঁদের নিজ কর্মীর এহেন হ'ত্যা'কা'ণ্ডের কোন রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি? নিহত ছেলেটা তো তাঁদেরই রাজনীতি করতেন। হায়রে স্বার্থের রাজনীতি!!

ছবিতে, গত ২৩শে ডিসেম্বর ২০২৪, ৩০ নং ওয়ার্ড চকবাজার, জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভার মঞ্চে (লাল বৃত্তে) সোহাগ।
Zulkarnain Saer এর তথ্য
#প্রধান #বাংলাদেশ #উপদেষ্টা

10/07/2025

এসডিএস-বাংলাদেশ টাঙ্গাইল গ্রাহকদের টাকা ফেরত প্রদান অনুষ্ঠান
#প্রধান_উপদেষ্টা #বাংলাদেশ #উপদেষ্টা #প্রধান #টাকা

10/07/2025

জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করছেন খন্দকার আহমেদুল হক

09/07/2025

হঠাৎ হিরো!!!
ধপাস করে শেষ।

যারা দেশের প্রচলিত আইন না মেনে নিজেদের ইচ্ছামাফিক চাকুরিবিধি তৈরি করেন, তাদের কঠিন শা'স্তি হওয়া উচিত। তা না হলে দেশ আরো ...
05/07/2025

যারা দেশের প্রচলিত আইন না মেনে নিজেদের ইচ্ছামাফিক চাকুরিবিধি তৈরি করেন, তাদের কঠিন শা'স্তি হওয়া উচিত। তা না হলে দেশ আরো দুর্নীতিতে আচ্ছন্ন হবে
#প্রধান_উপদেষ্টা #উপদেষ্টা #বাংলাদেশ

01/07/2025

রাতের নির্বাচনের দায় স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত কমেন্টে...

Address

Tangail

Telephone

+8801911459151

Website

Alerts

Be the first to know and let us send you an email when অলক কুমার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অলক কুমার:

Share