19/05/2024
ফেসবুক ছাইড়া দেওয়ার সময় আসছে ‼️
একটু রিফ্রেশ দিলেই দেখি রাফসানের Blu এর পোস্ট৷ আর সালমান আছে তার ওয়াফেল নিয়া৷ এদিকে লায়লা খালা মামুনের জন্যে কানতেছে৷ ওদিকে নাজিম বিয়া করলো তানিশাকে আবার পোলাপান তার পোস্টে গালি দিয়া ওর ভিউ বাড়াইতেছে৷ আর একটু পর পর তাহেরি 48 ঘন্টার আল্টিমেটাম দিতেছে৷
অন্যদিকে রিলসে ঢুকলেই দেখি জেফারে বাইম মাছের মতন মোচড়াইয়া গান গাইতেছে "সোনা বন্ধু তুই আমারে ভোঁতা দাউ দিয়া কাইটালা" 🙂
Collected