13/04/2025
অভিষেক শর্মা আজ ৫৫ বলে ১৪১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে এই ইনিংস শুরুর আগে অভিষেক শর্মার পথটা কিন্তু সহজ ছিল না।
আপনি সাম্প্রতিক ফর্মের কথা বাদ দিন, পাঞ্জাবের প্রথম ইনিংসে অভিষেক একটা বড় ভুল করেছিলেন। পাঞ্জাবের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার—৩৬ বলে ৮২ রান। অথচ শ্রেয়াস যখন ৪২ রানে ছিলেন, তখন জিসানের বলে একটা নেওয়ার মত ক্যাচের ভুল জাজমেন্ট করে ছক্কা বানিয়ে দেন অভিষেক। এক্স্যাক্টলি কী বলেছিল মনে নেই, তবে হার্শা ভোগলে কমেন্ট্রি বক্সে অনেকমটা এভাবেই বলেছিলেন—'অভিষেকের সময়টা একদম ভালো যাচ্ছে না। সময় খারাপ।গেলে এরকমই হয়!'
২৪৬ রান তাড়ায় নেমে দারুণ শুরু করেছিলেন অভিষেক। মাত্র ৮ বলে করেছিলেন ২৮ রান, কিন্তু তখনই ক্যাচ আউট হয়ে যান। খুশি হয়ে যান বোলার যশ ঠাকুর এবং পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা। কিন্তু যখন সাইরেন বাজলো, তখন বোঝা গেল বলটি নো বল ছিল। সঙ্গে সঙ্গে পাঞ্জাব দলের মাথায় হাত, কারণ অভিষেকের সামর্থ্য তো কারো অজানা না, এদিকে অভিষেক হয়তো তখনই ভেবেছিলেন—সুযোগ যখন পেয়েছি, এখনই কিছু করে দেখানোর সময়।
সেই চিন্তা থেকেই সম্ভবত আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটি খেলে ফেলেছেন তিনি। ১৪১ রান—আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার সামনে আছেন কেবল ক্রিস গেইলের ঐতিহাসিক ১৭৫ এবং আইপিএলের ইতহাসের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের ১৫৮। হিসাব করলে, ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএলে অভিষেকের ১৪১-ই এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংস।
আর রান তাড়ায় নেমে এটিই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর। কারণ গেইল আর ম্যাককালামের ইনিংসগুলো ছিল প্রথম ইনিংসে।
অভিষেক জাস্ট দেখিয়ে দিলেন—দিনের শুরুটা খারাপ গেলেও, দিনটা নিজের করে নেওয়া যায়। ব্যর্থ হলেও সফল হওয়া যায়, দরকার শুধু সুযোগ আর সুযোগের সদ্ব্যবহার!
( #অভিষেকশর্মা, #অভিষেক, , , #ক্রিকেট, #সানরাইজার্সহায়দ্রাবাদ)