অপরাধ প্রকাশ

অপরাধ প্রকাশ সাংবাদিক খোরশেদ আলম
(3)

16/10/2025

প্রেমিক স্বামী সোহাগ জেলখানায়
নিরাপত্তাহীন প্রেমিকা স্ত্রী লামিছা।

শুরুতেই পেইজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান।
প্রেমের টানে চারবার ইচ্ছাকৃতভাবে আসলেও, অপহরণ ও ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে সোহাগকে এমন অভিযোগ৷ মামলার বাদীর মেয়ে লামিছার স্যার ।
লামিছা নিজেকে প্রাপ্তবয়স্ক মনে করলেও বাবার দাবী মেয়ে অপ্রাপ্ত বয়স, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে লামিছা।

এই বিষয়ে আইনগত জটিলতায় পরবর্তী পর্বে দেখবেন,
ব্যারিস্টার জিয়াউর রহমান প্লোটো সাহেব কি পরামর্শ দেন।

অপরাধ প্রকাশ খোরশেদ আলম 01781289261 টাঙ্গাইল প্রেসক্লাবে নিচতলা টাঙ্গাইল।

16/10/2025

নাসির হুজুরের স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লা #শ উদ্ধার।

অপরাধ প্রকাশ, খোরশেদ আলম:
কান্দিলা এলাকার নাসির হুজুরের স্ত্রীর ঝুলন্ত লা #শ উদ্ধার করল টাঙ্গাইল সদর থানা পুলিশ। গতকাল ১৫/১০/২৫ নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ইতিপূর্বেও বিষ পান করে আত্মহ #ত্যার জন্য চেষ্টা করে ব্যর্থ হলেও এবার তার ঝুলন্ত লা #শ দরজা ভেঙ্গে উদ্ধার করল পুলিশ । তিনি একজন পরহেজগার নারী ছিলেন বলে জানা যায়।
স্বামী মোহাম্মদ নাসির উদ্দিন একজন আলেম, তিনি হজের কাফেলা নিয়ে বাংলাদেশের হজ যাত্রী নিয়ে যান সৌদি আরবে ।
বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার আসবাবপত্র সহ নগদ টাকা প্রয়োজন এর বেশি দিয়েছে বলে ,নিহতের ভাবির মুখে শোনা যায়।
তবে কেন এই বারবার আত্মহত্যার চেষ্টা করেছিল নাসির হুজুরের স্ত্রী ।
এ ব্যাপারে তার বড় মেয়ের আচরণও সন্দেহজনক, ক্যামেরা দেখেই রাগান্বিত হয়ে যায়, নাসির হুজুর কেউ পাওয়া যায়নি বাড়িতে।
অত্যন্ত রহস্যজনক এই ঘটনার কারণ বেরিয়ে আসবে দ্বিতীয় প্রতিবেদনে।
তাই যারা ভিডিওটি দেখছেন পেইজটিতে লাইক দিয়ে এখনি ফলোয়ার হয়ে যান ।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম। 01781289261, টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল ।

15/10/2025

গ্যাসের চুলা সারতে গিয়ে ডাকাতি, অতঃপর উস্তাদে ধরিয়ে দিল অপরাধীকে।

অপরাধ প্রকাশ খোরশেদ আলম :
টাঙ্গাইল সদর উপজেলা, স্টেডিয়াম ব্রিজের পশ্চিম পাশে, পশ্চিম আকুর টাকুর পাড়া, রুহুল হাওলাদার এর বাসার ভাড়াটিয়া, মেরাজ মিয়ার বাসায় এই ঘটনা ঘটে। এরা দুজন কয়েক দিন আগে ওই বাসায় গ্যাসের চুলা নষ্ট হলে, ওস্তাদ মোহাম্মদ মোস্তাক আলী তাদের পাঠায়, তার কয়েকদিন পরে সে বাসায় গিয়ে, বাসার মালিক কে মাথায় আঘাত করে ফেলে দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়া আসে। এদের দুইজন ব্যক্তির একজনের ঠোঁট কাটা, যেটা দেখে বাড়ির মালিক চিনে ফেলে, এবং তাদের ওস্তাদ মোস্তাককে জানালে, তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা প্রমাণ পেয়ে পুলিশের হাতে তুলে দেন। একজনে পুলিশের হাতে তুলে দিয়ে আরেকজনকে ধরার প্রক্রিয়া চলছে।

অপরাধ প্রকাশ খোরশেদ আলম 0178 1289261টাঙ্গাইল প্রেস ক্লাবে নিচতলা টাঙ্গাইল।
১৫/১০/২৫

15/10/2025

মত বিনিময় সভা,
টাঙ্গাইল প্রেসক্লাব থেকে সরাসরি ।

15/10/2025

আপন শালাকে হ #ত্যা করলো দুলাভাই, তিন বৎসর পর আসামী গ্রেফতার হল পিবিআইয এর কাছে।

ধনবাড়ী সারাধীন রফিকুল নামক এক ব্যক্তিকে আপন দুলাভাই মকবুল হোসেন হত্যা করে ফেলে আসে অন্যের জমিতে,
এটি ২০২২ সালের ঘটনা,
প্রায় তিন বছর পর টাংগাইল পিবিআই ক্লু লেন্স হত্যা মামলার রহস্য উদঘাটন ও গ্রেফতার করলো সেই দুলাভাই মকবুল হোসেনকে।
গতকাল ১৪/১০/২৫ পিবিআই পুলিশ সুপার তার সবাকক্ষে প্রেস কনফারেন্সের মাধ্যমে নিশ্চিত করে।

অপরাধ প্রকাশ খোরশেদ আলম, 01781289261 টাংগাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল। আজ ১৫/১০/২৫

14/10/2025

প্রেমিক স্বামী সোহাগ জেলে, প্রেমিকা স্ত্রী
জীবন বাঁচাতে মা-বাবার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

লাইভে এসে মা-বাবার কাছে ক্ষমা চাইলো লামিচা ।

সোহাগ ও লামিছার ভাইরাল ভিডিও অনেকে দেখেছেন।
এ নিয়ে পূর্ণ ভিডিও কিছুক্ষণ পরে দেখতে পারবেন।

14/10/2025

আপন বোন জামাই হত্যা করল শালককে, গ্রেপ্তার দুলাভাই মকবুল ।

চাঞ্চল্যকর ও ক্লূলেন্স হ #ত্যা মামলার আসামি গ্রেফতার করলো টাঙ্গাইল পিবিআই

টাঙ্গাইল জেলার, ধনবাড়ী থানাধীন, গত ০২/০২/২২ তারিখ রফিকুল ইসলাম নামক এক ব্যক্তিকে হত্যা করে ফেলে রাখে অন্যের জমিতে ।

সরাসরি

13/10/2025

ধৈর্য হারিয়ে শাশুড়ির নির্যাতনে এক সন্তানের মা কবরীর আত্মহ #ত্যার অভিযোগ।

স্ত্রীর জন্য অর্ধ পাগল নির্দোষ স্বামী আলামিন।
দেলদুয়ার থানাধিন, আলালপুর গ্রামের ঘটনা।
পরবর্তী ঘটনা জানতে পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান।
অপরাধ প্রকাশ চ্যানেল
খোরশেদ আলম,01781289261, টাংগাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল।

12/10/2025

টাঙ্গাইল শহর ও শহরে প্রবেশ পথগুলোতে ছিনতাই বেড়েই চলেছে,

ভোর চারটা থেকে ব্যবসায়ী এবং চাকরিজীবী বেশিরভাগ ছিন্তাইয়ের কবলে পড়ে, মোবাইল, নগদ টাকা, সাথে থাকা ল্যাপটপ, সহ অন্যান্য সব চিন্তাই হয়ে যাচ্ছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি যারা রাস্তায় চলাফেরা করেন তাদের সতর্ক করতে, ফজরের নামাজ শেষে লাইভে আসা ।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলা টাঙ্গাইল।

12/10/2025

স্ত্রী ফাঁ #সি নিয়ে মৃ #ত্যুবরণ করায়, স্বামীর আর্তনাদ,

শুরুতেই পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান পরবর্তী ঘটনা দেখতে ।

অপরাধ প্রকাশ ,খোরশেদ আলম:
দেলদুয়ার থানাধীন , ১ নং দেউলী ইউনিয়নের আলালপুর গ্রামের, আলামিন মিয়ার স্ত্রী এক সন্তানের মা কবরী ,নিজ বাড়ীতে আত্মহ #ত্যা করে জীবন দেবার পর ,
স্বামী একেবারেই ভারসাম্যহীন হয়ে পড়েছে, শ্বশুর বাড়ির কারো অভিযোগ নেই এই স্বামীর উপর। তবে শাশুড়ি এবং ওই বাড়ির লোকদের প্রতি নির্যাতনের বিভিন্ন কথা শোনা যায়।

বিস্তারিত আইন-শৃঙ্খলা বাহিনী সত্যতা বের করবে।
হাসপাতালের মর্গ থেকে সরাসরি ।
অপরাধ প্রকাশ, খোরশেদ আলম টাঙ্গাইল প্রেসক্লবের নিচতলা টাঙ্গাইল ।

10/10/2025

জুম্মার নামাজ শেষে আতরের দোকানে,
আমার একমাত্র ছেলে মোঃ:খালিদ হুসাইন আতর ব্যবহার করাটা খুবই পছন্দ করে , তাই সামনে আতরের দোকান পড়ে গেলে না কিনে উপায় নেই।
টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ এ জুম্মার নামাজ শেষে আতরের দোকানে ।

06/10/2025

মামাতো ভাইয়ের স্ত্রীকে ধ #র্ষণের চেষ্টায় ব্যর্থ, সমাধান করতে মাতব্বর কে অপমান করায় আজহার মিয়ারকে মারপিট করেছে উপস্থিত জনগণ।

(তৃতীয় পর্ব)
তুচ্ছ ঘটনায় বেধড়ক মারপিটের অভিযোগ আজহার মিয়ার ।

বিবাদী ছোট ভাইয়ের স্ত্রী, আজহারের প্রতি ধ #র্ষণের চেষ্টা অভিযোগ করল টাঙ্গাইল সদর থানায়।

অপরাধ প্রকাশ, খোরশেদ আলম :
টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া ইউনিয়ন এর
নন্দের বেতকা বোয়ালি গ্রামের , মৃত নেওয়াজ আলীর ছেলে মো, আজহার আলীকে কু #পিয়ে গুরুতর আহত করার অভিযোগ মিথ্যে , তাকে চাপাতি দিয়ে কোপানো হয়নি কপালে দুটি সেলাই ।
অন্যদিকে মামাতো ভাইয়ের স্ত্রীকে ধ #র্ষণের চেষ্টার অভিযোগে সালিশে বসে, রায় বা মীমাংসার পূর্বে আজহার মিয়াকে মারপিট করেছে। দাবি গভীর রাতে মামাতো ভাই এর স্ত্রীকে দর্শনের চেষ্টায় ব্যর্থ হলে, সিঙ্গাপুর প্রবাসী স্ত্রী তার বাড়ির লোকদের ফোন করে ডেকে আনে
বিস্তারিত প্রবাসী মামাতো ছোট ভাইয়ের স্ত্রী,মুখে ।

চতুর্থ পর্বে, মাতাব্বর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের সাক্ষাৎকার নিয়ে ধ #র্ষণের চেষ্টার অভিযোগের সত্যতা দেখতে পারবে আসলে ঘটনাটি তুচ্ছ নয়। তবে কেন আজহার মিয়াকে আহত করলো, কেনই বা সালিশে বসেছিল বিস্তারিত দেখতে পারবেন চতুর্থ প্রতিবেদনে।

গত ৩০/০৯/২৫ রাত আনুমানিক ১: ৩০ ঘটিকার ঘটনা।

অপরাধ প্রকাশ, খোরশেদ আলম 01781289261 টাংগাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল।
০৬/১০/২৫

Address

Beradoma
Tangail
1900

Telephone

+8801781289261

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপরাধ প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অপরাধ প্রকাশ:

Share