GAMER ANIK M

GAMER ANIK M GAMING VIDEO

ভাই শহীদ হওয়ার পর বোনের কিছু কথা 😓 ...ছবির ছেলেটা আমার ভাই, আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালো...
31/07/2024

ভাই শহীদ হওয়ার পর বোনের কিছু কথা 😓 ...
ছবির ছেলেটা আমার ভাই, আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা-ই হবেনা, সুযোগ কই?

যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসেই সে আমাদের দুই বোনের গায়ে স্ব-সম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম, ভালোবাসার ডাক আরকি। ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইলো, কিন্তু টুনা ই রয়ে গেলো আমাদের কাছে, সৈকত হইতে পারলোনা। কি রাগ তার!!! "আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবানা তো সেবন্তি আপু"। ১১ই সেপ্টেম্বর এ তার ২০ বছর হওয়ার কথা ছিলো। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো,"সেবন্তি আপু,কি কেক বানাবা তুমি?"

কত হাসিখুশি ছিলাম আমরা। এখন বুকে খালি হাহাকার, কি যেন নাই, নাই তো

আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মত ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে?

বিচার কাকে দিবো? আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কক্ষনো কারোর সাথে অবিচার করতে পারেনা। হাশরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ।

আমি জানিনা আমরা আর কক্ষনো মন খুলে হাসতে পারবো কিনা, ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা, কক্ষনো সত্যিকারের ভালো থাকবো কিনা। কিচ্ছু জানিনা। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ, সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মত বন্ধুকে বাচাতে গিয়েছিলো, কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাওকে বিপদে দেখে সাহায্য করতে হয়।

কক্ষনো আর ভাইকে দেখতে পাবোনা, জড়িয়ে ধরতে পারবোনা, গালে-কপালে জোড় করে চুমু দিতে পারবোনা, আর কক্ষনো বলতে পারবোনা, "টুনা কয়েল ধরায়ে দে","টুনা পানি দে"। আমার ভাই শহিদ, শুক্রবার দিন, দুপুর ৩:৩৭ এ আমার ভাইয়ের মাথায় গুলি

করা হয়েছে। মুসলমান দের জন্য শুক্রবার এ মৃত্যু হচ্ছে স্বপ্ন, আর তার উপর

মুহাররম মাস!! জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা। আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার! বিদ্র-সবাইকে জানাতে চাই আমার ভাই শহিদ, ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কক্ষনো কারোর ক্ষতি করেনি।

#আমার_আল্লাহর_কাছে_বিচার_দিলাম

শহীদের বোনের থেকে কপি।

Address

BARUHA, TANGAIL
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when GAMER ANIK M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share