
21/07/2025
এই বিমান দুর্ঘটনায় কোন জাতি সহ্য করবে না৷ কতগুলো নিষ্পাপ প্রানের আহাজারি৷ কত মায়ের বুক খালি৷ হে আল্লাহ আর যেন কোন জাতি এরকম দুর্ঘটনা না দেখে৷ এঘটনা দেখে চোখে পানি দরে রাখতে পারলাম না৷ বুক ফেটে কান্না বেরিয়ে আসতেছে৷ ছেলে মেয়ে সবারই আছে৷ চোখের সামনে এরকম ছোট ছোট শিশুদে চিৎকারে বাংলার বাতাস ভারি হয়ে গেছে৷ সন্তানের জন্য মায়ের আহাজারি সহ্য করার মতো না৷ সবাই দুর্ঘটনা আহত সকলের জন্য দোয়া করবেন৷ হে আল্লাহ তুমি দুর্ঘটনায় নিহত আহত সকলের পরিবারকে ধৈর্য দারন করার তৌফিক দান করুন৷ আমিন@