Shan Babuツ

Shan Babuツ আবেগ জড়িত মস্তিষ্ক 🧠আমার

(B.G-B+)

চেষ্টা করেছি সত্য কথা বলার। এখানে বানিয়ে কিছু বলিনি।
১. পড়াশোনা না জব?
- পড়াশোনা।
২. ফেসবুকিং ছাড়া কী করো?
- অনেক কিছু করি। সংগঠন করি। প্রচুর বই পড়ি। লেখালিখি করি টুকটাক। ইউটিউব ঘাটি। আড্ডা দেই, নতুন মানুষদের সাথে পরিচিত হই।
৩. বর্তমান ক্রাশের নাম কী?
- বর্তমানে কোনো ক্রাশ নেই। সর্বশেষ ক্রাশ নেই
৪. হারিকেনের আলোয় পড়েছো?
- প্রচুর, কখনো এই নিয়ে বিস্তর লেখবো। আমাদের বাড়িতে যখন বিদ্যুৎ ছিলোনা তখন মশা

রির ভিতরে হারিকেন ঢুকিয়ে শুয়ে শুয়ে উপন্যাস পড়তাম, কবিতা পড়তাম, পাঠ্যবই পড়তাম।
৫. কোনটা বেশি অপ্রয়োজনীয়?
- খারাপ জিনিসকে প্রোমোট করা। দশটা বাজে বইয়ের কথা না বলে একটা ভালো বইয়ের কথা বলা ভালো।
৬. আইসক্রিম কামড়িয়ে খাইছো?
- এখনও খাই।
৭. হাসপাতালের মর্গে গিয়েছিলা?
- হ্যা।
৮. পুলিশি ঝামেলায় পড়েছিলা?
- না। আমরা খুব নিরীহ পরিবার, আমিও।
৯. কখনো প্রেমপত্র লিখেছো?
- প্রকৃত প্রেমটাই হয়ে উঠেনি আমার। তাই লেখাও হয়নি। ইচ্ছে আছে, লেখবো।
১০. রাতে কবরস্থানে গিয়েছো?
- হ্যা। যাই, কবরস্থানে গিয়ে দাদা দাদির কবরটা দেখি, চোখের জল ফেলি, দোয়া পড়ি।
১১. আঙুলের নখ কামড়াও?
-না।
১২. ভূত দেখছো?
- আমি দেখিনি, মা দেখেছেন, আমি তাকে বিশ্বাস করি।
১৩. জীবনের শেষ ইচ্ছা কী?
- সমস্ত টাকা জমিয়ে একটা সুস্বজ্জিত লাইব্রেরি বানাবো, আর সেখানে বসে বই পড়বো। ইনশা আল্লাহ
১৪. একপাক্ষিক ভালোবেসেছো?
- হ্যাঁ। আমি খুব ঘনঘন প্রেমে পড়ি, আমার কাছে প্রেমে পড়ার অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে' সুন্দর অনুভূতি বলে মনে হয়, সবচেয়ে' নিরেট, তাই আমি প্রেমে পড়তে, ভালোবাসতে কার্পণ্য করিনা। এবং সেটা শুধু আমার তরফ থেকেই হয়।
১৫. প্রথম চুমু কখন খেয়েছিলে?
- বাচ্চা কালে,,.
বাবা মা কে
১৬. ফেইক আইডি কয়টা?
- ফেইক আইডি নেই। তয় আইডি দুইটা, ওইটাও মূল নামেই, ছবি নেই।(পরিবার আর ঘনিষ্ট মানুষ ছাড়া ওটাতে আর কেউ নেই)
১৭. ফেসবুকে কার জন্যে থাকো?
- কারও জন্যেই থাকি না। নিজের ইচ্ছেতে নিজের জন্য থাকি।
১৮. একজনকে নিতে বললে কাকে নিবা?
- মা কে।
১৯. প্রিয় রঙ কী?
- একসময় কালো পছন্দ করতাম খুব। এখন হালকা যেকোন কালারই ভালো লাগে।
২০. ভালোবাসো কাউকে?
- অনেককেই ভালোবাসি। ফ্যামিলিকে ভালোবাসি। বন্ধুবান্ধবকে ভালোবাসাকে ভালোবাসি।
২১. দিনের কোন সময়টাকে বেশি ভালোলাগে?
- রৌদ্র নেই এমন বিকেল, আর মাঝরাত।
২২. কী পড়তে বেশি ভালোলাগে?
- গল্প, উপন্যাস, কবিতা সবই পড়ি। সবই ভালো লাগে। তবে উপন্যাস বেশি ভালো লাগে।
২৩. জীবনের লক্ষ্য কী?
- সৎ থেকে পরিবারের খরচ চালানোর মতো একটা জব। আর... লেখালিখিটাকে পাকাপোক্ত করা। কিছু সুখাদ্য লেখা।
২৪. আয়নায় নিজেকে দেখে কী ভাবো?
- নিজের যত্ন নেওয়া উচিত। নেইনা,নিজের প্রতি রাগ হয়।
২৫. এখন পর্যন্ত এক্স কতটা?
- সিরিয়াস প্রেম হয় নাই । সেই হিসেবে না থাকার কথা।
২৬. ছ্যাঁকা খেয়েছেন নাকি দিয়েছেন?
- দিয়েছি।
২৭. গান গাইতে পারো?
- পারি। খুব ভালো ও না, আবার বেসুরো ও না। শোনার যোগ্য গানই পারি।
২৮. ইনবক্সে কোন কথাটি বেশি শুনো?
- 'ভুলে গেলা', 'কি অবস্থা,,হারামি,
২৯. প্রিয় খাবার কী?
- ভাত, আলুভাজি, , সালাদ।
৩০. নিজেকে ইচ্ছেগুলোকে কেমন প্রাধান্য দেও? কী কী শখ আছে?
- প্রাধান্য আবার কী! সবই নিজের ইচ্ছেতে করি,
অনেক শখ আমার, সাধ্যের মধ্যে হলে পূরণ করে ফেলি তাৎক্ষণিক। একুরিয়াম থাকবে, একদিন বিশাল লাইব্রেরী হবে, একটা কুঁড়েঘর থাকবে, আরো অনেক বাচ্চা বাচ্চা শখ আছে আমার, যেমন আমার বেলুন পছন্দ, ঘুড়ি পছন্দ।
#ট্রেন্ডেঅংশগ্রহণকরলাম
*আরও কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

28/11/2025

চা-দেশে উড়াল দিলাম

নেপালীয়ান জামাই
26/11/2025

নেপালীয়ান জামাই

আবারও যাওয়া যায়
24/11/2025

আবারও যাওয়া যায়

21/11/2025

ঘুরাঘুরি 🖤

Miss you 💔দাদাই
19/11/2025

Miss you 💔
দাদাই

স্মৃতিময় দিন🖤
04/11/2025

স্মৃতিময় দিন🖤

ঘুরাঘুরি
03/11/2025

ঘুরাঘুরি

28/10/2025

চা বাগানের সবুজ যেন তোমার চোখের মতোই শান্ত, কোমল, আর গভীর।

20/06/2025

বৃষ্টির দিনে সবচেয়ে বেশি কি হারায়- মন নাকি ছাতা...??

17/06/2025
পাহাড় আমাকে ভীষণ ভাবে ডাকে
11/02/2025

পাহাড় আমাকে ভীষণ ভাবে ডাকে

Address

Madhupur-golabari
Tangail
1996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shan Babuツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category