Jibon songe / জীবন সঙ্গী

Jibon songe / জীবন সঙ্গী *☆আসসালামু আলাইকুম☆*

🕋🕋🕋

নামাজ পড়ে আল্লাহ কে ডাকেন জান্নাত আপনাকে ডাকবে
ইনশাআল্লাহ
(1)

25/11/2025

-যদি অসাধ্য কে সাধন করা যেত, তাহলে তুমি আমার না হলে ও' আমি তোমাকে আমার করে নিতাম..!! ❤️‍🩹🥀

22/11/2025

এমন ভালোবাসা হাজার বছর বেঁচে থাকুক

゚ @ [429198539743724:49210:]

কালো বোরকা পরা মেয়েটি আর ভাইরাল ছেলেটা এক সময় একসাথে পড়াশোনা করতো। তখন মেয়েটিকে ছেলেটা অনেক ভালোবাসতো।কিন্তু মেয়েটি ছেলে...
21/11/2025

কালো বোরকা পরা মেয়েটি আর ভাইরাল ছেলেটা এক সময় একসাথে পড়াশোনা করতো। তখন মেয়েটিকে ছেলেটা অনেক ভালোবাসতো।

কিন্তু মেয়েটি ছেলেটির ভালোবাসাকে সেভাবে পাত্তা দেয়নি। বুঝতেই চাইনি ছেলেটা তাকে কত চায়। মেয়েটির অবহেলায় ছেলেটি এক সময় পড়াশোনা ছেড়ে দেয়, দিন যায় মাস যায়- ছেলেটি আর কলেজে আসেনি।

লেখাপড়া ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায়। পরবর্তীতে মেয়েটি ছেলেটিকে বহু জায়গায় খুঁজেও আর পায়নি। অনেক বছর পর মেয়েটি বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়ে দেখে সেই ছেলেটিই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কমবাইন্ড একটি অনুষ্ঠানে হাজির হয়েছে। তখন মেয়েটি ছেলেটাকে দেখে পাগলের মতো তাকিয়ে থাকলেও ছেলেটি একটিবার তার দিকে ফিরেও দেখেনি।

কিন্তু মেয়েটি ছেলেটিকে চিনে ফেলতেই তার চোখে অস্থিরতা। যে মেয়েটির চোখে এক সময় প্রতিদিনই মরতো ছেলেটি, সেই ছেলেই তাকে দেখলো না এমন, অবস্থা দেখে মেয়েটি নিজের মুখের মাস্ক খুলে নিজের চেহারা দেখায় আর মারতে শুরু করে- মূলত মেয়েটিও ছেলেটি মন থেকে ভালোবেসেছিল। ছেলেটিকে কত খুঁজেছে-তাকে এত বছর কত মিস করেছে। কত যন্ত্রণার মধ্যে গেছে এতটা বছর।

কতবার মেয়েটি বলতে চেয়েছে সেও ছেলেটিকে ভালোবাসে। কিন্তু পায়নি। আজ এত বছর পর সেই
ছেলের দেখা পেয়ে নিজেকে সামলে রাখতে পারেনি, মুখের মাস্ক খুলে নিজেই দেখিয়ে দেন সেই মেয়েটি সে। আর আবেগে ছেলেটি মা"রতে শুরু করে- কেন তাকে এত বছর এত কষ্ট দিয়েছে।❤️‍🩹❤️‍🩹

🤲🤲
20/11/2025

🤲🤲

18/11/2025

যে ব্যক্তি ফজর নামাজ ছেড়ে দেয় তার মুখের জ্যোতি কমে যায় যে ব্যক্তি চোর নামাজ ছেড়ে দেয় বরকত কমে যায়

আমি কিন্তু সিঙ্গেল
18/11/2025

আমি কিন্তু সিঙ্গেল

🇧🇩নামাযের পর কিছু প্রয়োজনীয় আমল🕋১)রাসূলুল্লাহ সাঃ প্রত্যেক ফরয নামায শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ ‌ বলতেন।[মুসলিম, ১২২২]২)...
16/11/2025

🇧🇩নামাযের পর কিছু প্রয়োজনীয় আমল🕋

১)রাসূলুল্লাহ সাঃ প্রত্যেক ফরয নামায শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ ‌ বলতেন।
[মুসলিম, ১২২২]

২) তারপর “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম” – এটি পরতেন ।[মুসলিম, ১২২১]

৩)সুবহান আল্লাহ (৩৩ বার) । আলহামদুলিল্লাহ (৩৩ বার) ।
আল্লাহু-আকবার (৩৩ বার) ।
(লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা-লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বদীর”) (১ বার) ।এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়।)
[মুসলিম, ১২৪০]

4) আয়াতুল কুরসী (সূরা বাক্বারা আয়াত-২৫৫) ১ বার পড়া।
ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোন দূরত্ব থাকেনা।
[নাসাঈ]

(৫) ﺃﻟﻠﻬﻢ ﺃﺟﺮﻧﻲ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ "আল্লাহুম্মা আজিরনী মিনান নার" ৭
বার, ফজর ও মাগরিবের পর। সে দিন বা সে রাতে মারা গেলে
আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।

(৬) সূরা ইখলাস, ফালাক্ব ও সূরা নাস, প্রত্যেকটি ৩ বার
করে, ফজর ও মাগরিবের পর। রাসূল (সা.) বলেন, সকাল-
সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না।

(৭) দূরুদ শরীফ ১০ বার, ফজর ও মাগরিবের পর। কেয়ামতের
দিন রাসূলের শাফা'আত লাভ করবে।

(৮) ﺭﺿﻴﺖ ﺑﺎﻟﻠﻪ ﺭﺑﺎ ﻭﺑﺎﻹﺳﻼﻡ ﺩﻳﻨﺎ ﻭﺑﻤﺤﻤﺪ ﻧﺒﻴﺎ ("রাদ্বীতু বিল্লাহি
রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা") ৩ বার, ফজর ও মাগরিবের পর। রাসূলুল্লাহ (সা.)
হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন।

(৯)রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ».
(সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহী)
তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।

আল্লাহ্ সুবহানাহু তাআলা আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

বুখারী ৭/১৬৮, নং ৬৪০৫; মুসলিম ৪/২০৭১, নং ২৬৯১.

14/11/2025

জীবন শেষ হয়ে যাক তবুও আমাদের বন্ধুত্ব শেষ না হোক
👨‍❤️‍👨💝

13/11/2025

12/11/2025

11/11/2025

একটা বাস্তব কথা কি জানেন যোগ্যরা করে লড়াই আর অযোগ্যরা করে মামা চাচার বড়াই এটাই বাস্তব কথা

Address

Tangail
816816

Alerts

Be the first to know and let us send you an email when Jibon songe / জীবন সঙ্গী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share