Unknown

Unknown Let's New.

05/07/2025

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।

ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।

যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি।😅

17/06/2025
26/05/2025

আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করেনা সেই মানুষটা আপনার না! তাকে অযথা বিরক্ত করা বাদ দেন! সে ভাল থাকুক,আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন!🖤

Green Brigadeb- Celtic🍀🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🇵🇸
06/04/2025

Green Brigadeb- Celtic🍀🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🇵🇸

28/03/2025

Last Friday Of Ramadan
May We See Ramadan Again Next Year And Many More.
Ameen. ❤️

27/03/2025

"If Allah making you wait, Allah is preparing something great."

24/03/2025

যদি তুমি পিছনে ফিরে তাকাও, তাহলে দেখতে পাবে যে "আল্লাহ" তোমাকে যে পরিস্থিতিতে ফেলেছেন, তা তোমাকে বদলে দিয়েছে, তোমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে, তোমাকে শক্তিশালী করেছে, তোমাকে শিক্ষা দিয়েছে, অথবা তোমাকে আরও ভালো মানুষ করে তুলেছে। তিনি যা কিছু করেন, তারই একটা উদ্দেশ্য থাকে! 🍀

17/03/2025

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়।
শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন কাউকে পছন্দ হওয়ার আগে - পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব আরো একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।
এই এতকিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো। তখন দেখবেন সে সিঙ্গেল না, আবার মনে করেন সিঙ্গেল হলোও কিন্তু সে তার এক্স কে এখনো গেট ওভার করতে পারেনা টাইপ আরো নানান ক্যাচাল।
ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ।
এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে। কারো সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটিশুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে।
এই বয়সে বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে
মানুষ। যেখানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচা যায়। উষ্কখুষ্ক চুল, পুরোনো জামা, সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মত চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাড়িয়ে পড়া যায়।
যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায়।
হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে।

Address

Tangail
1900

Telephone

+8801881517186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unknown posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unknown:

Share