01/09/2023
বইয়ের নামঃ স্মার্টফোন রিভিউয়ের টুকিটাকি
লেখকঃ আফরাহিম সিদ্দিকী অহন
টপিকঃ স্মার্টফোনের ডিজাইন
যুগের পর যুগ যাচ্ছে একটি স্মার্টফোনের ডিজাইনে কিন্তু ব্যাপক বিপ্লব ঘটেছে। তবে সত্যিকার অর্থে বলতে গেলে সেটি কিছুটা হতাশাজনক। ২০১৪,২০১৫,২০১৬ কিংবা ২০১৭ সালের কোন ফোনের ডিজাইনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, মিড রেঞ্জে কিন্তু মেটাল এবং অ্যালুমিনিয়াম ফিনিশের ফোন দেখা যেত। যেটা সত্যি প্রিমিয়াম অনুভুতি দিত। কিন্তু এখন কি এসব ফোন পাওয়া যায় না তেমন। পাওয়া গেলেও সেগুলোর দাম আমাদের হাতের নাগালের বাইরে। তবে অন্য কারোও কেনার সামর্থ্য থাকলে সেটা অন্য ব্যাপার। এখন প্লাস্টিক ফিনিশের ফোন বেশি দেখা যায়। আবার গ্লাসটিক ফিনিশের ফোনও দেখা যায়। প্লাস্টিক এবং গ্লাসের সংমিশ্রণে যেটি তৈরি হয় সেটাই গ্লাসটিক । তাই এখন ডিজাইনের কথা যদি বলি তাহলে অনেক কিছু আমাদেরকে কম্প্রোমাইস করতে হবে। তবে আমার পরামর্শ থাকবে এমন কোন ফোন কিনুন যেটা ধরতে সুবিধা হবে । তাছাড়া ডিজাইন যার যার ব্যক্তিগত ব্যাপার।