YASH

YASH 🆔🕉🕉Voice Artist🕉🕉🆔
For Sponsorship inquiries:-
Plz Email:- [email protected]

সূর্য নয়, নতুন আশা উঠছে! শুভ সকাল শুণ নবমী ।​(Sūrjo noy, Neton asha uthchhe! Shubho shokal; Shuvo Novami.)
01/10/2025

সূর্য নয়, নতুন আশা উঠছে! শুভ সকাল শুণ নবমী ।
​(Sūrjo noy, Neton asha uthchhe! Shubho shokal; Shuvo Novami.)

শুভ সন্ধ্যা
28/09/2025

শুভ সন্ধ্যা

যে নারী স্বামীর গোপনীয়তা রক্ষা করে না, তার কাছে স্বামী আর কখনো মনের কথা বা মনের দরজা খোলে না । – সম্পর্ক তেতো হয়ে যায়।এক...
27/09/2025

যে নারী স্বামীর গোপনীয়তা রক্ষা করে না, তার কাছে স্বামী আর কখনো মনের কথা বা মনের দরজা খোলে না ।

– সম্পর্ক তেতো হয়ে যায়।

একজন পুরুষ দিনের শেষে ঘরে ফেরে শুধু শান্তি খুঁজতে।
বাইরের পৃথিবী তার জন্য যুদ্ধক্ষেত্র, আর মা ও স্ত্রীর কোলটাই তার নিরাপদ আশ্রয়।
তাই সে নিজের ভেতরের ভয়, দুশ্চিন্তা, ব্যর্থতা কিংবা সবচেয়ে গোপন স্বপ্ন—মায়ের কাছে শিয়ার করতে না পারলেও; সবকিছুই প্রথমে শেয়ার করে স্ত্রীর সাথেই।

কিন্তু দুঃখের বিষয় হলো—
যখন সেই গোপন কথা গুলো স্ত্রীর মুখ থেকে বের হয়ে যায় অন্য কারও আড্ডায়, আত্মীয়দের কাছে বা বান্ধবীদের সঙ্গে হাসি-ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায়, তখন স্বামীর ভেতরে একরাশ আগুন জ্বলে ওঠে।
সে ভাবে—
👉 “যার কাছে আমি সবচেয়ে নিরাপদ মনে করি, সে-ই যদি আমাকে উলঙ্গ করে দেয়, তবে আমার আশ্রয় কোথায়?”

⚠️ এর পরিণতি ভয়াবহ:

স্বামী ধীরে ধীরে স্ত্রীর প্রতি বিশ্বাস হারায় ও অবিশ্বাস জন্মাতে থাকে তার মনে ।

সে নিজের মনের দরজা একেবারে বন্ধ করে ফেলে।

যা একসময় খোলামেলা ছিল, তা হয়ে যায় নীরব ও নিস্তেজ ।

সংসারের উষ্ণতা তেতো হয়ে যায়, সম্পর্ক পরিণত হয় কেবল দায়িত্বের খোলসে।

মনে রাখবেন—
স্বামী যত শক্তই হোক না কেন, তার ভেতরেও একটা ভঙ্গুর মানুষ আছে।
সে চায় না সবাই তার দুর্বলতা জানুক।
স্ত্রীর কাছে সে নিজের সবকিছু উজাড় করে দেয়, কারণ সে বিশ্বাস করে—এই নারীই তার সবচেয়ে বড় রক্ষক।
কিন্তু যদি সেই নারী-ই বিশ্বাসঘাতক হয়, তবে স্বামী আর কখনো সেই পথে হাঁটে না।

আজ আয়নায় দাঁড়িয়ে প্রশ্ন করুন নিজেকে—
👉 আপনার স্বামী কি এখনো আপনাকে মনের কথা বলে? না কি শুধু প্রয়োজনের কথা টুকো হয় ।
নাকি ধীরে ধীরে চুপ হয়ে গেছে, কারণ সে জানে—তার গোপন কথাগুলো আর আপনার কাছে নিরাপদ নয়?

#বিশ্বাস #ভালোবাসা #গোপনীয়তা

✨ সন্ধ্যার হাওয়ায় ভালোবাসার বার্তা পাঠালাম, ধরতে পারলে মনে রেখো—আমি আছি শুধু তোমার জন্য। 🌹শুভ সন্ধ্যা
27/09/2025

✨ সন্ধ্যার হাওয়ায় ভালোবাসার বার্তা পাঠালাম, ধরতে পারলে মনে রেখো—আমি আছি শুধু তোমার জন্য। 🌹

শুভ সন্ধ্যা

27/09/2025
☀️ দুপুরের রোদে ঝরে সোনালি আলো,তোমায় ছাড়া মনে হয় সবই যেনো শূন্য এলোমেলো।রোদের গন্ধে যেমন ছায়ায় টানে,তেমনি তোমার ছোঁয়ায় প...
27/09/2025

☀️ দুপুরের রোদে ঝরে সোনালি আলো,
তোমায় ছাড়া মনে হয় সবই যেনো শূন্য এলোমেলো।
রোদের গন্ধে যেমন ছায়ায় টানে,
তেমনি তোমার ছোঁয়ায় পাই হৃদয়ের প্রানে।

শুভ দুপুর, প্রিয়তমা—
তুমি থাকলেই দুপুর হয় পূর্ণ ভালোবাসায় ভরা। 💛🌹

এই পোস্টে সাড়া দিলে আপনিও পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেসন! রিচ এগেজমেন্ট  হলেই দিচ্ছে কনটেন্ট monetize
26/09/2025

এই পোস্টে সাড়া দিলে আপনিও পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেসন! রিচ এগেজমেন্ট হলেই দিচ্ছে কনটেন্ট monetize

শুভ সকাল বন্ধুরা
26/09/2025

শুভ সকাল বন্ধুরা

Address

TANGAIL- DHAKA, DIVISION, BANGLADESH
Tangail
1983

Alerts

Be the first to know and let us send you an email when YASH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YASH:

Share