MBAVlogs by mbamuktar

MBAVlogs by mbamuktar Welcome to my MBAvlogsbymbamuktar Page. upload travelling photos and Videos.
(1)

24/08/2025
18/08/2025

ভর্তির বিজ্ঞপ্তি
দক্ষিণ কোরিয়ায় ল্যাঙ্গুয়েজ কোর্স
(কোরিয়ান ভাষা)
ডিসেম্বর ২০২৫ ও মার্চ ২০২৬ ভর্তি

বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ল্যাঙ্গুয়েজ কোর্স (কোরিয়ান ভাষা) ভর্তির জন্য আগ্রহী প্রার্থী হতে তথ্য গ্রহণ করা হচ্ছে। উক্ত ল্যাঙ্গুয়েজ কোর্সে IELTS ছাড়াই নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে মান সম্মত কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ আছে। ভিসা ক্যাটাগরি: D-4-1। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে কমেন্টস-১-এ প্রদত্ত গুগল ডকস ফর্মে চাহিত তথ্য দাখিল করতে হবে। প্রাপ্ত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট প্রার্থীকে বোয়েসেলে অফিসে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিলের জন্য ইমেইল/এসএমএস প্রেরণ করা হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিম্নবর্ণিত শর্ত পূরণ পূর্বক ইপিএস-এর রোস্টারভুক্ত বা রোস্টার থেকে ডিলিটকৃত প্রার্থীদের ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তির অফার লেটার প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/বিশ্ববিদ্যালয় সুপারিশ করা হবে।

যোগ্যতা: SSC & HSC (GPA 3.50)/DIPLOMA MINIMUM RESULTS (GPA 3.00)
HSC/DIPLOMA পাশের সাল: ২০২৩.২০২৪.২০২৫
ব্যাংক সলভেন্সি: $১০,০০০ (বিগত ছয় মাস লেনদেনসহ) তবে সম্পদের পরিমাণ বেশি হলে ভিসা ইস্যুর ক্ষেত্রে সহায়ক হবে।
স্পন্সর: নিজ অথবা পিতা-মাতা, বিশেষ ক্ষেত্রে স্বামী/স্ত্রী (এছাড়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)

ডকুমেন্টস: স্টুডেন্ট ভিসা (D-4-1) আবেদন করতে প্রয়োজনীয় প্রমাণাদি:
📁 ব্যক্তিগত ডকুমেন্টস:
* বৈধ পাসপোর্ট (ছয় মাস মেয়াদ সহ) (ফটোকপি নোটারী করার প্রয়োজন নাই)
* ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট, সফট কপিসহ)
* জন্মনিবন্ধন (ইংরেজি অনলাইন/ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড)
* নিজ NID (ইংরেজি অনুবাদ সহ, নোটারাইজড)
* বাবা-মা-এর NID বা পাসপোর্ট (ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড)
* E-mail, Phone Number, Parents Phone number (ভর্তি সংক্রান্ত সকল যোগাযোগ ইমেইল এর মাধ্যমে হবে)

📘 একাডেমিক ডকুমেন্টস:
* SSC এবং HSC/Diploma সার্টিফিকেট ও মার্কশীট
* mygov.bd থেকে সত্যায়নকৃত কপি (কোরিয়া দূতাবাসের সত্যায়নের প্রয়োজন নেই)

👨‍👩‍👧 পারিবারিক ডকুমেন্টস:
* বাবা-মায়ের পক্ষ থেকে No Objection Certificate (NOC) (যেকোনো ফরমেটে)
* ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট ইংরেজিতে mygov.bd থেকে (অথবা সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নোটারাইজড)

🛡️ নিরাপত্তা ও স্বাস্থ্য ডকুমেন্টস:
* Police Clearance Certificate (মূল কপি) (চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাক্ষাৎকার শেষে গ্রহণ করা হবে)
* টিবি টেস্ট / মেডিকেল সার্টিফিকেট (চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাক্ষাৎকার শেষে গ্রহণ করা হবে, দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিকেল থেকে সম্পন্ন করতে হবে)

💰 আর্থিক ডকুমেন্টস:
* ব্যাংক সলভেন্সি $১০,০০০ এর উপর ও ৬ মাসের স্টেটমেন্ট লেনদেন সহ (সলভেন্সি সার্টিফিকেটে ডলার উল্লেখ করতে হবে)
* স্পন্সরের TIN, TAX, চাকরির প্রমাণ বা ট্রেড লাইসেন্স (নোটারীসহ ইংরেজিতে অনুবাদ হতে হবে)। তবে নিজের নামে স্পন্সর দেওয়া যাবে, স্পন্সর পিতা মাতার বাহিরে স্বামী/স্ত্রীর বাহিরে দেওয়া সম্ভব নয়। ইনকাম সোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে হবে। স্পন্সর নিজের নামে হলেও পিতা মাতার তথ্য সরবরাহ করতে হবে)
* CA ফার্ম দ্বারা সম্পত্তির মূল্যায়ন রিপোর্ট (ছবি সফট কপি সহকারে)
*নামে ভুল থাকলে:
নাম যদি কোনো ডকুমেন্টে মিল না থাকলে, সংশ্লিষ্ট নাম অনুযায়ী এফিডেভিট করতে হবে।

***সকল ডকুমেন্ট স্ক্যান করে JPG ফাইল নিজের ইমেইলে (অনলাইন ড্রাইভে) সংরক্ষণ রাখতে হবে। স্ক্যান কপি পরিষ্কার না হলে আবেদন প্রাথমিক যাচাইতে বাতিল বলে গণ্য হবে। স্ক্যান কপি প্রিন্ট করার উপযুক্ত হতে হবে। অবাঞ্চনীয় কালি/দাগ থাকা যাবে না, ডকুমেন্টস্ এর কোন অংশ বাদ/কাটা থাকা যাবে না। অবশ্যই কালার রঙ্গিন প্রিন্ট হতে হবে। Mobile camera/ App scanner ব্যবহার করা যাবে না। নোটারি করার সময় স্টিকার সম্পূর্ণ থাকতে হবে, পরর্তী পাতা ভাজ করা যাবে না। সকল ডকুমেন্টস্ দুই সেট প্রস্তুত করতে হবে (এক সেট বিশ্ববিদ্যালয়ে জমার জন্য এবং ২য় সেট ভিসা ইস্যুর ক্ষেত্রে আবেদনের সময় এ্যাম্বাসিতে জমা দিতে হবে)।

D4-1 কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য সম্ভব্য একাডেমিক প্রতিষ্ঠান:
Excellent Certified University (CCVI Issue in Korea)
১) SEMYUNG UNIVERSITY
২) CHUNG-ANG UNIVERSITY
৩) KOREA UNIVERSITY
৪) SUNGSHIN WOMEN’S UNIVERSITY
৫) SOOKMYUNG WOMEN’S UNIVERSITY
৬) HANYANG UNIVERSITY
Certified University (VISA APPLY FROM BD)
৭) KANGWON NATIONAL
৮) SEOUL NATIONAL UNIVERSITY
৯) OSAN UNIVERSITY
১০) GACHEON UNIVERSITY
১১) MYONGJI UNIVERSITY
১২) YOUNGSAN UNIVERSITY
১৩) AJOU UNIVERSITY
১৪) KOOKMIN UNIVERSITY
১৫) KONYANG UNIVERSITY

বি. দ্র. দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে নিশ্চিত করা হবে। আবেদন প্রার্থীর কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তি বা ভিসার নিশ্চয়তা বহন করে না।

News Bangla নিউজ বাংলা

06/08/2025
04/08/2025

Address

Nikrail High School Market ( 2nd Floor), Bhuapur Tangail
Tangail
1976

Alerts

Be the first to know and let us send you an email when MBAVlogs by mbamuktar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MBAVlogs by mbamuktar:

Share

Category