Yamin Hassan Sheikh Blogging Station

আপনার ভালোবাসার অভিনেতা কে ম্যানশন করেন। Musfiq R. Farhan Farhan Ahmed Jovan Afran Nisho
04/05/2025

আপনার ভালোবাসার অভিনেতা কে ম্যানশন করেন।
Musfiq R. Farhan
Farhan Ahmed Jovan
Afran Nisho

•মনের মধ্যে ভালোবাসা থাকলে সৌন্দর্যের প্রয়োজন পড়ে না-!!💚🌸❤️_________(🥰🌺
06/02/2025

•মনের মধ্যে ভালোবাসা থাকলে সৌন্দর্যের প্রয়োজন পড়ে না-!!💚🌸❤️
_________(🥰🌺

15/06/2024

সবাইকে আমার পক্ষ থেকে 🤝
💥'ঈদ উল আজহা'💫
এর
শুবেচ্ছা 💖💝
❤️‍🔥 ঈদ মোবারক 🕋🌅
সবার ঈদের feeling কেমন বলবে সবাই 🥰

15/06/2024

👉 আধা পাহাড় আধা ভর @সবাই
আমাদের টাংগাইল টাংগাইলের সৌন্দর্য পেইজে ফলো দিয়ে পাশে থাকুন

15/06/2024

বন্ধুত্বের বিচ্ছেদ কিভাবে মানবো?' 🙂

- Ys Sakib

15/06/2024

আপনাকে হারানোর ভয়ে যে মানুষটা কেঁদে ফেলে! ওর থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারে না! 🌸🖤

15/06/2024

ভালোবাসার মানুষ টা সঠিক হলে. পূর্ণতা একদিন পাবেইই!🖤

15/06/2024

-একটি জার্মান কাহিনী- স্বামী- স্ত্রী একসাথে বসে কফি খাচ্ছেন। স্বামী খবরের কাগজ পড়ছেন। হঠাৎ স্ত্রী বলল, জানো, আমাদের প্রতিবেশী হাইন্স স্ত্রী মরার তিন মাসের মধ্যেই আবার বিয়ে করেছে। স্বামী উত্তর দিলেন: -কী নির্দয় ভদ্রলোক। এতটুকু লজ্জাশরমও নেই। তিন মাসের মাঝেই, ছি ছি …।। স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি যদি মরে যাই, তুমি কি আবার বিয়ে করবে ? স্বামী: -ছি, ছি, কি যে বল ? আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো ! স্ত্রী খুশিতে গদ গদ হয়ে বললেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তবুও তুমি তো আর সারাজীবন একা থাকবে না। বলো না, কোন মেয়ে তোমার জীবন সাথী হবে ? স্ত্রীর পীড়াপীড়িতে ভদ্রলোক বললেন, যে মেয়ে আমার সব আকাঙ্ক্ষা পূরণ করবে। -ও আচ্ছা, তাই। তাকে নিয়ে তুমি কি আমাদের এই বাড়িতে উঠবে ? -ঠিক জানি না। হয়ত বা। এবার স্ত্রী বললেন: -সেটাই ভালো। এই বাড়ীর প্রতিটি পরতে পরতে আমার ছোঁয়া। আমি তোমাদের মাঝে অক্ষয় হয়ে বেঁচে থাকব। আচ্ছা, আমাদের যে ট্র্যাডিশন, আমরা প্রতি সপ্তাহে একবার করে টার্কিশ দোকানে গিয়ে কাবাব খাই, তুমি কি তাকে নিয়ে টার্কিশ দোকানে কাবাব খাবে ? খবরের কাগজ থেকে চোখ না তুলে অনুগত স্বামী অস্ফুট স্বরে বললেন, না না , ও তো মাংস খায়না, ভেগ

15/06/2024

-একটি জার্মান কাহিনী-

স্বামী- স্ত্রী একসাথে বসে কফি খাচ্ছেন। স্বামী খবরের কাগজ পড়ছেন।
হঠাৎ স্ত্রী বলল, জানো, আমাদের প্রতিবেশী হাইন্স স্ত্রী মরার তিন মাসের মধ্যেই আবার বিয়ে করেছে।

স্বামী উত্তর দিলেন:
-কী নির্দয় ভদ্রলোক। এতটুকু লজ্জাশরমও নেই। তিন মাসের মাঝেই, ছি ছি …।।

স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি যদি মরে যাই, তুমি কি আবার বিয়ে করবে ?
স্বামী:
-ছি, ছি, কি যে বল ? আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো !

স্ত্রী খুশিতে গদ গদ হয়ে বললেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তবুও তুমি তো আর সারাজীবন একা থাকবে না। বলো না, কোন মেয়ে তোমার জীবন সাথী হবে ?

স্ত্রীর পীড়াপীড়িতে ভদ্রলোক বললেন, যে মেয়ে আমার সব আকাঙ্ক্ষা পূরণ করবে।
-ও আচ্ছা, তাই। তাকে নিয়ে তুমি কি আমাদের এই বাড়িতে উঠবে ?

-ঠিক জানি না। হয়ত বা।

এবার স্ত্রী বললেন:
-সেটাই ভালো। এই বাড়ীর প্রতিটি পরতে পরতে আমার ছোঁয়া। আমি তোমাদের মাঝে অক্ষয় হয়ে বেঁচে থাকব।
আচ্ছা, আমাদের যে ট্র্যাডিশন, আমরা প্রতি সপ্তাহে একবার করে টার্কিশ দোকানে গিয়ে কাবাব খাই, তুমি কি তাকে নিয়ে টার্কিশ দোকানে কাবাব খাবে ?

খবরের কাগজ থেকে চোখ না তুলে অনুগত স্বামী অস্ফুট স্বরে বললেন, না না , ও তো মাংস খায়না, ভেগান। নিরামিষাশী। 😄..

Address

Sagardighi
Tangail

Telephone

+8801888439154

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yamin Hassan Sheikh Blogging Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yamin Hassan Sheikh Blogging Station:

Share